Litton Das: অবশেষে কলকাতায়, পুরো আইপিএল কি খেলবেন লিটন?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 10, 2023 | 3:29 PM

KKR, IPL 2023: ১৬তম আইপিএলে কতদিন খেলতে পারবেন বাংলাদেশের তারকা লিটন দাস?

Litton Das: অবশেষে কলকাতায়, পুরো আইপিএল কি খেলবেন লিটন?
অবশেষে কলকাতায়, পুরো আইপিএল কি খেলবেন লিটন?
Image Credit source: KKR Twitter

Follow Us

কলকাতা: তারিখ পে তারিখ… তারিখ পে তারিখ… ভেসে আসছিল ওপার বাংলা থেকে। ১৬তম আইপিএলে (IPL 2023) কেকেআরের (KKR) হয়ে খেলতে বাংলাদেশ (Bangladesh) থেকে কবে আসবেন লিটন দাস (Litton Das)? আদৌ তিনি কি এ বারের আইপিএলে খেলতে পারবেন? এই প্রশ্ন দিন দিন জোরাল হচ্ছিল। এ বার নাইট সমর্থকদের অপেক্ষার অবসান হল। রবিবার রাতে কলকাতায় পৌঁছে যান লিটন। তিলোত্তমায় আসার আগে ঢাকার এয়ারপোর্টে লিটন পরিস্কার জানিয়ে দিয়েছেন, এ বারের আইপিএলে তিনি কতদিন খেলতে পারবেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

ঢাকা থেকে কলকাতায় আসার বিমান ধরার আগে এয়ারপোর্টে লিটন বলেন, ‘আমি ওখানে অন্তত ২০-২৫ দিন থাকব। আমি চেষ্টা করব যতটা বেশি সম্ভব ক্রিকেটীয় জ্ঞান অর্জন করার। যাতে ভবিষ্যতে সেটা আমার কাজে লাগে।’ ভারতের মাটিতে চলতি বছরে রয়েছে ওডিআই বিশ্বকাপ। আইপিএলে ভারতের মাটিতে খেলার অভিজ্ঞতাটা লিটন ওডিআই বিশ্বকাপের সময় কাজে লাগাতে চান।

কোচিতে হওয়া আইপিএলের নিলাম থেকে লিটন দাসকে এ বার ৫০ লক্ষ টাকায় কিনেছে কেকেআর। কেকেআরে আপাতা রহমানুল্লা গুরবাজ, জেসন রয়ের মতো বিদেশি ওপেনার রয়েছেন। ফলে নাইটদের একাদশে লিটন সুযোগ পাবেন কিনা সেটা একটা বড় প্রশ্ব। তবে লিটন বলেন, ‘আমি জানি না কেকেআরের হয়ে আমি খেলতে পারব কিনা। আর খেললেও যে আমি ভালো পারফর্ম করতে পারব কিনা সেটাও জানি না। তবে পুরোটাই আমার কাছে শেখার ব্যাপার।’

লিটন আরও বলেন, ‘আমার কোনও আলাদা পরিকল্পনা নেই। যদি সুযোগ পাই ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব। ওপেনার হিসেবে আমি বেশ আত্মবিশ্বাসী। এই দলটা বেশ আলাদা। আমি আগে কোনও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলিনি। তাই আমি সুযোগ পেলে নিজের সেরাটা উজাড় করে দেব।’

রবিবার আমেদাবাদে রিঙ্কু সিংয়ের ব্যাটে ভর করে গুজরাটকে হারিয়েছে কেকেআর। টিম হোটেল থেকে আজ সোমবার বিকেল ৫.৩০ নাগাদ কেকেআর টিম এয়ারপোর্টের জন্য রওনা দেবে। তারপর আমেদাবাদ থেকে সন্ধা ৭.১৫ মিনিট নাগাদ রয়েছে কেকেআরের ফ্লাইট। কলকাতায় সেই বিমান এসে পৌঁছনোর কথা রাত ১০.০৫ মিনিটে। টিমের সঙ্গে দেখা করার পর হয়তো আগামী কাল থেকেই অনুশীলন শুরু করে দেবেন লিটন।

Next Article