AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

England Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপে খেলতে পারবে না ইংল্যান্ড? অঙ্ক জটিল…

ICC Men's ODI World Cup 2027: এ বার তাদেরই বিশ্বকাপের যোগ্যতা অর্জন প্রশ্নের মুখে। গত ওয়ান ডে বিশ্বকাপেও হতাশার পারফরম্যান্স হয়েছিল ইংল্যান্ডের। অল্পের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগ হাতছাড়া থেকে বেঁচেছিল। হঠাৎ কেন ইংল্যান্ডের বিশ্বকাপ যোগ্যতা অর্জন নিয়ে প্রশ্ন?

England Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপে খেলতে পারবে না ইংল্যান্ড? অঙ্ক জটিল...
Image Credit source: PTI FILE
Follow Us:
| Updated on: May 11, 2025 | 7:23 PM

কলকাতা: ভারতের মাটিতে গত ওয়ান ডে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপের ইতিহাসে প্রথম দুই সংস্করণের চ্যাম্পিয়ন ছিল তারাই। প্রথম বারের জন্য লজ্জার সামনে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তাদের ছাড়াই হয়েছে ওয়ান ডে বিশ্বকাপ। এ বার কি ইংল্যান্ড টিমেরও একই পরিণতি হতে চলেছে? পরবর্তী ওয়ান ডে বিশ্বকাপ ২০২৭ সালে। আয়োজক দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবোয়ে, এই তিন দেশ। সরাসরি বিশ্বকাপের যোগ্যতা অর্জন নিয়ে প্রশ্নের মুখে ইংল্যান্ড। ২০১৯ সালে প্রথম বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। এ বার তাদেরই বিশ্বকাপের যোগ্যতা অর্জন প্রশ্নের মুখে। গত ওয়ান ডে বিশ্বকাপেও হতাশার পারফরম্যান্স হয়েছিল ইংল্যান্ডের। অল্পের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগ হাতছাড়া থেকে বেঁচেছিল। হঠাৎ কেন ইংল্যান্ডের বিশ্বকাপ যোগ্যতা অর্জন নিয়ে প্রশ্ন?

আগামী বিশ্বকাপে ১৪টি দল অংশগ্রহণ করবে। আইসিসির দুই পূর্ণসদস্য আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ে অটোমেটিক যোগ্যতা অর্জন করেছে। কিছুদিন আগেই আইসিসি একদিনের ক্রিকেটের বার্ষিক র‍্যাঙ্কিং প্রকাশ করেছে। র‍্যাঙ্কিংয়ের প্রথম ৮ দল এবং আইসিসির পূর্ণ সদস্য আয়োজক দেশ এই টুর্নামেন্টে সরাসরি যোগ্যতা অর্জন করবে। বাকি ৪টি দল যোগ্যতা অর্জন পর্বের মাধ্যমে ঠিক হবে। আর এখানেই চাপে ইংল্যান্ড।

আইসিসির প্রকাশিত বার্ষিক ক্রমতালিকায় ইংল্যান্ড টিম শ্রীলঙ্কা, পাকিস্তান এবং আফগানিস্তানের চেয়েও পিছিয়ে রয়েছে। ইংল্যান্ড অষ্টম স্থানে রয়েছে। যদিও নবম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের থেকে মাত্র ১ রেটিং পয়েন্টে এগিয়ে তারা। গত বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জন করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। যোগ্যতা অর্জন পর্বে খেলতে হয়েছিল। সেখানেও ব্যর্থতা। যোগ্যতা অর্জন পর্ব থেকে ভারতে ওয়ান ডে বিশ্বকাপে জায়গা করে নিয়েছিল নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কা।

ইংল্যান্ডের পারফরম্যান্স খুবই হতাশার। ২০২৪-এর ৪ মে থেকে এ বছর ৫ মে অবধি ১৪টি ওডিআই ম্যাচের মধ্যে ইংল্যান্ড মাত্র ৩টি জিতেছে। এর ফলে তাদের সরাসরি বিশ্বকাপ যোগ্যতা অর্জনের সম্ভাবনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ মাসেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ রয়েছে ইংল্যান্ডের। এই সিরিজ হারলে যোগ্যতা অর্জন পর্বেও খেলতে হতে পারে ইংল্যান্ডের। যা ইংল্যান্ড ক্রিকেটের ইতিহাসে কোনও দিন হয়নি।

আইসিসি ক্রমতালিকা অনুযায়ী বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের কাট অফ টাইম ২০২৭ সালের ৩১ মার্চ। এর মধ্যে ইংল্যান্ডের র‍্যাঙ্কিং উন্নতি না হলে সমস্যা বাড়বে। যোগ্যতা অর্জন পর্ব আরও কঠিন চ্যালেঞ্জের হয়ে থাকে।