
ভারত এ দল ইতিমধ্যেই ইংল্যান্ডে পৌঁছে গিয়েছে। ইংল্যান্ড যুব দলের সঙ্গে ম্যাচও খেলেছে। ভারতের টেস্ট স্কোয়াডের বেশ কয়েকজন প্লেয়ারও রয়েছেন এ দলে। আজ লন্ডন উড়ে যাওয়ার কথা ক্যাপ্টেন শুভমন গিল সহ বাকি টিম মেম্বারদের। তার আগে মুম্বইতে বোর্ডের সদর দফতরে সাংবাদিকদের মুখোমুখি হবেন ভারতের নতুন টেস্ট ক্যাপ্টেন। ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। ২০ জুন শুরু এই হাইভোল্টেজ সিরিজ। কারা খেলবেন শুভমনদের বিরুদ্ধে? স্কোয়াড ঘোষণা করল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।
ভারতের বিরুদ্ধে আপাতত প্রথম টেস্টের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ২০২২ সালের পর অবশেষে টেস্টে প্রত্যাবর্তন হচ্ছে ইংল্যান্ড অলরাউন্ডার জেমি ওভার্টনের। তবে চোট থাকায় আদৌ খেলতে পারবেন কি না সন্দেহ রয়েছে। তেমনই স্কোয়াডে রয়েছেন অভিজ্ঞ পেসার ক্রিস ওকসও। বেন স্টোকসের নেতৃত্বাধীন ১৪ সদস্যের স্কোয়াডে রয়েছেন সদ্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অংশ নেওয়া জেকব বেথেলও। তবে জোফ্রা আর্চার কবে ফিরবেন, এ বিষয়ে এখনও নিশ্চয়তা নেই।
ইংল্যান্ডের মাটিতে গত টেস্টের তারকা জিমি অ্যান্ডারসন অবশ্য টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। এ ছাড়াও স্কোয়াডে না থাকা তারকা নাম বলতে জনি বেয়ারস্টো, বেন ফোকস, ওলি রবিনসন। জনি বেয়ারস্টো ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করছিলেন। তেমনই আইপিএলে হঠাৎ সুযোগে ভালো খেলেছেন।
ইংল্যান্ডের ঘোষিত স্কোয়াড-বেন স্টোকস (ক্যাপ্টেন), শোয়েব বশির, জেকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, স্যাম কুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, জেমি ওভার্টন, ওলি পোপ, জো রুট, জেমি স্মিথ, জশ টং, ক্রিস ওকস।