টেস্ট ক্রিকেট (Test Cricket) থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসি (Faf Du Plessis)। বুধবার তিনি ইন্সটাগ্রাম পোস্টে অবসরের কথা জানান। তিনি লেখেন, “আমি মনের দিক থেকে পরিষ্কার। নতুন কিছু শুরু করার এটাই সঠিক সময়।” সীমিত ওভারের খেলার দিকে বাড়তি নজর দেওয়ার জন্যই তাঁর টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত। এমনটাই জানিয়েছেন তিনি।
দেশের হয়ে তিনটি ফর্ম্যাটেই খেলতে পারা তাঁর কাছে সম্মানের বিষয়। জানিয়েছেন প্রোটিয়া অধিনায়ক। বিবৃতিতে তিনি লেখেন, “১৫ বছর আগে যদি কেউ আমাকে বলতো যে, আমি দক্ষিণ আফ্রিকার হয়ে ৬৯ টেস্ট ম্যাচে খেলব ও দলকে নেতৃত্ব দেব, তা আমার কাছে অবিশ্বাস্য মনে হত। আমার টেস্ট কেরিয়ারে অনেক সম্মান ও মর্যাদা পেয়েছি। কিন্তু এ বার আমার টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার সময় এসেছে।”
আগামী দুবছর টি-২০ বিশ্বকাপের আসর বসবে। টি-২০ বিশ্বকাপে মনযোগ দেওয়ার জন্য তিনি টেস্ট থেকে সরে দাঁড়াচ্ছেন। এমনটাই জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার। ৬৯টি টেস্টে তিনি মোট ৪১৬৩ রান করেছেন। টেস্ট কেরিয়ারে তাঁর রয়েছে ২১টি অর্ধশতরান ও ১০টি শতরান।
Faf du Plessis has announced his retirement from Test cricket.
He played 69 Tests for South Africa scoring 4163 runs at 40.02, including 10 centuries. pic.twitter.com/QfhRjsWqxr
— ICC (@ICC) February 17, 2021
সম্প্রতি পাকিস্তানের কাছে ২ টেস্টের সিরিজ হেরেছে দক্ষিণ আফ্রিকা। ঠিক তার পরই প্রোটিয়া অধিনায়কের টেস্ট থেকে অবসরের এই সিদ্ধান্ত। শেষ দুটি টেস্টে ডু প্লেসি তেমন নজর কাড়তে পারেননি।