পুনে: গ্রুপ পর্বের প্রায় অন্তিম লগ্নে এসে পৌঁছেছে তেইশের বিশ্বকাপ (ICC ODI World Cup 2023)। আজ, মঙ্গলবার বিশ্বকাপের ৩৯ তম ম্যাচে মুখোমুখি অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। কাল পরীক্ষা ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের। এ বারের বিশ্বকাপে হতশ্রী ভাগ্য নিয়ে এসেছে ইংল্যান্ড। সাত ম্য়াচের মাত্র একটিতে সাফল্য়। প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নদের এই পরিণতিতে অবাক ক্রিকেটদুনিয়া। পয়েন্ট টেবিলের শেষে ইংল্যান্ডের নাম মেনে নিতে পারছেন না কেউ-কেউ। অন্যদিকে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অঘটন ঘটালেও পরে আর ব্যাটের সেই ধার ধরে রাখতে পারেনি ডাচর। সাত ম্যাচের মাত্র দুটিতে জিতে স্কট এডওয়ার্ডসদের জায়গা হয়েছে নয় নম্বরে। দুই দলেরই সেমিফাইনালের স্বপ্নে ইতি হয়েছে। নিয়মরক্ষার ম্য়াচে জস বাটলারদের মুখোমুখি হবে নেদারল্য়ান্ডস। কোথায়, কখন দেখবেন এই ম্যাচ? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ইংল্যান্ড বনাম নেদারল্যান্ডস ম্যাচটি কবে হবে?
ইংল্যান্ড বনাম নেদারল্যান্ডস ম্যাচটি হবে ৮ নভেম্বর, বুধবার।
ইংল্যান্ড বনাম নেদারল্যান্ডস ম্যাচটি কখন শুরু হবে?
ইংল্যান্ড বনাম নেদারল্যান্ডস ম্যাচটি শুরু হবে দুপুর ২ টোয়।
ইংল্যান্ড বনাম নেদারল্যান্ডস ম্যাচটির টস কখন হবে?
ইংল্যান্ড বনাম নেদারল্যান্ডস ম্যাচটির টস হবে দুপুর ১.৩০ টায়।
ইংল্যান্ড বনাম নেদারল্যান্ডস ম্যাচটি কোথায় হবে?
ইংল্যান্ড বনাম নেদারল্যান্ডস ম্যাচটি অনুষ্ঠিত হলে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনর মাঠে।
ইংল্যান্ড বনাম নেদারল্যান্ডস ম্যাচটি কোথায় দেখবেন?
ইংল্যান্ড বনাম নেদারল্যান্ডস ম্যাচটির সরাসরি সম্প্রচার দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে। পাশাপাশি এই ম্য়াচটির লাইভ সম্প্রচার চাইলে দেখতে পারেন ডিজনি প্লাস হটস্টারে। এ ছাড়া ইংল্যান্ড বনাম নেদারল্যান্ডস ম্যাচটির প্রত্যেক মুহূর্তের আপডেট পাবেন TV9 Bangla Sports-এর লাইভ ব্লগে।