Cricket: টানা পাঁচ বলে পাঁচ উইকেট! বিশ্বরেকর্ড গড়লেন আয়ার্ল্যান্ডের পেসার

Cricket Unique Record: আন্তর্জাতিক ক্রিকেটে এমন রেকর্ড এখনও অবধি নেই। এমনকি পেশাদার ক্রিকেটেও এই রেকর্ডের খোঁজ মেলা কঠিন। সেই কীর্তিই করে দেখালেন আয়ার্ল্যান্ডের পেসার কার্টিস ক্যাম্ফার।

Cricket: টানা পাঁচ বলে পাঁচ উইকেট! বিশ্বরেকর্ড গড়লেন আয়ার্ল্যান্ডের পেসার
Image Credit source: X

Jul 11, 2025 | 2:37 AM

ক্রিকেটে হ্যাটট্রিক নতুন নয়। এমনকি টানা চার বলে হ্যাটট্রিক বা যেটা ডাবল হ্যাটট্রিক বলা হয়ে থাকে, সেটাও হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটেও লাসিথ মালিঙ্গা, কার্টিস ক্যাম্ফারেরও সেই রেকর্ড রয়েছে। কিন্তু টানা পাঁচ বলে পাঁচ উইকেট! আন্তর্জাতিক ক্রিকেটে এমন রেকর্ড এখনও অবধি নেই। এমনকি পেশাদার ক্রিকেটেও এই রেকর্ডের খোঁজ মেলা কঠিন। সেই কীর্তিই করে দেখালেন আয়ার্ল্যান্ডের পেসার কার্টিস ক্যাম্ফার। টানা পাঁচ বলে পাঁচ উইকেট!

পেশাদার ক্রিকেটে প্রথম। আয়ার্ল্য়ান্ডের পেস বোলিং অলরাউন্ডার নিলেন টানা পাঁচ বলে পাঁচ উইকেট। আয়ার্ল্যান্ডের টি-টোয়েন্টি টুর্নামেন্টে মুনস্টার রেডস টিমের হয়ে নর্থ-ওয়েস্ট ওয়ারিয়র্সের বিরুদ্ধে এই কীর্তি কার্টিস ক্যাম্ফারের। সব মিলিয়ে মাত্র ২.৩ ওভারে ১৬ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। এর মধ্যে পাঁচটি উইকেটই টানা পাঁচ বলেই।

মুনস্টার রেডসের দেওয়া ১৮৯ রান তাড়ায় নর্থ-ওয়েস্ট টিম একটা সময় ৮৭-৫ স্কোরে ছিল। এরপরই কার্টিসের কামাল। টানা পাঁচ বলে পাঁচ উইকেট। ৮৮ রানেই অলআউট নর্থ-ওয়েস্ট।