England vs South Africa Match Highlights, T20 World Cup 2021: শেষ বেলায় রাবাডার হ্যাটট্রিক, ১০ রানে ইংল্যান্ডকে হারাল প্রোটিয়ারা

England vs South Africa Live Score in Bengali: দেখুন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ইংল্যান্ড (England) বনাম দক্ষিণ আফ্রিকা (South Africa) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

England vs South Africa Match Highlights, T20 World Cup 2021: শেষ বেলায় রাবাডার হ্যাটট্রিক, ১০ রানে ইংল্যান্ডকে হারাল প্রোটিয়ারা
ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 06, 2021 | 11:26 PM

শারজা: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) সুপার-১২-এর (Super 12) আজ, শনিবারের ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ইওন মর্গ্যানের ইংল্যান্ড (England) ও তেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা (South Africa)। টসে জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক ইওন মর্গ্যান। নির্ধারিত ২০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ১৮৯ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের টার্গেট ছিল ১৯০। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ইংল্যান্ড তোলে ১৭৯। যার ফলে ১০ রানে ম্যাচ জিতে নিল দক্ষিণ আফ্রিকা। তবে প্রোটিয়ারা ম্যাচ জিতলেও সেমিফাইনালে পৌঁছতে পারল না। পয়েন্ট ৮ হলেও নেট রান রেটের কারণে সেমি ফাইনালের লড়াই থেকে ছিটকে গেল দঃ আফ্রিকা।

হেড টু হেডে নজর দিলে দেখা যায়, এর আগে ২১ বার মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে ইংল্যান্ড জিতেছিল ১১ বার এবং প্রোটিয়ারা জিতেছিল ৯ বার। একটি ম্যাচের ফয়সলা হয়নি। টি-২০ বিশ্বকাপের মঞ্চে এর আগে ৫ বার মুখোমুখি হয়েছিল দুই দল। যার মধ্য ২ বার জিতেছিল ইংলিশব্রিগেড এবং ৩ বার জিতেছিল দক্ষিণ আফ্রিকা। টি-২০ বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের ধারা ধরে রাখল দঃ আফ্রিকা। এ বারের টি-২০ বিশ্বকাপের সুপার-১২-তে নিজেদের শেষ ম্যাচে শারজায় ২ পয়েন্ট তুলে নিল দঃ আফ্রিকা।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 06 Nov 2021 11:17 PM (IST)

    ১০ রানে ম্যাচ জিতল দঃ আফ্রিকা

    নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ইংল্যান্ড তোলে ১৭৯। যার ফলে ১০ রানে ম্যাচ জিতে নিল দক্ষিণ আফ্রিকা। তবে নেট রান রেটে পিছিয়ে থাকার জন্য সেমি ফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছেন বাভুমারা।

  • 06 Nov 2021 10:47 PM (IST)

    ১৫ ওভারে ইংল্যান্ড ১২৫/৩

    খেলা বাকি ৫ ওভারের। ১৫ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে ১২৫ রান তুলেছে ইংল্যান্ড। ম্যাচ জিততে শেষ ৫ ওভারে চাই ৬৪ রান

  • 06 Nov 2021 10:19 PM (IST)

    ১০ ওভারে ইংল্যান্ড ৮১/২

    প্রথম ১০ ওভারের খেলা শেষ। শুরুর ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৮১ রান তুলেছে ইংল্যান্ড। মর্গ্যানদের ম্যাচ জিততে এখনও চাই ১০৯ রান।

  • 06 Nov 2021 09:53 PM (IST)

    ৫ ওভারে ইংল্যান্ড ৫০/০

    প্রথম ৫ ওভারের খেলা শেষ। কোনও উইকেট না হারিয়ে ইংল্যান্ড তুলেছে ৫০ রান। পঞ্চম ওভারের প্রথম বলে পায়ে চোট পেয়ে মাঠ ছেড়েছেন জেসন রয়। ক্রিজে এসেছেন মইন আলি

