Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs ENG: ২ মাস আগে কাজ করতেন নার্সারিতে, রোহিতদের ঘরের মাঠে হারানোর নায়কের অতীত জানেন?

Tom Hartley: নতুন গাছ লাগানো, পরিচর্যা করা, গাছে জল দেওয়া, ক্রেতাদের কাছে গাছ বিক্রি করা--- সবই টম হার্টলি করেছেন মন দিয়ে। মাটির কাছাকাছি থাকা কিংবা মাটির সঙ্গে নিবিড় যোগের কারণেই কি আবির্ভাবেই সুপারহিট? ল্যাঙ্কাশায়ারের বাঁ হাতি স্পিনারের বয়স মাত্র ২৪। হায়দরাবাদ টেস্টে প্রথম বলটা করেছিলেন, উড়ে গিয়েছিল গ্যালারিতে।

IND vs ENG: ২ মাস আগে কাজ করতেন নার্সারিতে, রোহিতদের ঘরের মাঠে হারানোর নায়কের অতীত জানেন?
IND vs ENG: ২ মাস আগে কাজ করতেন নার্সারিতে, রোহিতদের ঘরের মাঠে হারানোর নায়কের অতীত জানেন?Image Credit source: Instagram
Follow Us:
| Edited By: | Updated on: Jan 31, 2024 | 5:00 PM

কলকাতা: মাস দুয়েক আগেও নার্সারিতে কাজ করতেন। নতুন গাছ লাগানো, পরিচর্যা করা, গাছে জল দেওয়া, ক্রেতাদের কাছে গাছ বিক্রি করা— সবই করেছেন মন দিয়ে। মাটির কাছাকাছি থাকা কিংবা মাটির সঙ্গে নিবিড় যোগের কারণেই কি আবির্ভাবেই সুপারহিট? ল্যাঙ্কাশায়ারের বাঁ হাতি স্পিনারের বয়স মাত্র ২৪। হায়দরাবাদ টেস্টে প্রথম বলটা করেছিলেন, উড়ে গিয়েছিল গ্যালারিতে। প্রথম ইনিংসে ১৩১ রান দিয়ে নিয়েছিলেন মাত্র ২ উইকেট। অনেকেই ভাবতে শুরু করে দিয়েছিলেন, এই ছেলেকে খেলিয়ে ভুলই করল ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ভুল ভেঙে দিয়েছিলেন। ৬২ রানে ৭ উইকেট নিয়ে ইংল্যান্ডকে (England) ২৮ রানে জিতিয়েছেন। সেই টম হার্টলি যে ২ মাস আগেও বাগানে কাজ করতেন, তা জানাই ছিল না।

ভারতের মাটিতে সাফল্যের মন্ত্র ইংল্যান্ড থেকেই বয়ে এনেছেন হার্টলি। রবীন্দ্র জাডেজার বোলিং স্টাইল জেনে-বুঝে নেওয়ার কাজটা যেমন করেছেন, তেমনই নিজেকে মেলে ধরেছেন। সেই হার্টলি গত নভেম্বর মাসে নার্সারিতে কাজ করতেন। না, চাকরি নয়। পারিবারিক নার্সারিতেই কাজ করতেন। ওই নার্সারি চালান বাবা বিল হার্টলি। টমের বাবা বিল ছিলেন অ্যাথলিট। ৪০০ মিটারে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ছিলেন। কমনওয়েলথ গেমসে সোনাও জিতেছিলেন। অলিম্পিকেও অংশ নিয়েছিলেন বিল। বাবার নার্সারিতেই মন দিয়ে কাজ করতেন হার্টলি।

বিল বলেছেন, ‘গাছ লাগানো থেকে শুরু করে পরিচর্যা, গাছ বিক্রি, সবই করেছে টম। এমনকি জল দেওয়াতেও সাহায্য করত আমাকে। যে কোনও প্রয়োজনে ও হাত লাগাত। আমার তো মনে হয়, টম এই নার্সারি থেকেই সমস্যার সমাধান খুঁজে নিতে শিখেছে। যদি কেউ গাছের জন্ম দিতে পারে, সে সঠিক সময়ে সঠিক কাজটা ঠিক করতে পারে। ওর খেলার প্রস্তুতির ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল।’ বিলের কথা ধরলে, মাটি চিনে নেওয়ার ক্ষমতা আছে হার্টলির। হায়দরাবাদের স্পিনিং ট্র্যাকে যে কারণে পারফর্ম করতে অসুবিধা হয়নি তাঁর। সফরের বাকি চার টেস্টেও যে হবে না, তা তো টিমের কোচ ব্রেন্ডন ম্যাকালামই বলে দিয়েছেন।