ICC World Cup 2023: নন্দনকাননে বাটলার-বাবরদের দ্বৈরথ, এই ম্যাচে হতে পারে যে রেকর্ডগুলি…

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 11, 2023 | 8:30 AM

England vs Pakistan, ICC ODI World Cup 2023: ইংল্যান্ডকে (England) হারলেই শেষ চারের টিকিট মুঠোয় আসবে বাবর আজমদের। অবশ্য তার জন্য অসম্ভব কিছু করে দেখাতে হবে পাকিস্তানকে (Pakistan)। কী করতে হবে জানেন বাবর আজমরা। কিন্তু তা সহজ না। ইংল্যান্ডের বিরুদ্ধে ২ পয়েন্ট তুলে নেওয়ার জন্য পরিকল্পনা অবশ্য করেছে পাক শিবির। এ বার দেখার তা কতটা কাজে লাগাতে পারেন ম্যাচে।

ICC World Cup 2023: নন্দনকাননে বাটলার-বাবরদের দ্বৈরথ, এই ম্যাচে হতে পারে যে রেকর্ডগুলি...
নন্দনকাননে বাটলার-বাবরদের দ্বৈরথ, এই ম্যাচে হতে পারে যে রেকর্ডগুলি... (ছবি-রাহুল সাধুখাঁ)

Follow Us

কলকাতা: ক্রিকেটের নন্দনকাননে শনিবারের ম্যাচটা হলেই পাওয়া যাবে এ বারের বিশ্বকাপের (ICC World Cup 2023) চতুর্থ সেমিফাইনালিস্ট। ইংল্যান্ডকে (England) হারলেই শেষ চারের টিকিট মুঠোয় আসবে বাবর আজমদের। অবশ্য তার জন্য অসম্ভব কিছু করে দেখাতে হবে পাকিস্তানকে (Pakistan)। কী করতে হবে জানেন বাবর আজমরা। কিন্তু তা সহজ না। ইংল্যান্ডের বিরুদ্ধে ২ পয়েন্ট তুলে নেওয়ার জন্য পরিকল্পনা অবশ্য করেছে পাক শিবির। এ বার দেখার তা কতটা কাজে লাগাতে পারেন ম্যাচে। ইংল্যান্ডও চায় শেষ ম্যাচ জিতে অন্তত চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট হাতে পাওয়া। এই ম্যাচে দুই দলের ক্রিকেটাররা বেশ কয়েকটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচে দুই দলের ক্রিকেটাররা যে সকল মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন —

১. বাবর আজম – আন্তর্জাতিক ক্রিকেটে ১৩ হাজার রান পূর্ণ করা থেকে পাক অধিনায়ক বাবর আজম আর ৫২ রান দূরে রয়েছেন।

২. হ্যারিস রউফ – পাকিস্তানের তারকা ক্রিকেটার হ্যারিস রউফ যদি ইংল্যান্ডের বিরুদ্ধে একাদশে সুযোগ পান তা হলে সেটি তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের শততম ম্যাচ হবে।

৩. জস বাটলার – ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে ৫ হাজার রানের রেকর্ড থেকে ৬৬ রান দূরে রয়েছেন। আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে ৫০টি স্টাম্পিংয়ের রেকর্ড গড়া থেকে একটি স্টাম্পিং দূরে রয়েছেন বাটলার।

৪. ক্রিস ওকস – ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় ইয়ান বোথামকে (৩০টি উইকেট) টপকাতে হলে ক্রিস ওকসকে নিতে হবে আর ১টি উইকেট।

৫. জো রুট – ওডিআইতে ৫০টি ছক্কার মাইলস্টোন স্পর্শ করার জন্য জো রুটের চাই আর ১টি ছয়। পাশাপাশি ইংল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে ১ হাজার রান পূর্ণ করা থেকে ২৬ রান দূরে রয়েছেন রুট।