Sanjay Bangar: ছেলে থেকে মেয়ে হয়ে হইচই ফেলে দিলেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের সন্তান

২৩ বছরের অন্যা আসলে ভরতের প্রাক্তন ওপেনার সঞ্জয় বাঙ্গারের (Sanjay Bangar) সন্তান। যিনি থাকেন ম্যাঞ্চেস্টারে। ১০ মাস লেগেছে তাঁর ছেলে থেকে মেয়ে হতে।

Sanjay Bangar: ছেলে থেকে মেয়ে হয়ে হইচই ফেলে দিলেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের সন্তান
Sanjay Bangar: ছেলে থেকে মেয়ে হয়ে হইচই ফেলে দিলেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের সন্তান

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 11, 2024 | 4:34 PM

কলকাতা: ছিলেন আরিয়ান। হলেন অন্যা। আর তাতেই হইচই ফেলে দিয়েছেন তিনি। রূপান্তর তো অনেকেরই হয়। আরিয়ান থেকে অন্যা হওয়া নিয়ে এত আলোচনা কেন? কারণ একটাই, তাঁর একাধিক ইন্সটা পোস্টে রয়েছে মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলির ছবিও। আর তার পরই প্রশ্ন উঠছে, কে এই আরিয়ান বা অন্যা? ২৩ বছরের অন্যা আসলে ভরতের প্রাক্তন ওপেনার সঞ্জয় বাঙ্গারের (Sanjay Bangar) সন্তান। যিনি থাকেন ম্যাঞ্চেস্টারে। ১০ মাস লেগেছে তাঁর ছেলে থেকে মেয়ে হতে।

অন্যা ইন্সটা রিলের ক্যাপশনে লিখেছেন, ‘পেশাদার ক্রিকেটার হওয়ার যে লড়াই সেটা ব্যর্থ হয়েছে। সকাল থেকে মাঠে অন্যতের দ্বিধাদন্দ্বই সামলে গিয়েছি দিনের পর দিন। এতদিনের ত্যাগ, প্রচেষ্টা কাজে লাগেনি।’ এই ক্যাপশনের পর প্রশ্ন উঠতে পারে, হতাশা কি গ্রাস করছিল আরিয়ানকে? মানসিক ধাক্কা থেকেই নিজেকে অন্য ভাবে দেখতে চেয়েছিলেন? অন্যা বলেওছেন, ‘কিন্তু খেলার উর্ধ্ব উঠে আরও একটা জীবন রয়েছে আমার। যেখানে নিজেকে নতুন করে খুঁজে পেয়েছি। সেটা করতে গিয়ে অনেক চ্যালেঞ্জ সামলাতে হয়েছে। কঠিন সময়ে নিজেকে চিনতে পারাটা আসল। কঠিন হলেও সেটা করতে পেরেছি। আজ আমি গর্বিত যে ক্রিকেটের মতো খেলার সঙ্গে জড়িয়ে রয়েছি।’

অন্যার এই মন্তব্যের মধ্যে দিয়ে অন্য আর এক প্রশ্নের জন্ম দিচ্ছে। তিনি কি মেয়েদের ক্রিকেটে পা রাখার জন্যই রূপান্তরের পথ বেছে নিলেন? আরিয়ান কিন্তু তাঁর বাবার মতো ইসলাম জিমখানা ক্লাবের হয়ে খেলেছেন। বাঁ হাতি ব্যাটার একই সঙ্গে লেস্টরশায়ারের হিঙ্কলে ক্রিকেট ক্লাবে খেলেন। আরিয়ান থেকে অন্যা হওয়া যদি ক্রিকেটের জন্য হয়, তা হলে অন্য লড়াই অপেক্ষা করে রয়েছে বাঙ্গারের সন্তানের জন্য। আইসিসি কিন্তু ট্রান্সজেন্ডারদের মেয়েদের ক্রিকেটে নামার অনুমতি দেয়নি। সেই হতাশাও কিন্তু গোপন রাখেননি অন্যা।

ইন্সটাতে লিখেছেন, ‘কখনও ভাবিনি যে ক্রিকেটকে ভালোবেসেছি চিরটাকাল, সেটা থেকেই সরে দাঁড়াতে হবে। যন্ত্রণাময় বাস্তবের মুখোমুখি দাঁড়াতে হয়েছে আমাকে। শরীর বদলে দিয়েছে আমার। কিন্তু ক্রিকেটটা সরে গিয়েছে আমার কাছ থেকে। ট্রান্স উওমেনদের জন্য ক্রিকেটে সঠিক নিয়ম নেই। মনে হচ্ছে, নিয়মই যেন আমাকে ক্রিকেট থেকে বাতিল করে দিয়েছে।’