Gautam Gambhir: ভারতীয় টিমে গৌতম গম্ভীরের বদলি খুঁজে দিলেন পাক প্রাক্তনী
অস্ট্রেলিয়ায় ভারতের সিনিয়র ক্রিকেটাররা বর্ডার গাভাসকর ট্রফিতে খেলতে যাওয়ার আগে, দেশের মাটিতে নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছিল। এরপর থেকে গম্ভীরের রিপোর্ট কার্ড নিয়ে বিরাট আলোচনা চলছে ভারতীয় ক্রিকেট মহলে।
কলকাতা: বিসিসিআই সুদূরপ্রসারী ভাবনা থেকেই গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) ভারতের হেড কোচের দায়িত্ব তুলে দিয়েছে। টিম ইন্ডিয়ার কোচ হিসেবে গৌতম অত্যন্ত যে সফল হয়েছেন, তা এই মুহূর্তেই বলা যাচ্ছে না। তার অন্যতম বড় কারণ, অস্ট্রেলিয়ায় ভারতের সিনিয়র ক্রিকেটাররা বর্ডার গাভাসকর ট্রফিতে খেলতে যাওয়ার আগে, দেশের মাটিতে নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছে। এরপর থেকে গম্ভীরের রিপোর্ট কার্ড নিয়ে বিরাট আলোচনা চলছে ভারতীয় ক্রিকেট মহলে। এই পরিস্থিতিতে শোনা গিয়েছিল, অজি সফরে (India Tour of Australia) টিম ইন্ডিয়া ব্যর্থ হলে ভারতের টেস্ট টিমের কোচ হিসেবে দেখা যেতে পারে প্রাক্তন ভারতীয় তারকা ভিভিএস লক্ষ্মণকে। এ বার পাকিস্তানের এক প্রাক্তন ক্রিকেটার বেছে দিলেন গম্ভীরের মসনদে বসার ‘হট প্রার্থী’।
নিজের ইউটিউব চ্যানেলে বসিত আলি বলেন, ‘ভিভিএস লক্ষ্মণকে দেখে আজ একটা জিনিস বুঝেছি। তিনি কোচিংয়ের জন্য পরবর্তী হট প্রার্থী। সূর্যকুমারকে তিনি তিনে ব্যাটিং করতে পাঠাননি। বাঁ-হাতি, ডান হাতি কম্বিনেশন বজায় রাখার চেষ্টা করেছিলেন। যদি গম্ভীরের অস্ট্রেলিয়া সফরটা ভালো না কাটে, তা হলে ভিভিএস কোচ হিসেবে ভারতের কাছে বড় বিকল্প হয়ে উঠতে পারে। সূর্যকে তিনে না পাঠানোর সিদ্ধান্তটা সকলের নজর কেড়েছে। ম্যাচের ফলে বদলও তাতে নজরে পড়েছে।’
বর্তমানে দক্ষিণ আফ্রিকায় ভারতের টি-টোয়েন্টি টিমের সঙ্গে কোচ হিসেবে গিয়েছেন ভিভিএস লক্ষ্মণ। সেখানে টিম ইন্ডিয়া ৪ ম্যাচের টি-২০ সিরিজ খেলছে। প্রথম ম্যাচে ভারত জিতেছিল। দ্বিতীয় ম্যাচে হারের মুখ দেখতে হয় স্কাইয়ের দলকে। তারপর তৃতীয় ম্যাচে সেঞ্চুরিয়নে টিম ইন্ডিয়া জিতে সিরিজে ২-১ এগিয়ে গিয়েছে। ওই ম্যাচে ভারতের হয়ে তিনে ব্যাটিংয়ে নেমে সেঞ্চুরি হাঁকান তিলক ভার্মা। কোচ লক্ষ্মণ ও ক্যাপ্টেন সূর্য তিলককে যে ভাবে তিনে নামিয়ে সাফল্য পেয়েছেন, তাতে মুগ্ধ পাক প্রাক্তনীও।