কলকাতা: নিজামের শহরে ওলি পোপের (Ollie Pope) ‘নবাবিয়ানা’ দেখল ক্রিকেট বিশ্ব। হায়দরাবাদ টেস্টের মোড় ঘুরিয়ে দিলেন ইংল্যান্ডের (England) তারকা ওলি পোপ। দু’বার জীবনদান পেয়েছিলেন তিনি। তারপরও মাত্র ৪ রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস করলেন তিনি। তৃতীয় দিন পোপ যখন ১১০ রানে ছিলেন, সেই সময় তাঁর প্রথম ক্যাচ মিস করেন অক্ষর প্যাটেল। তিনি তৃতীয় দিন ১৪৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। স্বাভাবিকভাবেই তাঁর চতুর্থ দিন ফোকাস ছিল যত দ্রুত সম্ভব দলের জন্য রান তোলা এবং নিজের ডাবল সেঞ্চুরি পূর্ণ করা। অল্পের জন্য তাতে সফল হতে পারলেন না পোপ। চতুর্থ দিনের শুরুতে ওলি পোপকে ফেরাতে পারলে সুবিধে হত ভারতের। কিন্তু কোথায় কী! বরং তিনি যখন ১৮৬ রানে ছিলেন, সেই সময় ক্যাচ মিস করেন লোকেশ রাহুল। শেষ অবধি ১৯৬ রানে আউট হন পোপ। তাঁকে বোল্ড করেন জসপ্রীত বুমরা। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড অলআউট হয় ৪২০ রানে। জিততে হলে ভারতকে (India) তুলতে হবে ২৩১ রান।
ইংল্যান্ড তৃতীয় দিন শেষ করেছিল ৬ উইকেটে ৩১৬ রানে। চতুর্থ দিন ১০৪ রান স্কোরবোর্ডে যোগ করে ইংল্যান্ড শিবির। হায়দরাবাদে সকালে রেহান আহমেদকে (২৮) ফেরান বুমরা। এরপর টম হার্টলির সঙ্গে জুটি বাঁধেন পোপ। ১০০.১ ওভারে হার্টলিকে ফেরান অশ্বিন (৩৪)। ১০১.৬ ওভারে মার্ক উডের (০) উইকেট তুলে নেন জাডেজা। এরপর ১০২.১ ওভারে ওলি পোপের উইকেট নেন বুমরা। ২৭৮ বলে পোপের ১৯৬ রানের ইনিংসের পথে তাঁর ব্যাটে আসেনি একটিও ছয়। এসেছে ২১টি চার।
অল্পের জন্য ক্যারিবিয়ান কিংবদন্তি গ্যারি সোবার্সের রেকর্ড ভাঙতে পারলেন না ওলি পোপ। ১৯৫৮ সালে ভারতে সফরকারী দলের ব্যাটার হিসেবে টেস্টে দ্বিতীয় ইনিংসে ১৯৮ রান করেছিলেন গ্যারি সোবার্স। আর ২ রান করলেই গ্যারিকে ছাপিয়ে যেতেন পোপ। ভারতের মাটিতে দ্বিতীয় ইনিংসে সফরকারী দলের ব্যাটার হিসেবে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটারদের তালিকায় চার নম্বরে পৌঁছে গেলেন ওলি পোপ। এই তালিকায় শীর্ষে রয়েছেন অ্যান্ডি ফ্লাওয়ার (২৩২* নাগপুরে ২০০০ সালে)। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে রয়েছেন ব্রেন্ডন ম্যাকালাম (২২৫ হায়দরাবাদে ২০১০ সালে) ও গারফিল্ড সোবার্স (কানপুরে)।