ENG vs PAK, ICC WC Match Preview: ইংল্যান্ডের বিরুদ্ধে কঠিন অঙ্ক মিলিয়ে মিরাকেলের অপেক্ষায় বাবররা

Nov 11, 2023 | 12:15 PM

England vs Pakistan, ICC ODI World Cup 2023: বিশ্বকাপের গ্রুপ পর্ব খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে। নকআউট এগিয়ে আসছে। আজ ইডেনে বাবর আজমের পাকিস্তানের মরণ-বাঁচন ম্যাচ। তাতে গ্রিন আর্মির প্রতিপক্ষ জস বাটলারের ইংল্যান্ড। এই ম্যাচ ঘিরে বিরাট আশা বাবরদের। কারণ বড় ব্যবধানে এই ম্যাচে পাকিস্তান জিতলে সেমিফাইনালের টিকিট আসবে পাক শিবিরে। কিন্তু তার জন্য অনেক কাঠ খড় পোড়াতে হবে পাকিস্তানকে।

ENG vs PAK, ICC WC Match Preview: ইংল্যান্ডের বিরুদ্ধে কঠিন অঙ্ক মিলিয়ে মিরাকেলের অপেক্ষায় বাবররা
ইংল্যান্ডের বিরুদ্ধে কঠিন অঙ্ক মিলিয়ে মিরাকেলের অপেক্ষায় বাবররা। (ছবি-রাহুল সাধুখাঁ)

Follow Us

কলকাতা: জনপ্রিয় বাংলা ব্যান্ড চন্দ্রবিন্দু অনেকদিন আগেই সুর বেঁধেছিল, ‘দাদা অঙ্ক কী কঠিন!’ এই গানের কলিই যেন অনেকটা মিলে যাচ্ছে পাকিস্তান টিমের জন্য। বাবর কি শনিবারের জন্য পন্ডিতমশাই হতে পারবেন? হাতে না-ই বা থাকল চক, থাকবে ব্যাট। আর তাতেই বাজিমাত করতে পারলে হাসতে হাসতে অঙ্কের সমাধানও হতে পারে। ইংল্যান্ডের বিরুদ্ধে পরীক্ষার প্রশ্নপত্র ‘ফাঁস’ হয়ে গেলেও, উত্তর মেলানো পাকিস্তানের জন্য বেশ কঠিন। নেট রানরেটের দিক থেকে উন্নতি করে শেষ চারের টিকিট পাওয়ার জন্য পাকিস্তানকে (Pakistan) বিরাট জয় পেতে হবে ইংল্যান্ডের (England) বিরুদ্ধে। অন্য দিকে গত বারের চ্যাম্পিয়নদের পরিকল্পনা টুর্নামেন্টের শেষটা অন্তত জয় দিয়ে করার। তাতে যে মিলবে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট। সব মিলিয়ে আজকের ম্যাচ ঘিরে ক্রিকেট প্রেমীদের বিরাট আগ্রহ রয়েছে। এই ম্যাচের প্রিভিউ পড়ুন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

বাবর আজমের পাকিস্তান তৈরি মিশন ইংল্যান্ডের জন্য। কিন্তু এই হার্ডল পেরোনো এতটাও সহজ নয়। টুর্নামেন্টে ভালো-মন্দ মিলিয়ে পারফরম্যান্স দেখা গিয়েছে গ্রিন আর্মির। অন্যদিকে ইংল্যান্ডের পারফরম্যান্স এ বারের বিশ্বকাপে বিরাট হতাশাজনক। দুই দলই নিজেদের শেষ ম্যাচ জিতেছে, ফলে আত্মবিশ্বাসের দিক থেকে পিছিয়ে নেই কোনও টিমই। বিশ্বকাপে ভারতের প্রতিপক্ষ হওয়ার স্বপ্ন এখনও ছাড়েনি গ্রিন আর্মি। এই লক্ষ্যপূরণেই আজ ক্রিকেটের নন্দনকাননে নামবেন বাবর-শাহিনরা। আর লক্ষ্যভেদ না করতে পারলে, কলকাতা থেকেই হয়তো দেশে ফেরার বিমান ধরতে হবে পাক ক্রিকেটারদের।

সারা বিশ্বকাপ জুড়ে লজ্জার পারফরম্যান্স দেওয়া ইংল্যান্ড ‘শেষ ভালো যার, সব ভালো তার’ প্রবাদকে সত্যি প্রমাণ করতে চায়। টুর্নামেন্টের সেমির আশা অনেকদিন আগেই ইংল্যান্ডের শেষ হয়ে গিয়েছে। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির লক্ষ্য এখনও শেষ হয়নি জস বাটলারদের। শনিবার পাক-বধ করে চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট নিয়ে এখন দেশে ফিরতে চায় ইংলিশ ব্রিগেড।

 

Next Article