Asia Cup 2022: দুবাই স্টেডিয়ামের কাছে লাগল আগুন! কিছুক্ষণ পরই শুরু ভারত-আফগান ম্যাচ

স্টেডিয়ামে ঢোকার প্রবেশপথের কাছেই রয়েছে ওই বিল্ডিংটি। ম্যাচ দেখতে স্টেডিয়ামে আসা দর্শকদের মধ্যে হইচই পড়ে যায়। 

Asia Cup 2022: দুবাই স্টেডিয়ামের কাছে লাগল আগুন! কিছুক্ষণ পরই শুরু ভারত-আফগান ম্যাচ
Image Credit source: Twitter

| Edited By: তিথিমালা মাজী

Sep 08, 2022 | 7:02 PM

দুবাই: এশিয়া কাপ থেকে আগেই ছিটকে গিয়েছে। আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচ ভারতের। সেখানেও অঘটন। ম্যাচ শুরুর আগে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের খুব কাছের একটি বিল্ডিংয়ে লাগল আগুন। স্টেডিয়ামে ঢোকার প্রবেশপথের কাছেই রয়েছে ওই বিল্ডিংটি। ম্যাচ দেখতে স্টেডিয়ামে আসা দর্শকদের মধ্যে হইচই পড়ে যায়। স্টেডিয়ামে ঢোকার সময় আগুন দেখে আতঙ্ক ঘিরে ধরে উপস্থিত জনতার মধ্যে। যদিও উদ্বেগের কোনও কারণ নেই বলেই জানা গিয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে এসেছে। বহুতলে আগুন ছড়িয়ে পড়ার কয়েক মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়।

জানা গিয়েছে, দুবাই স্টেডিয়ামে ঢোকার মুখে একটি অস্থায়ী অফিস তৈরি করা হয়েছে। ভারত বনাম আফগানিস্তান ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে সেখানেই আগুন ছড়িয়ে পড়ে। যদিও কর্তৃপক্ষের তৎপরতায় কয়েক মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়। এই দুর্ঘটনার জন্য সম্প্রচারকারী সংস্থার কাজে বিঘ্ন ঘটেনি। এশিয়া কাপে ভারত সবকটি ম্যাচ খেলেছে এই দুবাই স্টেডিয়ামে। আজ রশিদ খানদের বিরুদ্ধে সুপার ফোর স্টেজের শেষ ম্যাচ। হার-জিত নির্ণয় করবে প্রতিযোগিতার তৃতীয় ও চতুর্থ স্থানাধিকারী দলকে। প্রতিযোগিতার ফাইনাল খেলা হবে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে। গতকাল শারজায় আফগানিস্তানকে শেষ ওভারের থ্রিলার ম্যাচে হারিয়ে ফাইনালে পা রাখে পাকিস্তান। ভারতকে সুপার ৪ স্টেজে হারানো শ্রীলঙ্কাও এশিয়া কাপ জয়ের জোর দাবিদার। ১১ সেপ্টেম্বর দুবাই স্টেডিয়ামে খেলা হবে ম্যাচটি।

সুপার ফোর স্টেজে পাকিস্তানের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরে গিয়ে টুর্নামেন্ট থেকে কার্যত বিদায়ের ঘণ্টা বেজে গিয়েছিল ভারতের। আফগানিস্তানকে হারিয়ে ভারতকে টুর্নামেন্ট থেকেই ছিটকে দেয় পাকিস্তান। এশিয়া কাপ জয়ের সুযোগ খুইয়েছে আগেই। রোহিত শর্মার দল অন্তত শেষ ম্যাচটা জিতে টুর্নামেন্ট শেষ করতে চাইছে।