AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli-Rohit Sharma: কেন বিরাট-রোহিত টি-টোয়েন্টি খেলবেন? চরম বিতর্ক তুলে দিলেন বাংলার টেস্ট ক্রিকেটার!

Indian Cricket Team: তিলক ভার্মা, রিঙ্কু সিং, যশস্বী জয়সওয়াল, জিতেশ শর্মাদের মতো তরুণরা তৈরি টিমে ঢোকার জন্য। কিন্তু তাঁদের আরও অপেক্ষা করতে হবে। যা মোটেও মেনে নিতে পারছেন না। যদিও সুনীল গাভাসকরের মতো ক্রিকেট বিশেষজ্ঞ বিরাট কোহলি, রোহিত শর্মাকে টি-টোয়েন্টি বিশ্বকাপ টিমে দেখতে চান। সৌরভ গঙ্গোপাধ্যায়ও তাই চান। কিন্তু দীপ যা বলছেন, তার গভীরে ঢুকলে দেখা যাবে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে টিম ছিল, বিশেষ করে মিডল অর্ডার, তা এ বারও একই থেকে যাচ্ছে।

Virat Kohli-Rohit Sharma: কেন বিরাট-রোহিত টি-টোয়েন্টি খেলবেন? চরম বিতর্ক তুলে দিলেন বাংলার টেস্ট ক্রিকেটার!
Image Credit: X
| Edited By: | Updated on: Jan 09, 2024 | 1:36 PM
Share

নয়াদিল্লি: সেই ঘুরে ফিরে কেন সিনিয়রদেরই দিকে তাকাবেন জাতীয় নির্বাচকরা? সিনিয়রদের ব্যর্থতা সত্ত্বেও কেন তরুণ প্রজন্মকে এগিয়ে দেওয়া হবে না? কেন ভবিষ্যেতের দিকে তাকাতে চাইবে না ভারতীয় ক্রিকেট বোর্ড? আর একবার এই বিতর্ক উঠে গেল। জুন মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সে দিকে তাকিয়ে বিরাট কোহলি ও রোহিত শর্মা আবার ফিরেছেন কুড়ি-বিশের ভারতীয় টিমে। এই দুই সিনিয়র গত এক দশক ধরে ভারতকে টি-টোয়েন্টি ফর্ম্যাটে কোনও আইসিসি টুর্নামেন্ট জেতাতে পারেননি। এতেই শেষ নয়, ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল ভারতকে। ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপের পর ভারতীয় টিমের দুই মহাতারকার সাদা বলের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছিল। অনেক মহল থেকেই বলা হচ্ছিল, বিরাট ও রোহিত হয়তো আর টি-টোয়েন্টি ফর্ম্যাটে দেশের হয়ে খেলবেন না। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে অন্য ছবি। আফগানিস্তানের বিরুদ্ধে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টিমে ফেরানো হয়েছে বিরাট ও রোহিতকে। যে তরুণ ক্রিকেটাররা টিমে ঢোকার অপেক্ষায় আছেন, তাঁরা কেন সুযোগ পাবেন না? প্রশ্ন তুলে দিচ্ছেন বাংলার টেস্ট ক্রিকেটার। তিনি কে? কী যুক্তি সাজাচ্ছেন তিনি? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলার প্রাক্তন টেস্ট ওপেনার দীপ দাশগুপ্ত পরিষ্কার করে দিয়েছেন, ‘আমি ভেবেছিলাম, বিরাট কোহলি আর রোহিত শর্মার পরিবর্তে সামনে তাকাবে ভারত।’ দীপ যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করছেন, ‘গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সিনিয়র প্লেয়ারদের তরফে তাগিদের অভাব ছিল। সেটা নিয়ে কম সমালোচনাও হয়নি। একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, ওয়েস্ট ইন্ডিজে কি ১৮০-২০০ রান ওটার মতো পিচ তৈরি থাকবে? সত্যিই কথা যদি বলতে হয়, গত এক বছরে আমি কিন্তু নতুন দিক খুঁজে পাইনি। যদি নির্বাচকরা আবার বিরাট-রোহিতে ফিরে যেতে চায়, তা হলে গত বার যে টিম ছিল, তাই দিয়ে দেওয়া হোক। এ তো অনেকটা পুরনো জায়গায় ফিরে যাওয়ার মতো দাঁড়াচ্ছে ব্যাপারটা।’

তিলক ভার্মা, রিঙ্কু সিং, যশস্বী জয়সওয়াল, জিতেশ শর্মাদের মতো তরুণরা তৈরি টিমে ঢোকার জন্য। কিন্তু তাঁদের আরও অপেক্ষা করতে হবে। যা মোটেও মেনে নিতে পারছেন না। যদিও সুনীল গাভাসকরের মতো ক্রিকেট বিশেষজ্ঞ বিরাট কোহলি, রোহিত শর্মাকে টি-টোয়েন্টি বিশ্বকাপ টিমে দেখতে চান। সৌরভ গঙ্গোপাধ্যায়ও তাই চান। কিন্তু দীপ যা বলছেন, তার গভীরে ঢুকলে দেখা যাবে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে টিম ছিল, বিশেষ করে মিডল অর্ডার, তা এ বারও একই থেকে যাচ্ছে। রোহিতের সঙ্গে-লোকেশ রাহুল ওপেন করবেন। তিনে বিরাট। সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজারা থাকবেন। রিঙ্কু সিংয়ের মতো প্রতিভাবান ক্রিকেটার, যিনি ফিনিশার হিসেবে ক্রমশ মেলে ধরছেন নিজেকে, তাঁর জায়গা কি নিয়মিত হবে টিমে?