IPL 2021: দুরন্ত প্রত্যাবর্তনে কোচ ম্যাকালামকে কৃতিত্ব দিচ্ছেন মর্গ্যান

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 29, 2021 | 11:30 AM

নাইট শিবিরে এই ম্যাচের নায়ক সুনীল নারিন। রহস্যময় স্পিনারকে অনেক দিন পর ছন্দে দেখা গিয়েছে। ১৮ রান দিয়ে ২ উইকেট যেমন নিয়েছেন, তেমনই ঝোড়ো ২১ করে গিয়েছিলেন ১০ বলে। যা জয়ের খোঁজ দিয়েছিল কেকেআরকে।

IPL 2021: দুরন্ত প্রত্যাবর্তনে কোচ ম্যাকালামকে কৃতিত্ব দিচ্ছেন মর্গ্যান
বেগুনি শিবিরে ফের প্লে-অফের স্বপ্ন (সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)

Follow Us

দুবাই: নাইটদের দুরন্ত প্রত্যাবর্তনের আসল কারণ কী? ক্যাপ্টেন ইওন মর্গ্যানের (Eoin Morgan) কথা যদি ধরা হয়, বেগুনি শিবিরে ফের প্লে-অফের স্বপ্ন জাগিয়ে দিয়েছেন কোচ ব্রেন্ডন ম্যাকালাম (Brendon McCullum)। তাঁর কোচিং ধারা, মানসিকতা এবং টিমের উপর প্রভাবই আবার জাগিয়ে তুলেছে কেকেআরকে।

মর্গ্যানের কথায়, ‘তিন দিনে দুটো দিনের ম্যাচ খেলা কিন্তু সহজ নয়। তার পরও এই ম্যাচটা জেতার পিছনে বেশ কিছু কারণ আছে। টসে জেতা, ঠিকঠাক ফিল্ডিংটা করা। পুরো টিম একটা হিসেব সামনে রেখে নেমেছিল। সেটা মেলানো গিয়েছে। আউট ফিল্ড স্লো হলে কাজটা আরও কঠিন হয়।’ একই সঙ্গে তিনি জুড়েছেন, ‘দিল্লির মতো টিমের বিরুদ্ধে খেলা সব সময় কঠিন। এই জেতার যাবতীয় কৃতিত্ব কিন্তু কোচ ম্যাকালামের। ওঁর কোচিং ধারা, মানসিকতাই আমাদের আবার জয়ে ফিরিয়েছে।’

নাইট শিবিরে এই ম্যাচের নায়ক সুনীল নারিন। রহস্যময় স্পিনারকে অনেক দিন পর ছন্দে দেখা গিয়েছে। ১৮ রান দিয়ে ২ উইকেট যেমন নিয়েছেন, তেমনই ঝোড়ো ২১ করে গিয়েছিলেন ১০ বলে। যা জয়ের খোঁজ দিয়েছিল কেকেআরকে। ম্যাচের সেরা নারিন বলেছেন, ‘শারজায় কিছু ম্যাচ দেখেছি। স্পিন যে এখানে কাজ করে, সেটা খুব ভালো করেই জানতাম। সেই কারণেই পিচ কাজে লাগাতে চেয়েছিলাম। তবে আমার এই পারফরম্যান্সের পিছনে বোলিং কোচের প্রচুর অবদান রয়েছে। এটাই কিন্তু আমার ফিরে আসার অন্যতম কারণ।’

গত মরসুমেও নারিনকে ওপেনার হিসেবে ব্যবহার করতে দেখা গিয়েছে। কিন্তু এখন ভেঙ্কটেশ আইয়ার এসে যাওয়ায় নারিন নামছেন নীচের দিকে। মিডল অর্ডার ব্যাট করা যে কঠিন, তা মেনে নিচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার।

নারিনের কথায়, ‘মিডল অর্ডারে ব্যাট করা সব সময় কঠিন কাজ। নিজেকে ফিরে পাওয়ার জন্য যে কঠিন পরিশ্রম করছিলাম, সেটা কাজে লেগেছে, এটা দেখে ভালো লাগছে। টিম হিসেবে আমরা দিল্লির বিরুদ্ধে সত্যিই ভালো ক্রিকেট খেলেছি।’

কেকেআরের কাছে হার বিরাট না হলেও সামান্য ধাক্কা তো বটেই। যেখান থেকে বেরিয়ে আসতে চাইছেন দিল্লির ক্যাপ্টেন ঋষভ পন্থ। তিনি বলেছেন, ‘অন্তত ১০টা রান কম করেছি। আমরা খুব ভালো করে জানতাম, দ্বিতীয় ইনিংসে উইকেট আরও স্লো হয়ে যাবে। তার পরও সেটা কাজে লাগাতে পারেনি। সব টিমই জেতার জন্য মাঠে নামে। আমাদের এই ভুল থেকে শিক্ষা নিতে হবে।’

Next Article