লন্ডন: বিরাট কোহলিকে খুল্লমখুল্লা প্রেম প্রস্তাব দিয়েছিলেন। সচিনপুত্র অর্জুন তেন্ডুলকরের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন ছিল। দু’জনে ডিনার ডেটে যান। সব জল্পনার অবসান ঘটিয়ে ইংল্যান্ডের ক্রিকেটার ড্যানিয়েল ওয়েট (Danni Wyatt) ঘোষণা করলেন, তিনি সমকামী। চলতি বছরের ২ মার্চ পার্টনারের সঙ্গে এনগেজমেন্ট সেরেছেন ড্যানি। ইনস্টাগ্রামে আংটি বদলের ছবি পোস্ট করে অনুরাগীদের সুখবর খবর দেন। তাতেই বোঝা গেল, জিওর্জি হগের সঙ্গে সমকামী সম্পর্কে রয়েছেন তিনি। ছবিতে ড্যানিয়েলের বাঁ হাতের অনামিকায় বড় হিরের আংটি চোখে পড়েছে। হালকা ঝাপসা ছবিতে পার্টনারের সঙ্গে গভীর চুম্বনে ব্যস্ত তিনি। ইনস্টাগ্রামে অতীতেও জিওর্জির সঙ্গে ছবি পোস্ট করেছেন ড্যানি। তবে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে কি না তা স্পষ্ট ছিল না। এনগেজমেন্ট (Engagement) সেরে সম্পর্কের কথা ঘোষণা করলেন ড্যানি ও জিওর্জি। বিস্তারিত TV9 Bangla-য়।
ড্যানি ওয়েট এবং জিওর্জির সম্পর্ক বহুদিনের। ২০১৯ সাল থেকে দু’জনে সম্পর্কে রয়েছেন। চার বছর ডেট করার পর আংটি বদল করলেন দু’জনে। এই লাভবার্ডস দীর্ঘদিন ধরে একসঙ্গে লন্ডনে থাকেন। এ বার বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এনগেজমেন্টের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন ড্যানিয়েল লিখেছেন, “তুমি সারাজীবনের জন্য আমার।” সঙ্গে বেশ কয়েকটা ইমোজি। ড্যানির পার্টনারও নিজের জগতে বেশ সফল। ক্রীড়াক্ষেত্রে তাঁরও আনাগোনা প্রবল। জিওর্জি হগ হলেন একজন ফুটবল এজেন্ট এবং CAA বেস মেয়েদের ফুটবলের প্রধান। এই এজেন্সি ফুটবলারদের কেরিয়ারের উন্নতির দিকটি দেখাশোনা করে। ফুটবল ছাড়াও গিটার বাজাতে ভালোবাসেন জিওর্জি। ক্রিকেট কতটা ভালোবাসেন তা জানা যায়নি। তবে ক্রিকেটার পার্টনারকে চোখে হারান তিনি।
ড্যানি অতীতে দু’জন ফুটবলারের সঙ্গে সম্পর্কে ছিলেন। সেই সম্পর্কগুলি টেকেনি। ২০১১ সালে বিরাট কোহলিকে প্রপোজ করে বসেছিলেন। অবশেষে জিওর্জির মধ্যে সোলমেট খুঁজে পেয়েছেন ড্যানি। কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে, সদ্য শেষ হওয়া টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ড দলে ছিলেন ড্যানিয়েল ওয়েট। মেয়েদের প্রিমিয়র লিগে খেলার ইচ্ছে থাকলেও দল পাননি। কোনও ফ্র্যাঞ্চাইজি তাঁকে নিয়ে আগ্রহ না দেখানোয় টুইটারে মনের দুঃখ প্রকাশ করেছিলেন।