Wriddhiman Saha: আইপিএলে সুপারহিট, তবুও দ্রাবিড়ের কাছে ব্রাত্য! রাহানের মতো স্বপ্নের কামব্যাক হল না ঋদ্ধির

WTC Final 2023 : জাতীয় দলে প্রবেশের বড় মঞ্চ হল আইপিএল। এখানে নজর কাড়তে পারলে জাতীয় দলে প্রবেশের পথ অনেকটা সহজ হয়ে যায়।

Wriddhiman Saha: আইপিএলে সুপারহিট, তবুও দ্রাবিড়ের কাছে ব্রাত্য! রাহানের মতো স্বপ্নের কামব্যাক হল না ঋদ্ধির
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: May 08, 2023 | 6:39 PM

কলকাতা: বাংলার ‘বঞ্চিত’ উইকেটকিপার ব্যাটার ব্রাত্যই রয়ে গেলেন। রাহানের মতো কামব্যাকের স্বপ্ন পূরণ হল না ঋদ্ধিমান সাহার। আইপিএলে দুরন্ত পারফরম্যান্স। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে (WTC Final 2023) লোকেশ রাহুলের চোট ঋদ্ধির কাছে সুযোগ এনে দিয়েছিল জাতীয় দলে কামব্যাকের। অনুরাগী থেকে প্রাক্তন ক্রিকেটাররা ঋদ্ধির হয়ে ব্যাট ধরেছিলেন। গুজরাট টাইটান্সের হয়ে অনবদ্য পারফরম্যান্সের জেরে নীরবে দাবি তুলছিলেন বঙ্গ ক্রিকেটার নিজেও। কিন্তু সেই আওয়াজ নির্বাচকদের কানে পৌঁছল কই? আইপিএলের (IPL 2023) পারফরম্যান্সের জেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ স্কোয়াডে ডাক পেয়েছেন মুম্বইয়ের ক্রিকেটার অজিঙ্ক রাহানে। কিন্তু ঋদ্ধির (Wriddhiman Saha) ভাগ্যে শিকে ছিঁড়ল না। এক যাত্রায় পৃথক ফল। ব্রাত্যই রয়ে গেলেন বাংলার ক্রিকেটার। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

জাতীয় দলে প্রবেশের বড় মঞ্চ হল আইপিএল। এখানে নজর কাড়তে পারলে জাতীয় দলে প্রবেশের পথ অনেকটা সহজ হয়ে যায়। শুধু উঠতি ক্রিকেটারদের কাছেই নয়, আইপিএল এখন জাতীয় দলের ব্রাত্য ক্রিকেটারদের প্রত্যাবর্তনের বড় ভরসা। উদাহরণ হিসেবে ধরা যাক অজিঙ্ক রাহানের কথা। টেস্ট স্পেশালিস্ট হিসেবে পরিচিত রাহানে চলতি আইপিএলে ব্যাট হাতে চমকে দিয়েছেন। একের পর এক বিধ্বংসী ইনিংস। দীর্ঘদিন ভারতীয় দলের বাইরে থাকা রাহানে নির্বাচকদের নজর কাড়লেন আইপিএল পারফরম্যান্সের জোরে। একেবারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে প্রবেশ করেছেন রাহানে। আইপিএলের গত মরসুমে গুজরাট টাইটান্সকে চ্যাম্পিয়ন করার পর রোহিতের অনুপস্থিতিতে সীমিত ওভারের ফরম্যাটে মেন ইন ব্লু-কে নেতৃত্ব দিয়েছেন হার্দিক পান্ডিয়া।

ঠিক একইভাবে আইপিএলের পারফরম্যান্সের জোরে নির্বাচকদের দরজায় কড়া নাড়ছেন বাংলার কিপার ব্যাটার ঋদ্ধিমান সাহা। ৩৯ বছর বয়সেও দুর্দান্ত ফিটনেস। চলতি আইপিএলে উইকেটের পিছনে অনবদ্য ঋদ্ধি ব্যাট হাতেও দুরন্ত। অথচ ভারতীয় দলের কোচ হিসেবে রাহুল দ্রাবিড় দায়িত্ব নেওয়ার পর জাতীয় দলে ব্রাত্য হয়ে যান ঋদ্ধি। সরাসরি না হলেও বঙ্গ ক্রিকেটারকে ঘুরিয়ে অবসর নেওয়ার পরামর্শও দেন দ্রাবিড়। সেই ঋদ্ধিকেই WTC ফাইনালে অন্তর্ভুক্ত করার জোর দাবি উঠছিল। ঋদ্ধি নিজেও কি আশাবাদী ছিলেন না? কিন্তু শিকে ছিড়ল কই?