Peter Philpott: প্রয়াত অজি অলরাউন্ডার পিটার ফিলপট

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 31, 2021 | 5:31 PM

অ্যালান ডেভিডসন ও অ্যাশলে ম্যালেটের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই আরও এক মৃত্যু সংবাদ পেল সিএ।

Peter Philpott: প্রয়াত অজি অলরাউন্ডার পিটার ফিলপট
Peter Philpott: প্রয়াত অজি অলরাউন্ডার পিটার ফিলপট (ছবি-ক্রিকেট অস্ট্রেলিয়া টুইটার)

Follow Us

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভোগার পর, ৮৬ বছর বয়সে প্রয়াত হলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার পিটার ফিলপট (Peter Philpott)। আজ, রবিবার এক বিবৃতিতে এই খবর জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (Cricket Australia)। তিন দিনে তিন প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটারকে হারিয়ে ফেলল অস্ট্রেলিয়া। স্বাভাবিক ভাবেই অজি ক্রিকেট রীতিমতো শোকস্তব্ধ। অ্যালান ডেভিডসন ও অ্যাশলে ম্যালেটের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই আরও এক মৃত্যু সংবাদ পেল সিএ। ১৯৬৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অজিদের হয়ে ফিলপটের অভিষেক হয়। ওই সিরিজে ১৮টি উইকেট নিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন ফিলপট। ১৯৬৫ সালে ব্রিসবেনে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজের প্রথম ম্যাচে ৫ উইকেট নিয়েছিলেন ফিলপট। দেড় বছরেরও কম সময়ের মধ্যে ৮টি টেস্টে খেলেছেন।

অবসরের পর ফিলপট মাত্র ৩১ বছর বয়সেই কোচ হিসেবে কাজ শুরু করেছিলেন। তিনি নিউ সাউথ ওয়েলস, দক্ষিণ অস্ট্রেলিয়া, ইয়র্কশায়ার, সারে, ম্যানলি, মোসমান এবং শ্রীলঙ্কা সহ বিশ্বের বিভিন্ন ক্লাব, রাজ্য এবং দেশের কোচ হিসাবে প্রভাব বিস্তার করেছিলেন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যানরিচার্ড ফ্রিউডেনস্টাইন (Richard Freudenstein) সিএ-র এক বিবৃতিতে বলেছেন, “পিটার ফিলপট শুধু একজন বিস্ময়কর ক্রিকেটারই ছিলেন না, তিনি এমন একজন মানুষ ছিলেন যার নৈপুণ্যের জন্য এবং ক্রিকেট খেলার জন্য বিরল উৎসাহ ছিল। শিক্ষক এবং কোচ হিসেবে, পিটার বিশ্বব্যাপী তাঁর জ্ঞান ভাগ করে নেওয়ার উদারতা দেখাতেন এবং অগণিত ক্রিকেটারের কেরিয়ার তৈরিতেই তিনি সাহয্য করেছিলেন। আমরা পিটারের পরিবার এবং বন্ধুদের প্রতি গভীর সহানুভূতি জানাই।”

ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর শুক্রবার ৭৬ বছর বয়সে মারা গিয়েছেন টেস্ট ক্রিকেটে অজিদের সব থেকে সফল অফ-স্পিনার অ্যাশলে ম্যালেট (Ashley Mallet)। তাঁর মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই (শনিবার) এক টেস্ট ম্যাচে ১০০ রান এবং ১০টি উইকেট নেওয়া প্রথম প্লেয়ার অ্যালান ডেভিডসনও (Alan Davidson) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আর তারপর আজ প্রয়াত হলেন পিটার ফিলপট। প্রাক্তন তিন অজি ক্রিকেটারের মৃত্যুতে শোকস্তব্ধ অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের বিবৃতিতে জানিয়েছে, “পিটার ফিলপট, অ্যালান ডেভিডসন ও অ্যাশলে ম্যালেটের মৃত্যু অস্ট্রেলিয়ান ক্রিকেটের জন্য অত্যন্ত শোকের কয়েকটা দিন।”

আরও পড়ুন: Afghanistan vs Namibia Live Score, T20 World Cup 2021: শুরুতেই ওপেনার উইলিয়ামসের উইকেট হারাল নামিবিয়া

আরও পড়ুন: অজি ক্রিকেটে জোড়া নক্ষত্রপতন, প্রয়াত অ্যালান ডেভিডসন ও অ্যাশলে ম্যালেট

Next Article