AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kieron Pollard: বিশ্বকাপের আগে বাটলারদের কোচ হতে চলেছেন পোলার্ড?

T20 World Cup 2024: যে দেশে বিশ্বকাপ হয়, সেই দেশের কোনও প্রাক্তন ক্রিকেটারকে টিমের সঙ্গে জুড়ে ফেলার চেষ্টা করেন বিদেশি টিমগুলো। ২০২২ সালে অস্ট্রেলিয়ায় যখন টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছিল, ইংলিশ টিমের কনসালট্যান্ট কোচ ছিলেন মাইক হাসি। প্রাক্তন অজি ক্রিকেটার ইংলিশ টিমকে প্রচুর সাহায্য করেছিলেন। যে কারণে চ্যাম্পিয়নও হয়েছিল টিম। সে কথা এ বারও মাথায় থাকছে।

Kieron Pollard: বিশ্বকাপের আগে বাটলারদের কোচ হতে চলেছেন পোলার্ড?
Kieron Pollard: বিশ্বকাপের আগে বাটলারদের কোচ হতে চলেছেন পোলার্ড?Image Credit: X
| Edited By: | Updated on: Dec 23, 2023 | 3:02 PM
Share

লন্ডন: গত টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন যেমন, তেমনই ভারতের মাটিতে সদ্য হয়ে যাওয়া ওয়ান ডে বিশ্বকাপে চরম ভরাডুবিও হয়েছে। সেই অতীত দ্রুত ভোলাতে আবার টি-টোয়েন্টি বিশ্বকাপেই (T20 World Cup 2024) ফোকাস করতে চাইছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। আগামী বছর জুনে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা মিলিয়ে কুড়ি-বিশের বিশ্বকাপ হবে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেই বিশ্বকাপের ম্যাচ বেশি। তাই ব্রায়ান লারার দেশের পরিবেশ, পরিস্থিতি, পিচ বোঝা খুব দরকার। আর সে কথা মাথায় রেখেই ওয়েস্ট ইন্ডিজের এক টি-টোটেন্টি স্পেশালিস্টকে কোচ হিসেবে নিতে চাইছে ইংল্যান্ডে। কে তিনি? কায়রন পোলার্ড (Kieron Pollard)। কুড়ি-বিশের ক্রিকেটে যাঁকে কিংবদন্তি ধরা হয়। নিজে অলরাউন্ডার ছিলেন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ থেকে শুরু করে আইপিএল, সর্বত্র সাফল্য পেয়েছেন তিনি। পোলার্ডের দীর্ঘ অভিজ্ঞতার কথা মাথায় রেখেই টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁকে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে ইসিবি (ECB)

যে দেশে বিশ্বকাপ হয়, সেই দেশের কোনও প্রাক্তন ক্রিকেটারকে টিমের সঙ্গে জুড়ে ফেলার চেষ্টা করেন বিদেশি টিমগুলো। ২০২২ সালে অস্ট্রেলিয়ায় যখন টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছিল, ইংলিশ টিমের কনসালট্যান্ট কোচ ছিলেন মাইক হাসি। প্রাক্তন অজি ক্রিকেটার ইংলিশ টিমকে প্রচুর সাহায্য করেছিলেন। যে কারণে চ্যাম্পিয়নও হয়েছিল টিম। সে কথা এ বারও মাথায় থাকছে। হাসির মতোই কনসালট্যান্ট কোচ হতে চলেছেন পোলার্ড। দ্য টেলিগ্রাফে বেরনো খবর অনুযায়ী, ওয়েস্ট ইন্ডিজের পরিবেশ কেমন হতে পারে, সে সম্পর্কে পরিষ্কার ধারণা দিতে পারেন পোলার্ড। যা ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতার ক্ষেত্রে সাহায্য করবে।

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে ইংল্যান্ড। ত্রিনিদাদে যে টিম হোটেলে ছিল ইংল্যান্ড, সেখানে দেখা গিয়েছে পোলার্ডকে। নিশ্চিত ভাবেই তাঁর সঙ্গে পাকা কথা সেরে নেওয়ার জন্যই ডাকা হয়েছিল টিম ম্যান্জমেন্টের তরফে। যে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে পোলার্ড ১৮৯টা ম্যাচ খেলেছেন আইপিএলে, সেখানেই একটা সময় খেলতেন জস বাটলার। যিনি এখন ইংল্যান্ডের ওয়ান ডে ও টি-টোয়েন্টি ক্যাপ্টেন।