পুনে: ভারতের মাটিতে চলতি ওডিআই বিশ্বকাপের (ICC World Cup) মঞ্চে আজ ছিল ইউরোপিয়ান দ্বৈরথ। পুনেতে মুখোমুখি হয়েছিল জস বাটলারের ইংল্যান্ড (England) ও স্কট এডওয়ার্ডসের নেদারল্যান্ডস (Netherlands)। গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের এ বারের বিশ্বকাপ শুরু হয়েছিল হার দিয়ে। পরের ম্যাচেই জয়। এরপর টানা পাঁচটি হার। অবশেষে জয়ে ফিরল ইংল্যান্ড। পুনেতে নেদারল্যান্ডসকে ১৬০ রানের বড় ব্যবধানে হারাল তারা। বেন স্টোকসের সেঞ্চুরি এবং ওকস-মালানের হাফসেঞ্চুরিতে বড় রানের লক্ষ্য দেয় ইংল্যান্ড। প্রতিপক্ষ ডাচদের মাত্র ১৭৯ রানেই অলআউট করে। এই জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জনের সম্ভাবনা উজ্জ্বল হল ইংল্যান্ডের।এই ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla Sports এর লাইভব্লগে।
জয়ে ফিরল ইংল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাবনাও উজ্জ্বল হল তাদের। নেদারল্যান্ডসকে ১৬০ রানের বিশাল ব্যবধানে হারাল ইংল্যান্ড। বিস্তারিত পড়ুন : স্টোকস-ওকসে হাসি ফুটল, টানা পাঁচ হারের পর জয় ইংল্যান্ডের
বোর্ডে বিশাল লক্ষ্য। পড়ছে উইকেট। নেদারল্যান্ডস অবশ্য অ্যাটাকিং ক্রিকেট থেকে সরেনি। বিধ্বংসী ব্যাটিংয়ে হারের ব্যবধান কমানোর মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন। লক্ষ্য নেট রান রেট ঠিক রাখা।
রান তাড়া করায় ৬ ওভারের মধ্যে জোড়া উইকেট হারিয়ে ফেলেছেন ডাচরা। ৪.৫ ওভারের ম্যাক্স ও’ডডকে ফেরালেন ক্রিস ওকস। আর ৫.৪ ওভারে কলিন অ্যাকারম্যানের উইকেট তুলে নিলেন ডেভিড উইলি।
টার্গেট ৩৪০। রান তাড়া করতে নামল ডাচরা। ওপেনিংয়ে ম্যাক্স ও’ডড ও ওয়েসলি বারেসি।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে ৯ উইকেট হারিয়ে ৩৩৯ রানে থামল ইংল্যান্ড।
বেন স্টোকসের উইকেট তুলে নিলেন লোগান ভ্যান বিক। ৮৪ বলে ১০৮ রানের ইনিংস উপহার দিয়ে মাঠ ছাড়লেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার।
বাস ডি’লিড তুলে নিলেন ক্রিস ওকসের উইকেট। হাফসেঞ্চুরির পরই মাঠ ছাড়তে হল ওকসকে।
রিভার্স সুইপে চার মেরে শতরানে বেন স্টোকস। ৭৮ বলে সেঞ্চুরি ইংল্যান্ডের অলরাউন্ডারের। নেদারল্যান্ডসের বিরুদ্ধে সেঞ্চুরি ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকসের।
ডাচদের বিরুদ্ধে অর্শতরান করলেন বেন স্টোকস। ছয় মেরে অর্ধশতরান পূর্ণ করলেন স্টোকস। ৫৮ বলে হাফসেঞ্চুরি ইংল্যান্ডের অলরাউন্ডারের।
চতুর্থ উইকেট হারাল ইংল্যান্ড। হ্যারি ব্রুককে ফেরালেন বাস ডি’লিড। ১৬ বলে ১১ রান করে প্যাভিলিয়নে ফিরলেন ডি’লিড।
রান আউট হয়ে মাঠ ছাড়লেন ডেভিড মালান। ৮৭ রানের ইনিংস উপহার দিয়ে মাঠ ছাড়লেন মালান।
লোগান ভ্যান বিক তুলে নিলেন জো রুটের উইকেট। ৩৫ বলে ২৮ রান করে মাঠ ছাড়লেন জো রুট।
৩৬ বলে অর্ধশতরানে পৌঁছলেন ডেভিড মালান। ৯ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১ উইকেটে ৬৯।
জনি বেয়ারস্টোর উইকেট তুলে নিলেন আর্য দত্ত। ১৭ বলে ১৫ রান করে মাঠ ছাড়লেন ইংল্যান্ডের ওপেনার।
ডাচদের বিরুদ্ধে ইংল্যান্ডের ইনিংস শুরু। ওপেনিংয়ে জনি বেয়ারস্টো ও ডেভিড মালান।
ডাচদের বিরুদ্ধে যে একাদশ নিয়ে নামছে ইংল্যান্ড —
📋 𝗧𝗘𝗔𝗠 𝗡𝗘𝗪𝗦!
We’ve made two changes from Saturday 🔄
⬅️ Mark Wood
⬅️ Liam Livingstone➡️ Gus Atkinson
➡️ Harry Brook#EnglandCricket | #CWC23 pic.twitter.com/4Ovkfnad51— England Cricket (@englandcricket) November 8, 2023
দেখে নিন ইংল্যান্ডের বিরুদ্ধে ডাচদের একাদশ —
One change in the playing XI as Teja Nidamanuru returns. We have been asked to bowl first in Pune.#CWC23 pic.twitter.com/1Tmv8emdmx
— Cricket🏏Netherlands (@KNCBcricket) November 8, 2023
ডাচদের বিরুদ্ধে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার।
England vs Netherlands ICC world Cup 2023: এক যুগ পর ওয়ান ডে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করা নেদারল্যান্ডস শুরুতে দারুণ সম্ভাবনা দেখিয়েছিল। দক্ষিণ আফ্রিকার মতো বিধ্বংসী দলকে হারিয়েছে তারা। আরও একটা ম্যাচ জিতেছে তারা বাংলাদেশের বিরুদ্ধে। ইংল্যান্ডের তুলনায় কিছুটা হলেও আত্মবিশ্বাসে এগিয়ে থাকতেই পারে ডাচরা। ২০১১ বিশ্বকাপে ভারতের মাটিতেই খেলেছিল তারা। সে-বার একটি ম্যাচেও জয়ের মুখ দেখেনি নেদারল্যান্ডস। এবার অন্তত দুটি ম্যাচ জয়ের গর্ব নিয়ে ফিরতে পারবে।
পড়ুন বিস্তারিত – ENG vs NED ICC WC Match Preview: বিশ্বকাপের ‘ইউরোপিয়ান’ দ্বৈরথে ‘উঠে দাঁড়ানোর’ লক্ষ্যে ইংল্যান্ড
চলতি বিশ্বকাপের পয়েন্ট টেবলের নয় নম্বরে রয়েছে নেদারল্যান্ডস এবং ১০ নম্বরে অর্থাৎ সবচেয়ে শেষে রয়েছে ইংল্যান্ড।
আজ দুপুর ২টো নাগাদ পুনেতে বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড ও নেদারল্যান্ডস।