Eoin Morgan: ক্রিকেটকে পুরোপুরি বিদায় জানালেন বিশ্বজয়ী ইংল্যান্ড অধিনায়ক
Ex-England captain: জন্মসূত্রে আইরিশ। আয়ারল্য়ান্ডের হয়ে কয়েক বছর খেলেওছেন। পরবর্তীতে ইংল্য়ান্ডের হয়ে খেলেন। তাঁর নেতৃত্বেই ওয়ান ডে ফরম্যাটে ২০১৯ সালে একমাত্র বিশ্বকাপটি জেতে ইংল্য়ান্ড।
লন্ডন : আন্তর্জাতিক ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছিলেন। এ বার সব ধরনের ক্রিকেট থেকেই সরে দাঁড়ালেন বিশ্বজয়ী ইংল্য়ান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান। জন্মসূত্রে আইরিশ। আয়ারল্য়ান্ডের হয়ে কয়েক বছর খেলেওছেন। পরবর্তীতে ইংল্য়ান্ডের হয়ে খেলেন। তাঁর নেতৃত্বেই ওয়ান ডে ফরম্যাটে ২০১৯ সালে একমাত্র বিশ্বকাপটি জেতে ইংল্য়ান্ড। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলছিলেন ইয়ন। এ বার সব ধরনের ক্রিকেট থেকেই বিদায় নিলেন মাত্র ৩৬ বছর বয়সেই। মর্গ্য়ানের নেতৃত্বে শুধু বিশ্বকাপ জেতাই নয়, আইসিসির ওয়ান ডে এবং টি-টোয়েন্টি ক্রমতালিকাতেও শীর্ষস্থানে উঠে এসেছিল ইংল্য়ান্ড। বিস্তারিত TV9Bangla-য়।
গত বছর জুন মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় জানিয়েছিলেন মর্গ্য়ান। বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যান। এ বার হয়তো পুরোপুরি ধারাভাষ্য়েই দেখা যেতে পারে মর্গ্যানকে। সোশ্যাল মিডিয়ায় মর্গ্য়ান লিখেছেন, ‘আমার মনে হয়, এটাই সঠিক সময়। খেলা থেকে সরে দাঁড়ালাম। সদ্য দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে পার্ল রয়্যালসে খেলা উপভোগ করেছি। ক্রিকেটকে ধন্য়বাদ। এর থেকে অনেক কিছু পেয়েছি, অনেকে দেশে যেতে পেরেছি, প্রচুর মানুষের সঙ্গে সংযোগের সুযোগ হয়েছে।’
— Eoin Morgan (@Eoin16) February 13, 2023
ইংল্য়ান্ড জাতীয় দলের পাশাপাশি দ্য হান্ড্রেড টুর্নামেন্ট, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সকেও নেতৃত্ব দিয়েছেন ইয়ন মর্গ্যান। ২০১০ সালে ইংল্য়ান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলেও ছিলেন মর্গ্যান। ২০১২ সালে এই ফরম্য়াটে দেশের নেতৃত্ব তুলে দেওয়া হয়। বছর দুয়েক পর ওয়ান ডে ফরম্য়াটে ইংল্য়ান্ডের অধিনায়ক হন।