নয়াদিল্লি: প্রথমত জাতীয় দলের হয়ে খেলা, তারপর বিশ্বকাপে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখেন অনেক ক্রিকেটার। দেশের জার্সিতে অভিষেক হওয়ার পর ভালো খেলেও হঠাৎ করেই যদি দল থেকে বাদ পড়েন কোনও ক্রিকেটার, আর বিশ্বকাপে খেলার স্বপ্ন যদি ভেঙে যায়? তা হলে হতাশ হয়ে পড়েন অনেক ক্রিকেটার। সম্প্রতি ইংল্যান্ড ভারতের মাটিতে হতে চলা ওডিআই বিশ্বকাপের (Cricket World Cup 2023) জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে। তাতে দল তাঁকে উপেক্ষা করেছে। কিন্তু তার জবাব তিনি মুখে নয়, দিয়েছেন ব্যাট হাতে। কথা হচ্ছে ইংল্যান্ডের তারকা ক্রিকেটার হ্যারি ব্রুককে (Harry Brook) নিয়ে। দ্য হান্ড্রেডে দ্রুততম সেঞ্চুরি করে হ্যারি ইসিবিকে দারুণ জবাব দিয়েছেন। এবং তাঁকে বিশ্বকাপের দলে নেওয়ার জন্য ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে ভাবতে বাধ্য করেছে। এরই মাঝে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার (Jos Buttler) ইঙ্গিত দিয়েছেন, হ্যারির জন্য বিশ্বকাপের দরজা বন্ধ হয়নি। তা এখনও খোলা। ঠিক কী বলেছেন বাটলার? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ক্রিকেট মহলের মতে, বেন স্টোকস ওডিআইতে অবসর ভেঙে ফেরায় দল থেকে বাদ পড়েছেন হ্যারি ব্রুক। এমনটা নয় যে ইংল্যান্ড আর তাদের প্রাথমিক স্কোয়াডে পরিবর্তন করতে পারবে না। হ্যারি ব্রুককে ভারত সফরের জন্য রিজার্ভ প্লেয়ার হিসেবে বেছে নিয়েছে ইংল্যান্ড। কিন্তু মূল দলেও তাঁর এন্ট্রি হতেই পারে। কারণ ২৮ সেপ্টেম্বর অবধি ইংল্যান্ডের কাছে সুযোগ থাকবে তাদের জমা দেওয়া স্কোয়াডে চাইলে পরিবর্তন করার।
সম্প্রতি ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার জানিয়েছেন, এখনও বিশ্বকাপের স্কোয়াডে ঢোকার সম্ভাবনা শেষ হয়ে যায়নি হ্যারি ব্রুকের। তবে বেন স্টোকস টিমে আসায় দলের কৌশল বদলে গিয়েছে। তাই নানা সমীকরণও বদলে গিয়েছে বলে জানিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক। তাঁর কথায়, ‘(ভারতের) বিমানে ওঠার আগে এখনও অনেক সময় রয়েছে। কাজেই আমরা অপেক্ষা করব এবং দেখব কী হয়। আমরা সকলেই জানি, হ্যারি ব্রুক দুর্দান্ত একজন ক্রিকেটার এবং সেদিনও আমরা দেখলাম, ও কী করতে পারে। এই মুহূর্তে এটা ওর দুর্ভাগ্য যে ও স্কোয়াডে নেই।’ বাটলার আরও বলেন, ‘বেন স্টোকস দুর্দান্ত এক ক্রিকেটার। ও দলে ফেরায় ওকে স্বাগত জানাই। তবে দল নির্বাচন এই জন্যই খুব কঠিন ছিল। অনেক ক্রিকেটারই দীর্ঘ সময় ধরে ভালো পারফর্ম করছে। আমদের সব দিক ভাবনা চিন্তা করতে হচ্ছে।’ এ বার দেখার ভালো পারফর্ম করা জন্য সত্যিই বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের স্কোয়াডে ব্রুকের জায়গা হয় কিনা।