কলকাতা : ২০২১ সালে বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম হারের স্বাদ পেয়েছিল ভারত (Ind vs Pak)। পাকিস্তানকে ঐতিহাসিক ম্যাচ জেতাতে বড় অবদান ছিল শাহিন শাহ আফ্রিদির। পাকিস্তানের এই বাঁ হাতি পেসার বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা বোলার। শুরুর দিকে উইকেট তুলে নিতে শাহিনের জুড়ি মেলা ভার। প্রথমেই উইকেট ফেলে বিপক্ষকে চাপে ফেলে দিতে পারেন। ভারতের বিরুদ্ধে বোলিংয়ের সূচনাও তিনি করবেন এতে সন্দেহ নেই। রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিদের উইকেট নেওয়ার অভিজ্ঞতা রয়েছে শাহিনের। শনিবাসরীয় এশিয়া কাপের দ্বৈরথের আগে আফ্রিদিকে নিয়ে সতর্ক বার্তা দিলেন প্রাক্তন অজি ক্রিকেটার ম্যথু হেডেন। কীভাবে শাহিনের (Shaheen Shah Afridi) মোকাবিলা করবেন সেই উপাও বাতলে দিয়েছেন তিনি। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।
হেডেনের পরামর্শ অনুযায়ী, শাহিনের ওভারগুলিতে ভারতীয় দলকে রক্ষণশীল মনোভাব নিতে হবে। সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে হেডেন বলেছেন, “শাহিন আফ্রিদির বিরুদ্ধে খুব রক্ষণশীল হয়ে খেলতে হবে। বিশ্বকাপের (২০২১ টি ২০ বিশ্বকাপ) কথা মাথায় রাখতে হবে। শাহিন শুরুর দিকে উইকেট তুলে নিয়েছিল। আমরা কেউ ভুলতে পারব না যে বলটা ও রোহিত শর্মাকে করেছিল। তাই শাহিন আফ্রিদির বিরুদ্ধে সামান্য সতর্কতার প্রয়োজন রয়েছে। শাহিনের বল যদি সুইং করে তাহলে প্রথম তিন ওভার ছেড়ে দাও।” ২০২১ টি ২০ বিশ্বকাপে শাহিনের ইয়র্কারে এলবিডব্লিউ হয়ে ফিরেছিলেন রোহিত।
২০২১ সালের টি ২০ বিশ্বকাপের পর ২০টি ইনিংসে ২৯ জন ডান হাতি ব্যাটারকে আউট করেছেন শাহিন। ১০ জন ফিরেছেন নতুন বলে। তাই শাহিনের বলে প্রথমদিকে রক্ষণাত্মক থাকতে হবে ভারতীয় দলের অধিনায়ককে। পরামর্শ দিয়েছেন হেডেন।