FACT CHECK: প্রীতি জিন্টাকে আকণ্ঠ চুমু খেয়েছেন শ্রেয়স! সম্পর্কে জড়িয়েছেন ক্যাপ্টেন-মালকিন?

Shreyas Iyer-Preity Zitna: পঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিন্টার মোহময়ী হাসিতে মাত সকলে। কিন্তু তা বলে তিনি প্রেম করছেন ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারের সঙ্গে? এটা কি সত্যি?

Apr 26, 2025 | 10:37 AM

নাইট শিবির ছেড়ে আইপিএলের (IPL) চলতি মরসুমে পঞ্জাব জার্সিতে দ্যুতি ছড়াচ্ছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তাঁর নেতৃত্বে পঞ্জাব ভালো পারফর্মও করছে। স্বাভাবিকভাবেই প্রীতির টিমে খুশির হাওয়া। এই পরিস্থিতিতে পঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিন্টাকে (Preity Zinta) আকণ্ঠ চুমু খেয়েছেন শ্রেয়স আইয়ার! এমনটা শুনে অবাক লাগছে নিশ্চয়ই! নেটদুনিয়ায় সম্প্রতি ভাইরাল প্রীতি ও শ্রেয়সের এমনই এক ভিডিয়ো। যেখানে দেখা যায়, একটি বিছানায় খুব কাছাকাছি শুয়ে আছেন শ্রেয়স ও প্রীতি। একে অপরের ঠোঁটে এরপর তাঁরা ঠোঁট ডুবিয়ে দেন। এমন দৃশ্য দেখে এক ঝলকে যে কারও মনে প্রশ্ন জাগবে এটা সত্যিই, নাকি চোখের ধুলো?

আইপিএলের এই মরসুমে কিংস জার্সিতে ভালো পারফর্ম করছেন চ্যাম্পিয়ন ক্যাপ্টেন। এখনও অবধি ৮টি ম্যাচ খেলে করেছেন ২৬৩ রান। আইপিএলে পঞ্জাব কিংসের ম্যাচ থাকলেই মালকিন প্রীতি জিন্টা গ্যালারিতে হাজির থাকার চেষ্টা করেন। দলকে তাতান। পঞ্জাব জিতলে টিমের প্লেয়ারদের থেকে শুরু করে টিম ম্যানেজমেন্টের সদস্যদের সঙ্গে হাসিমুখে কথা বলতে দেখা যায় প্রীতিকে। পঞ্জাব মালকিনের মোহময়ী হাসিতে মাত সকলে। কিন্তু তা বলে তিনি প্রেম করছেন ক্যাপ্টেন শ্রেয়সের সঙ্গে? এটা কি সত্যি?

প্রযুক্তির অপব্যবহার আজকাল মাথাচাড়া দিয়েছে। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিদের এমন অনেক ছবি, ভিডিয়ো নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ছে। যা ভুল বার্তা দিচ্ছে। ইউটিউবে প্রীতি ও শ্রেয়সের চুমু খাওয়ার যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, সেটি আদতে কৃত্তিম বুদ্ধিমত্তার সাহায্যে করা। ভিডিয়োটি নিখুঁত ভাবে দেখলেই বোঝা যাবে সামঞ্জস্য নেই।

উপরের ভিডিয়োটি ছাড়া প্রীতি ও শ্রেয়সের আরও একটি ভিডিয়ো নেটদুনিয়ায় ভাইরাল। যেখানে দেখা যায়, একটি মাঠের মাঝামাঝি খুব কাছাকাছি দাঁড়িয়ে রয়েছেন শ্রেয়স ও প্রীতি। হাসতে হাসতে চুমুতে ডুবে যান। সেই ভিডিয়োটি দেখলেই যে কেউ বুঝতে পারবেন তা এআই দিয়ে বানানো।

নাইট শিবির ছেড়ে আইপিএলের (IPL) চলতি মরসুমে পঞ্জাব জার্সিতে দ্যুতি ছড়াচ্ছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তাঁর নেতৃত্বে পঞ্জাব ভালো পারফর্মও করছে। স্বাভাবিকভাবেই প্রীতির টিমে খুশির হাওয়া। এই পরিস্থিতিতে পঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিন্টাকে (Preity Zinta) আকণ্ঠ চুমু খেয়েছেন শ্রেয়স আইয়ার! এমনটা শুনে অবাক লাগছে নিশ্চয়ই! নেটদুনিয়ায় সম্প্রতি ভাইরাল প্রীতি ও শ্রেয়সের এমনই এক ভিডিয়ো। যেখানে দেখা যায়, একটি বিছানায় খুব কাছাকাছি শুয়ে আছেন শ্রেয়স ও প্রীতি। একে অপরের ঠোঁটে এরপর তাঁরা ঠোঁট ডুবিয়ে দেন। এমন দৃশ্য দেখে এক ঝলকে যে কারও মনে প্রশ্ন জাগবে এটা সত্যিই, নাকি চোখের ধুলো?

আইপিএলের এই মরসুমে কিংস জার্সিতে ভালো পারফর্ম করছেন চ্যাম্পিয়ন ক্যাপ্টেন। এখনও অবধি ৮টি ম্যাচ খেলে করেছেন ২৬৩ রান। আইপিএলে পঞ্জাব কিংসের ম্যাচ থাকলেই মালকিন প্রীতি জিন্টা গ্যালারিতে হাজির থাকার চেষ্টা করেন। দলকে তাতান। পঞ্জাব জিতলে টিমের প্লেয়ারদের থেকে শুরু করে টিম ম্যানেজমেন্টের সদস্যদের সঙ্গে হাসিমুখে কথা বলতে দেখা যায় প্রীতিকে। পঞ্জাব মালকিনের মোহময়ী হাসিতে মাত সকলে। কিন্তু তা বলে তিনি প্রেম করছেন ক্যাপ্টেন শ্রেয়সের সঙ্গে? এটা কি সত্যি?

প্রযুক্তির অপব্যবহার আজকাল মাথাচাড়া দিয়েছে। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিদের এমন অনেক ছবি, ভিডিয়ো নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ছে। যা ভুল বার্তা দিচ্ছে। ইউটিউবে প্রীতি ও শ্রেয়সের চুমু খাওয়ার যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, সেটি আদতে কৃত্তিম বুদ্ধিমত্তার সাহায্যে করা। ভিডিয়োটি নিখুঁত ভাবে দেখলেই বোঝা যাবে সামঞ্জস্য নেই।

উপরের ভিডিয়োটি ছাড়া প্রীতি ও শ্রেয়সের আরও একটি ভিডিয়ো নেটদুনিয়ায় ভাইরাল। যেখানে দেখা যায়, একটি মাঠের মাঝামাঝি খুব কাছাকাছি দাঁড়িয়ে রয়েছেন শ্রেয়স ও প্রীতি। হাসতে হাসতে চুমুতে ডুবে যান। সেই ভিডিয়োটি দেখলেই যে কেউ বুঝতে পারবেন তা এআই দিয়ে বানানো।