India vs England: ১২ বছরে প্রথম বার যে জুটিকে ছাড়া টেস্ট ম্যাচ খেলতে চলেছে টিম ইন্ডিয়া…

Feb 01, 2024 | 5:00 PM

IND vs ENG, 2nd Test: ২৮ রানে বেন স্টোকসের ইংল্যান্ডের কাছে হায়দরাবাদ টেস্টে হেরেছিলেন রোহিত শর্মারা। এ বার ভারতীয় দলের লক্ষ্য দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা ফেরানো। তাতে অবশ্য আগে থেকেই বাধাপ্রাপ্ত হয়েছে রোহিত অ্যান্ড কোং। চোটের কারণে দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়েছেন রবীন্দ্র জাডেজা এবং লোকেশ রাহুল।

India vs England: ১২ বছরে প্রথম বার যে জুটিকে ছাড়া টেস্ট ম্যাচ খেলতে চলেছে টিম ইন্ডিয়া...
India vs England: ১২ বছরে প্রথম বার যে জুটিকে ছাড়া টেস্ট ম্যাচ খেলতে চলেছে টিম ইন্ডিয়া...
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: ঘরের মাঠে ইংল্যান্ডের (England) বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজে ফেভারিট ছিল টিম ইন্ডিয়া (Team India)। কিন্তু হায়দরাবাদ টেস্টে যে ভাবে হেরেছে ভারত, তাতে আর দ্বিতীয় টেস্টের আগে এমনটা বলা যাচ্ছে না। ক্রিকেট মহলে কান পাতলেও তেমনটা শোনা যাচ্ছে না। অবশ্য একটা বিষয় নিশ্চিত যে, যাই হোক না কেন, বিশাখাপত্তনমে সিরিজে সমতা ফেরাতে মরিয়া রোহিত অ্যান্ড কোং। এর মাঝে ক্রিকেট মহলে একটা জিনিস নিয়ে জোর আলোচনা চলছে। আসলে গত ১২ বছরে যা কখনও ঘটেনি, টিম ইন্ডিয়ার সঙ্গে সেটাই ঘটতে চলেছে বিশাখাপত্তনমে। জানেন ভারতীয় দলের সঙ্গে কী ঘটবে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে? বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

২৮ রানে বেন স্টোকসের ইংল্যান্ডের কাছে হায়দরাবাদ টেস্টে হেরেছিলেন রোহিত শর্মারা। এ বার ভারতীয় দলের লক্ষ্য দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা ফেরানো। তাতে অবশ্য আগে থেকেই বাধাপ্রাপ্ত হয়েছে রোহিত অ্যান্ড কোং। চোটের কারণে দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়েছেন রবীন্দ্র জাডেজা এবং লোকেশ রাহুল। তারই মাঝে বোর্ড সূত্র মারফত জানা গিয়েছে, তৃতীয় টেস্টের আগে হয়তো টিমের সঙ্গে যোগ দেবেন লোকেশ রাহুল। কিন্তু জাডেজার হয়তো পুরো সিরিজে আর টিমে ফেরা হবে না। এই পরিস্থিতিতে বিশাখাপত্তনমে সিরিজে সমতা ফেরানো টিম ইন্ডিয়ার জন্য বড় চ্যালেঞ্জ হতে চলেছে।

গত ১২ বছরে কখনও ভারতীয় টিম ঘরের মাটিতে বিরাট কোহলি এবং রবীন্দ্র জাডেজাকে ছাড়া টেস্ট ম্যাচে খেলতে নামেনি। আগামিকাল সেটাই হতে চলেছে। একদিকে জাডেজা চোটে নেই ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে আর বিরাট কোহলি ব্যক্তিগত কারণে জো রুটদের বিরুদ্ধে প্রথম দুটো টেস্টে খেলছেন না। দেশের মাটিতে টেস্ট সিরিজে টিম ইন্ডিয়ার হয়ে গত ১২ বছর প্রতিটি ম্যাচ খেলেছেন বিরাট ও জাডেজা। এর আগে ২০১১ সালের নভেম্বরে শেষ বার ভারতীয় দল বিরাট ও জাডেজাকে ছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলতে মাঠে নেমেছিল।

Next Article