নয়াদিল্লি : দিন দিন ক্রিকেটারদের মধ্যে বাড়ছে টি-২০ (T20) ক্রিকেটের মোহ। কুড়ি-বিশের ফর্ম্যাটের জৌলুস টানছে ক্রিকেটারদের। সঙ্গে থাকছে কোটি কোটি টাকার লোভনীয় চুক্তিও। ফলে, বর্তমানে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে ফ্র্যাঞ্চাইজি লিগ মাঝে মাঝে সমস্যায় ফেলেছে একাধিক জাতীয় দলকে। ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জেসন রয় যেমন বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার করেছেন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য। ইসিবির চুক্তির বদলে রয় বেছে নিয়েছেন নাইট রাইডার্সের হয়ে খেলার প্রস্তাব। এ বার জানা গিয়েছে, ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক জস বাটলারকে (Jos Buttler) কয়েক বছরের এক আকর্ষণীয় চুক্তির প্রস্তাব দিতে চলেছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘টেলিগ্রাফ’ এর রিপোর্ট অনুযায়ী, রাজস্থান রয়্যালস জস বাটলারের সঙ্গে একটি বড় চুক্তি করতে চাইছে। ওই রিপোর্ট অনুযায়ী, পিঙ্ক আর্মি জস বাটলারকে ৪ বছরের একটি আকর্ষণীয় চুক্তির প্রস্তাব দিতে চাইছে। এখনও এই বিষয়ে বাটলারের সঙ্গে অফিসিয়ালি কথা বলেনি রাজস্থান রয়্যালস। তাই টি-২০ বিশ্বকাপজয়ী ইংল্যান্ডের অধিনায়ক রাজস্থান রয়্যালসের ওই প্রস্তাবটি গ্রহণ করতে চান কিনা, তা-ও স্পষ্ট নয়। জানা গিয়েছে একটি মাল্টি মিলিয়ন পাউন্ডের চুক্তির প্রস্তাব দেওয়া হবে বাটলারকে।
রাজস্থান রয়্যালসের জার্সিতে ২০১৮ সাল থেকে এখনও অবধি ৭১টি ম্যাচে খেলেছেন জস বাটলার। এর মধ্যে তিনি করেছেন ৫টি সেঞ্চুরি এবং ১৮টি হাফসেঞ্চুরি। জস বাটলার শুধু রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলেই খেলেন না। তিনি রাজস্থানের ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলে এসএ২০ লিগে খেলেন পার্ল রয়্যালস টিমে। একইসঙ্গে তিনি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলেন বার্বাডোজ রয়্যালসে। ফলে রাজস্থান ফ্র্যাঞ্চাইজির হয়ে তিনটি লিগে খেলেন বাটলার। তাই তাঁর সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির পথে হাঁটতে চাইছে রাজস্থান রয়্যালস।
একের পর এক জাতীয় দলে খেলা ক্রিকেটার যদি ফ্র্যাঞ্চাইজি লিগের আকর্ষণীয় প্রস্তাব গ্রহণ করেন, সেক্ষেত্রে জাতীয় দল সমস্যায় পড়তে পারে। আসলে, পরবর্তীতে আন্তর্জাতিক ক্রিকেট বোর্ডগুলিকে ওই ফ্র্যাঞ্চাইজিগুলির কাছে ক্রিকেটারদের জাতীয় দলে খেলার জন্য অনুমতি নিতে হতে পারে।