Ben Stokes: অবসর ভেঙে বেন স্টোকস ফিরুন বিশ্বকাপে, আর্জি ইংল্যান্ডের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 13, 2023 | 4:52 PM

Cricket World Cup 2023: ইংল্যান্ডের সাদা বলের কোচ ম্যাথু মট জানিয়েছেন, জস বাটলার বিশ্বকাপের আগে বেন স্টোকসের সঙ্গে কথা বলবেন। এবং তাঁকে অবসর ভেঙে বিশ্বকাপে খেলার আর্জি জানাতে চলেছে ইংল্যান্ড ক্রিকেট।

Ben Stokes: অবসর ভেঙে বেন স্টোকস ফিরুন বিশ্বকাপে, আর্জি ইংল্যান্ডের
Ben Stokes: অবসর ভেঙে বেন স্টোকস ফিরুন বিশ্বকাপে, আর্জি ইংল্যান্ডের
Image Credit source: Twitter

Follow Us

নয়াদিল্লি: অবসর ঘোষণা করার পর পুনরায় ক্রিকেটে ফিরেছেন এমন ক্রিকেটারের সংখ্যা নেহাতই কম নয়। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (England Cricket Board) এ বার চাইছে এমনটা করুক তাঁদের অন্যতম তারকা ক্রিকেটার বেন স্টোকস। ডেইলি মেইলের এক প্রতিবেদন অনুযায়ী, এ বারের অ্যাসেজে মইন আলিকে যেভাবে ফিরিয়েছিল ইংল্যান্ড, ঠিক তেমন ভাবেই ইসিবি চাইছে ওডিআই বিশ্বকাপের (Cricket World Cup 2023) দলে বেন স্টোকসকে (Ben Stokes) ফেরাতে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

২০২২ সালে বেন স্টোকস ওডিআই ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন। কিন্তু তাঁর মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ছাড়া বিশ্বকাপ খেলতে ভারতে আসতে চায় না ইসিবি। তাই এ বার ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বেন স্টোকসকে তাঁর অবসর ভেঙে ওডিআই ক্রিকেটে ফেরানোর আর্জি জানানো হবে। ২০১৯ সালে ইংল্যান্ডের ওডিআই বিশ্বকাপ জয়ের নেপথ্যে বড় অবদান ছিল তারকা অলরাউন্ডার বেন স্টোকসের।

সূত্রের খবর, ভারতের মাটিতে বসতে চলা ওডিআই বিশ্বকাপের জন্য আগামী মঙ্গলবার স্কোয়াড বেছে নিতে চলেছে ইসিবি। তার আগে ইংল্যান্ডের সাদা বলের কোচ ম্যাথু মট জানিয়েছেন, বিশ্বকাপের স্কোয়াড ঠিক করার আগে দু’টি বিষয় তাঁর দলের জন্য গুরুত্বপূর্ণ হবে। এক, বেন স্টোকসকে অবসর ভেঙে ফেরার আর্জি জানানো। দুই, ২০১৯ বিশ্বকাপ জয়ের অপর এক নায়ক জোফ্রা আর্চারের মেডিকেল রিপোর্ট।

এ বারের অ্যাসেজে দুর্দান্ত পারফর্ম করেছিলেন বেন স্টোকস। তাঁকে নিয়ে ম্যাথু মট বলেন, ‘স্টোকসের সঙ্গে যোগাযোগ করবে জস বাটলার। ওকে দলে ফেরাতে আমরা আগ্রহী। আমরা এখনও ওর ফেরার ব্যাপারে আশাবাদী। ও কী সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার। আমি সব সময় বলেছি ওর ব্যাটিং, ফিল্ডিং তো সেরা বটেই, সঙ্গে ওর বোলিং আমাদের কাছে একটি বাড়তি পাওনা।’ উল্লেখ্য, এ বারের ওডিআই বিশ্বকাপের প্রথম ম্যাচে, ৫ অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামবে ইংল্যান্ড। ওই ম্যাচটি অনুষ্ঠিত হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।

Next Article