IPL 2023 : অপেক্ষার অবসান, অবশেষে শিকে ছিঁড়ল; লখনউয়ের একাদশে এন্ট্রি ডি’ককের
Quinton de Kock : অপেক্ষার অবসান। চলতি মরসুমে এখনও অবধি ১০টি ম্যাচে খেলেছে লখনউ সুপার জায়ান্টস। তার মধ্যে একটি ম্যাচের একাদশে জায়গা পাননি ৬.৭৫ কোটির প্রোটিয়া তারকা ক্রিকেটার কুইন্টন ডি'কক। অবশেষে আজ LSG র একাদশে জায়গা পেলেন ডি'কক।
আমেদাবাদ : অবশেষে এল সেই দিন। চলতি আইপিএলে (IPL 2023) এখনও অবধি ১০টি ম্যাচে খেলেছে লখনউ সুপার জায়ান্টস। গত ১০ ম্যাচের ১টিতেও সুযোগ পাননি প্রোটিয়া তারকা ক্রিকেটার কুইন্টন ডি’কক (Quinton de Kock)। নেদারল্যান্ডসের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার সিরিজ চলছিল বলে লখনউ সুপার জায়ান্টস দলে যোগ দিতে কিছুটা দেরি হয়েছিল কুইন্টন ডি’ককের। যার ফলে এ বারের আইপিএলে লখনউয়ের প্রথম ২ ম্যাচে অনুপস্থিত ছিলেন ডি’কক। এরপর সুপার জায়ান্টসদের শেষ ৮ ম্যাচে ৬.৭৫ কোটির এই ক্রিকেটার উপস্থিত থাকলেও সুযোগ পাননি। আসলে লখনউয়ের হয়ে ওপেন করতে নেমে কাইল মায়ার্স প্রত্যেক ম্যাচেই ভালো পারফর্ম করছিলেন। যার ফলে তাঁকে একাদশ থেকে বাদ দিতে পারছিল না লখনউ। অন্যদিকে ব্যাটিং তো বটেই উইকেটকিপিংয়ের দায়িত্বটাও সামলে দিচ্ছেন নিকোলাস পুরান। তাই ডি’ককের একাদশে এন্টি হচ্ছিল না। অবশেষে আজ সুযোগ পেলেন প্রোটিয়া তারকা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
For the first time this season, presenting… ?? pic.twitter.com/ZkpFnM72Wf
— Lucknow Super Giants (@LucknowIPL) May 7, 2023
আজ লখনউয়ের একাদশ থেকে বাদ পড়েছেন আফগানিস্তানের তারকা নবীন উল হক। তাঁর জায়গায় একাদশে এসেছেন কুইন্টন ডি’কক। চলতি মরসুমে এই প্রথম মাঠে নামছেন ডি’কক। অবশ্য নিকোলাস পুরান রয়েছেন লখনউয়ের একাদশে। তা সত্ত্বেও উইকেটের পিছনেও দেখা যাবে ডি’কককে।
সোশ্যাল মিডিয়ায় ডি’ককের অনুরাগীরা গত কয়েকদিন ধরে প্রশ্ন করছিলেন, কবে আইপিএলের ম্যাচে খেলার সুযোগ পাবেন কুইন্টন? গুজরাট-লখনউ ম্যাচের টস হওয়ার পরই সেই সকল টুইটের স্ক্রিনশট জড়ো করে লখনউয়ের টুইটারে একটি পোস্ট শেয়ার করা হয়েছে।
Just one toss update today! ?
(and yes we’re bowling) pic.twitter.com/jTFAoWNz14
— Lucknow Super Giants (@LucknowIPL) May 7, 2023
প্রসঙ্গত, হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ক্রুণাল পান্ডিয়া।
লখনউ সুপার জায়ান্টস একাদশ – কুইন্টন ডি’কক, কাইল মায়ার্স, দীপক হুডা, নিকোলাস পুরান, ক্রুণাল পান্ডিয়া (অধিনায়ক), মার্কাস স্টইনিস, স্বপ্নিল সিং, যশ ঠাকুর, রবি বিষ্ণোই, মহসীন খান, আবেশ খান।
সাবস্টিটিউট: আয়ুষ বাদোনি, অমিত মিশ্র, ড্যানিয়েল সামস, যুধবীর সিং, প্রেরক মানকাড
গুজরাট টাইটান্স একাদশ – ঋদ্ধিমান সাহা, শুভমন গিল, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), বিজয় শঙ্কর, ডেভিড মিলার, অভিনব মনোহর, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, মোহিত শর্মা, নূর আহমেদ, মহম্মদ সামি।
সাবস্টিটিউট: আলজারি জোসেফ, দাসুন শনাকা, কেএস ভরত, শিবম মাভি, জয়ন্ত যাদব।