Steven Finn Retires : চোট শেষ করল কেরিয়ার, বিশ্বকাপের আগে হঠাৎ অবসর ইংরেজ পেসারের

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Aug 15, 2023 | 7:58 AM

গত একবছর ধরে লাল বলের ফরম্যাটে একটিও ম্যাচ খেলেননি। এরপর চলতি বছরে হাঁটুতে চোট পেয়েছিলেন স্টিভেন ফিন (Steven Finn)।

Steven Finn Retires : চোট শেষ করল কেরিয়ার, বিশ্বকাপের আগে হঠাৎ অবসর ইংরেজ পেসারের

Follow Us

লন্ডন : একদিকে জেমস অ্যান্ডারসনের মতো ৪১ বছরের ক্রিকেটারের অবসর নেওয়ার নামগন্ধ নেই। ওদিকে স্টুয়ার্ট ব্রডের পর আরও এক ক্রিকেটার অবসরের (Retirement) ঘোষণা করে দিলেন। মাত্র ৩৪ বছর বয়সে ক্রিকেটকে বিদায় জানালেন ইংল্যান্ডের ফাস্ট বোলার স্টিভেন ফিন। সব ধরনের ক্রিকেটকে আলবিদা জানিয়েছেন তিনি। গত একবছর ধরে লাল বলের ফরম্যাটে একটিও ম্যাচ খেলেননি। এরপর চলতি বছরে হাঁটুতে চোট পেয়েছিলেন ফিন (Steven Finn)। ইংল্যান্ড টিম যখন বিশ্বকাপের (England Cricket) জন্য বেন স্টোকসকে অবসর ভেঙে ফেরানোর চেষ্টা করছে তখন নিঃশব্দে ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন স্টিভেন ফিন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ফিন তাঁর অবসর সংক্রান্ত বিবৃতিতে বলেছেন, “আজ আমি অবিলম্বে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। গত ১২ মাস ধরে শরীরের সঙ্গে যুদ্ধ করছি এবং আমি হাল ছেড়ে দিয়েছি। ২০০৫ সালে মিডলসেক্সের হয়ে অভিষেক হওয়ার পর থেকে পেশা হিসেবে ক্রিকেট খেলতে পের নিজেকে ভাগ্যবান মনে করি। এই যাত্রা অনেক দীর্ঘ।” তিনি আরও বলেন, “ইংল্যান্ডের হয়ে ৩৬টি টেস্ট-সহ ১২৫টি ম্যাচ খেলা আমার কাছে স্বপ্নের মতো। ইংল্যান্ড, মিডলসেক্স এবং সাসেক্সের সঙ্গে কিছু দারুণ স্মৃতি শেয়ার করে আমি অবসর নিয়েছি। মহান ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নেওয়া সম্মানের।”

মিডলসেক্সের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় ফিনের। ২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণ স্টিভেন ফিনের। ২০১০ সালে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় তাঁর। কেরিয়ারে ৩৬টি টেস্ট ম্যাচ খেলে ১২৫টি উইকেট নিয়েছেন ফিন। তিন বার অ্যাসেজ সিরিজ জিতেছেন। ওডিআইতে ৬৯টি ম্যাচ খেলে ১০২টি উইকেট নিয়েছেন। ২০১৫ সালের ওডিআই বিশ্বকাপেও খেলেন তিনি।