
লর্ডসে রুদ্ধশ্বাস টেস্ট জিতেছে ইংল্যান্ড। তাতেও অবশ্য বড় সমস্যায়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তিনটি সংস্করণ হয়েছে। ইংল্যান্ড বেশ কিছু ভালো সিরিজ খেলেছে। কিন্তু তিন সংস্করণে একবারও ফাইনালে উঠতে পারেনি ইংল্যান্ড। নতুন সংস্করণের শুরুটা করেছে ভারতের বিরুদ্ধেই। লিডস টেস্ট জিতে দুর্দান্ত পরিস্থিতিতে ছিল ইংল্য়ান্ড। এজবাস্টনে হারের পর কিছুটা অস্বস্তি হয়। লর্ডসে অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়েছে ইংল্যান্ড। ভাগ্যও সঙ্গ দিয়েছে বলা যায়। কিন্তু নিজেদের ভুলে পয়েন্ট খোয়া গেল ইংল্যান্ডের। সঙ্গে জরিমানাও।
লর্ডসে মন্থর ওভার রেটের জন্য় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে ইংল্যান্ডের। তাদের পয়েন্ট ছিল ২৪। কেটে নেওয়ায় ২২ পয়েন্ট তাদের। তেমনই পয়েন্ট পার্সেন্টেজেও ঘাটতি হয়েছে। ৬৬.৬৭ থেকে পয়েন্ট পার্সেন্টেজ দাঁড়িয়েছে ৬১.১১। বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ইংল্যান্ড। কিন্তু পয়েন্ট কেটে নেওয়ায় তৃতীয় স্থানে নেমে গিয়েছে।
শুধু পয়েন্ট কাটাই নয়, আইসিসি এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্লেয়িং কন্ডিশনের নিয়ম অনুযায়ী স্লো ওভার রেটের জন্য প্রত্যেকের ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানাও হয়েছে। এই টেস্টে এতবার বল বদল হয়েছে, ফিল্ডিং-কিংবা স্ট্র্যাটেজি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা, পেসাররা বেশি ওভার করেছে, ফলে নির্ধারিত সময়ে যত ওভার বোলিং হওয়ার কথা, তা করতে পারেনি ইংল্যান্ড।