  • 06 Nov 2021 09:29 PM (IST)

    রান তাড়া করতে নামল ইংল্যান্ড

    ওপেনিংয়ে নামলেন জেসন রয় ও জস বাটলার

  • 06 Nov 2021 09:19 PM (IST)

    ১৮৯ রানে থামল দঃ আফ্রিকা

    নির্ধারিত ২০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ১৮৯ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা।

  • 06 Nov 2021 08:44 PM (IST)

    ১৫ ওভারে দঃ আফ্রিকা ১১৮/২

    খেলা বাকি ৫ ওভারের। ইংলিশ বোলারদের সমীহ না করেই এগিয়ে চলেছে প্রোটিয়ারা। ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১১৮ রান তুলেছেন দাসেনরা।

    মার্করাম ১৫*, দাসেন ৬১*

  • 06 Nov 2021 08:16 PM (IST)

    ১০ ওভারে দক্ষিণ আফ্রিকা ৭৩/১

    প্রথম ১০ ওভারের খেলা শেষ। খেলা বাকি ১০ ওভারের। শুরুর ১০ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৭৩ রান তুলেছে প্রোটিয়ারা। ডি’কক ব্যাট করছেন ৩২ রানে। দাসেন রয়েছেন ৩৫ রানে

  • 06 Nov 2021 07:50 PM (IST)

    ৫ ওভারে দঃ আফ্রিকা ২৬/১

    প্রথম ৫ ওভারের খেলা শেষ। তৃতীয় ওভারের চতুর্থ বলে মইন আলি ফেরান রেজা হেনড্রিক্সকে। ক্রিজে কুইন্টন ডি’কক ও রাসি ভ্যান ডার দাসেন। ৫ ওভার শেষে প্রোটিয়াদের স্কোর ১ উইকেটে ২৬।

  • 06 Nov 2021 07:31 PM (IST)

    দঃ আফ্রিকার ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন কুইন্টন ডি’কক ও রেজা হেনড্রিক্স

  • 06 Nov 2021 07:09 PM (IST)

    দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ

    দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ: তেম্বা বাভুমা (ক্যাপ্টেন), কুইন্টন ডি’কক (উইকেটকিপার), রেজা হেনড্রিক্স, এইডেন মার্করাম, রাসি ভ্যান ডার দাসেন, ডেভিড মিলার, ডোয়েন প্রিটোরিয়াস, কাগিসো রাবাডা, কেশব মহারাজ, এনরিক নর্টজে ও তাবরাইজ শামসি।

  • 06 Nov 2021 07:06 PM (IST)

    ইংল্যান্ডের প্রথম একাদশ

    ইংল্যান্ডের প্রথম একাদশ: জস বাটলার, জেসন রয়, দাভিড মালান, ইওন মর্গ্যান (অধিনায়ক), জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, মইন আলি, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, মার্ক উড, আদিল রশিদ।

  • 06 Nov 2021 07:03 PM (IST)

    টস আপডেট

    টসে জিতল ইংল্যান্ড।

    টসে জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ডের অধিনায়ক ইওন মর্গ্যান।

     

  • 06 Nov 2021 06:38 PM (IST)

    কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে ইংল্যান্ড-দঃ আফ্রিকা ম্যাচ

  • 06 Nov 2021 06:34 PM (IST)

    নজর রাখুন হেড টু হেডে

    হেড টু হেডে নজর দিলে দেখা যায়, এর আগে ২১ বার মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে ইংল্যান্ড জিতেছে ১১ বার এবং প্রোটিয়ারা জিতেছে ৯ বার। একটি ম্যাচের ফয়সলা হয়নি। টি-২০ বিশ্বকাপের মঞ্চে এর আগে ৫ বার মুখোমুখি হয়েছিল দুই দল। যার মধ্য ২ বার জিতেছে ইংলিশব্রিগেড এবং ৩ বার জিতেছে দক্ষিণ আফ্রিকা।