Harmanpreet Kaur: হরমনপ্রীতকে পেয়ে কেঁদে ভাসাচ্ছে ভক্ত, কী এমন হল তার?

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Dec 09, 2023 | 5:26 PM

Latest Update of Harmanpreet Kaur:সাম্প্রতিককালে হরমনপ্রীতের নেতৃত্বে ভালো পারফর্ম করছে ভারত। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলছে ভারতের মহিলা ক্রিকেট দল। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে হরমনপ্রীতের অটোগ্রাফ পেয়ে আবেগে চোখের জল ঝরাচ্ছে এক ফ্যান।

Harmanpreet Kaur: হরমনপ্রীতকে পেয়ে কেঁদে ভাসাচ্ছে ভক্ত, কী এমন হল তার?
হরমনপ্রীত কৌর
Image Credit source: ছবি: X

Follow Us

মুম্বই: যে রাঁধে সে চুলও বাঁধে, প্রচলিত এ কথার সঙ্গে আধুনিক যুগে যোগ হয়েছে আরও একটি লাইন। যে রাঁধে ও চুল বাঁধে, সে কিন্তু ক্রিকেটটাও খেলে। যার জ্বলজ্যান্ত উদাহরণ দেশ বিদেশের মহিলা ক্রিকেটরা। ভারতীয় মহিলা ক্রিকেটাররাও বিশ্ব মঞ্চে নিজেদের মেলে ধরছেন। আর তাঁদের পথ দেখাচ্ছেন হরমনপ্রীত কৌর। তাঁর নেতৃত্বে সাম্প্রতিকালে সাফল্য পাচ্ছে ভারত। দেশের উঠতি প্রতিভার কাছে অনুপ্রেরণার অপর নাম হরমনপ্রীত। তাঁর ভক্তর সংখ্যা কিন্তু নেহাতই কম নয়। এ বার হরমনুপ্রীতের অটোগ্রাফ পেয়ে খুশিতে চোখের জল ধরে রাখতে পারল না এক ফ্যান। অঝোরে কাঁদতে দেখা গেল তাকে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। কী দেখা যাচ্ছে তাতে? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

 

সাম্প্রতিককালে হরমনপ্রীতের নেতৃত্বে ভালো পারফর্ম করছে ভারত। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলছে ভারতের মহিলা ক্রিকেট দল। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে হরমনপ্রীতের অটোগ্রাফ পেয়ে আবেগে চোখের জল ঝরাচ্ছে এক ফ্যান। যদিও খুশির কান্না এটা। ভারতে ক্রিকেট নিয়ে উন্মাদনাটা এমনই। পছন্দের তারকাদের ভগবানের আসনে বসিয়ে পুজো করেন অনেকেই। সেই তারকাকে হাতের নাগালে পেয়ে আবেগ ধরে রাখতে পারেন না অনেকেই। এই ভক্তও ঠিক তাই। চোখের জল ধরে রাখতে পারেনি। সোশ্যাল মিডিয়ায় নজর কা়ড়ছে এই ভিডিয়োটি।


নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়োটি রি-শেয়ার করেছেন হরমনপ্রীত। ভক্তর এই আচরণে স্বাভাবিকভাবে খুশি তিনিও। ভিডিয়োটি শেয়ার করে তিনি লেখেন, এটা সম্পূর্ণ ভালোবাসা ও আবেগের মুহূর্ত। একটি হৃদয়ের ইমোজি দিয়ে লেখেন ‘ব্লেসড’ ও ‘লাভড।’

Next Article