
শারজা: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) সুপার-১২-এর (Super 12) আজ, শনিবারের ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ইওন মর্গ্যানের ইংল্যান্ড (England) ও তেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা (South Africa)। টসে জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক ইওন মর্গ্যান। নির্ধারিত ২০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ১৮৯ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের টার্গেট ছিল ১৯০। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ইংল্যান্ড তোলে ১৭৯। যার ফলে ১০ রানে ম্যাচ জিতে নিল দক্ষিণ আফ্রিকা। তবে প্রোটিয়ারা ম্যাচ জিতলেও সেমিফাইনালে পৌঁছতে পারল না। পয়েন্ট ৮ হলেও নেট রান রেটের কারণে সেমি ফাইনালের লড়াই থেকে ছিটকে গেল দঃ আফ্রিকা।
হেড টু হেডে নজর দিলে দেখা যায়, এর আগে ২১ বার মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে ইংল্যান্ড জিতেছিল ১১ বার এবং প্রোটিয়ারা জিতেছিল ৯ বার। একটি ম্যাচের ফয়সলা হয়নি। টি-২০ বিশ্বকাপের মঞ্চে এর আগে ৫ বার মুখোমুখি হয়েছিল দুই দল। যার মধ্য ২ বার জিতেছিল ইংলিশব্রিগেড এবং ৩ বার জিতেছিল দক্ষিণ আফ্রিকা। টি-২০ বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের ধারা ধরে রাখল দঃ আফ্রিকা। এ বারের টি-২০ বিশ্বকাপের সুপার-১২-তে নিজেদের শেষ ম্যাচে শারজায় ২ পয়েন্ট তুলে নিল দঃ আফ্রিকা।
নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ইংল্যান্ড তোলে ১৭৯। যার ফলে ১০ রানে ম্যাচ জিতে নিল দক্ষিণ আফ্রিকা। তবে নেট রান রেটে পিছিয়ে থাকার জন্য সেমি ফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছেন বাভুমারা।
? RESULT | #Proteas WIN BY 10 RUNS
Rabada claimed a final over hat-trick to ensure we end our #T20WorldCup campaign on a positive note
Key contributions from Shamsi (2/24), Pretorius (2/30), vd Dussen (94*) and Markam (52*) #ENGvSA #T20WorldCup #BePartOfIt pic.twitter.com/HX1IRuSgSl
— Cricket South Africa (@OfficialCSA) November 6, 2021
খেলা বাকি ৫ ওভারের। ১৫ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে ১২৫ রান তুলেছে ইংল্যান্ড। ম্যাচ জিততে শেষ ৫ ওভারে চাই ৬৪ রান
প্রথম ১০ ওভারের খেলা শেষ। শুরুর ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৮১ রান তুলেছে ইংল্যান্ড। মর্গ্যানদের ম্যাচ জিততে এখনও চাই ১০৯ রান।
প্রথম ৫ ওভারের খেলা শেষ। কোনও উইকেট না হারিয়ে ইংল্যান্ড তুলেছে ৫০ রান। পঞ্চম ওভারের প্রথম বলে পায়ে চোট পেয়ে মাঠ ছেড়েছেন জেসন রয়। ক্রিজে এসেছেন মইন আলি
ওপেনিংয়ে নামলেন জেসন রয় ও জস বাটলার
নির্ধারিত ২০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ১৮৯ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা।
South Africa end up with a score of 189/2.
Which Proteas batter impressed you the most? #T20WorldCup | #ENGvSA | https://t.co/5QisNAvEL6 pic.twitter.com/0ralNVZTUX
— T20 World Cup (@T20WorldCup) November 6, 2021
খেলা বাকি ৫ ওভারের। ইংলিশ বোলারদের সমীহ না করেই এগিয়ে চলেছে প্রোটিয়ারা। ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১১৮ রান তুলেছেন দাসেনরা।
মার্করাম ১৫*, দাসেন ৬১*
প্রথম ১০ ওভারের খেলা শেষ। খেলা বাকি ১০ ওভারের। শুরুর ১০ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৭৩ রান তুলেছে প্রোটিয়ারা। ডি’কক ব্যাট করছেন ৩২ রানে। দাসেন রয়েছেন ৩৫ রানে
প্রথম ৫ ওভারের খেলা শেষ। তৃতীয় ওভারের চতুর্থ বলে মইন আলি ফেরান রেজা হেনড্রিক্সকে। ক্রিজে কুইন্টন ডি’কক ও রাসি ভ্যান ডার দাসেন। ৫ ওভার শেষে প্রোটিয়াদের স্কোর ১ উইকেটে ২৬।
ওপেনিংয়ে নামলেন কুইন্টন ডি’কক ও রেজা হেনড্রিক্স
দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ: তেম্বা বাভুমা (ক্যাপ্টেন), কুইন্টন ডি’কক (উইকেটকিপার), রেজা হেনড্রিক্স, এইডেন মার্করাম, রাসি ভ্যান ডার দাসেন, ডেভিড মিলার, ডোয়েন প্রিটোরিয়াস, কাগিসো রাবাডা, কেশব মহারাজ, এনরিক নর্টজে ও তাবরাইজ শামসি।
? TEAM ANNOUNCEMENT
?? No changes for the crucial encounter
? Ball by Ball https://t.co/c1ztvrT95P#ENGvSA #T20WorldCup #BePartOfIt pic.twitter.com/uE1xXiZ0uo
— Cricket South Africa (@OfficialCSA) November 6, 2021
ইংল্যান্ডের প্রথম একাদশ: জস বাটলার, জেসন রয়, দাভিড মালান, ইওন মর্গ্যান (অধিনায়ক), জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, মইন আলি, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, মার্ক উড, আদিল রশিদ।
Welcome back, @MAWood33! ?
We win the toss and bowl first ?#T20WorldCup #EnglandCricket
— England Cricket (@englandcricket) November 6, 2021
টসে জিতল ইংল্যান্ড।
টসে জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ডের অধিনায়ক ইওন মর্গ্যান।
England have won the toss and elected to field in Sharjah ? #T20WorldCup | #ENGvSA | https://t.co/5QisNAvEL6 pic.twitter.com/4HPQXElOBY
— T20 World Cup (@T20WorldCup) November 6, 2021
Ready to go! ? #T20WorldCup #EnglandCricket
— England Cricket (@englandcricket) November 6, 2021
হেড টু হেডে নজর দিলে দেখা যায়, এর আগে ২১ বার মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে ইংল্যান্ড জিতেছে ১১ বার এবং প্রোটিয়ারা জিতেছে ৯ বার। একটি ম্যাচের ফয়সলা হয়নি। টি-২০ বিশ্বকাপের মঞ্চে এর আগে ৫ বার মুখোমুখি হয়েছিল দুই দল। যার মধ্য ২ বার জিতেছে ইংলিশব্রিগেড এবং ৩ বার জিতেছে দক্ষিণ আফ্রিকা।