END vs SL, Live Streaming: কবে কখন দেখবেন অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা ম্যাচ?

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Oct 25, 2023 | 5:31 PM

England vs Sri Lanka, ICC world Cup 2023 Live Match Score: ভারতের সঙ্গে যুদ্ধের আগে, শ্রীলঙ্কার মুখোমুখি হতে যাচ্ছে ইংল্য়ান্ড। প্রতিপক্ষ শ্রীলঙ্কাও চার ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছে। কিন্তু নেট রান রেটের বিচারে ৮ নম্বরে ঠাঁই পেয়ছেন কুশল মেন্ডিসরা। কাল দুই দলই ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে উঠবে। কেমন হবে ইংল্য়ান্ডের বিরুদ্ধে লঙ্কানদের লড়াই? জানতে হলে অপেক্ষা করতে হবে আর কয়েক ঘণ্টা। কোথায়, কখন দেখবেন এই ম্যাচ?

END vs SL, Live Streaming: কবে কখন দেখবেন অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা ম্যাচ?
ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা

Follow Us

বেঙ্গালুরু: চলতি বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) একেবারেই ভাগ্য সঙ্গ দিচ্ছে না জস বাটলারদের (Joss Buttler)। চার ম্য়াচের তিনটিতেই হেরে পয়েন্ট টেবিলের একেবারে নিচের দিকে ৯ নম্বরে জায়গা হয়েছে বিশ্ব চ্যাম্পিয়নদের। ইংল্যান্ডের (England) এই ফর্ম দেখে হতাশ ক্রিকেট প্রেমীরা। ভারতের সঙ্গে যুদ্ধের আগে, শ্রীলঙ্কার মুখোমুখি হতে যাচ্ছে ইংল্য়ান্ড। প্রতিপক্ষ শ্রীলঙ্কাও চার ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছে। কিন্তু নেট রান রেটের বিচারে ৮ নম্বরে ঠাঁই পেয়ছেন কুশল মেন্ডিসরা। কাল দুই দলই ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে উঠবে। কেমন হবে ইংল্য়ান্ডের বিরুদ্ধে লঙ্কানদের লড়াই? জানতে হলে অপেক্ষা করতে হবে আর কয়েক ঘণ্টা। কোথায়, কখন দেখবেন এই ম্যাচ? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

 

ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা ম্যাচটি কবে হবে?

ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা ম্যাচটি হবে ২৫ অক্টোবর, বৃহস্পতিবার।

ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা ম্যাচটি কখন শুরু হবে?

ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা ম্যাচটি দুপুর ২ টোয় শুরু হবে।

ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা ম্যাচটির টস কখন হবে?

ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা ম্যাচটির টস হবে দুপুর ১.৩০ টায়।

ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা ম্যাচটি কোথায় হবে?

ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা ম্যাচটি হবে বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে।

ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা ম্যাচটি কোথায় দেখতে পাবেন?
ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা ম্য়াচটির সরাসরি সম্প্রচার দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এ ছাড়া এই ম্য়াচটির লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন ডিজনি প্লাস হটস্টারে। পাশাপাশি এই ম্য়াচটির প্রত্যে়ক মুহূর্তের আপডেট পাবেন TV9 Bangla Sports-এর এই লাইভ ব্লগে।

Next Article