Tamim Iqbal Medical Update: বাড়ি ফিরলেন তামিম… এখন কেমন তাঁর শারীরিক অবস্থা?
Bangladesh Cricket: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ঘরোয়া ক্রিকেটে এখনও প্রাক্তন নন। গত সোমবার ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তামিম। মহমেডান স্পোর্টিংয়ের হয়ে শাইনপুকুরের বিপক্ষে ফিল্ডিং করতে নেমেই অসুস্থ বোধ করেন ক্যাপ্টেন।

কলকাতা: মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেন বাংলাদেশের তারকা প্লেয়ার তামিম ইকবাল। আজ ছাড়া পেলেন হাসপাতাল থেকে। কিন্তু তাঁর মাঠে ফেরা এখন বিশবাঁও জলে। একদিন যিনি সাধারন মানুষের হার্টের চিকিৎসার জন্য অর্থের যোগান দিতেন, আজ সেই তিনিই ম্যাসিভ হার্ট অ্যাটাকের কবলে পড়ে শয্যাশায়ী। বাংলাদেশ ক্রিকেটে তামিম কিংবদন্তি। তিন ফর্ম্য়াটেই দেশের হয়ে খেলেছেন। সে দেশের অন্যতম সফল ক্রিকেটার। তামিম বাড়ি ফিরলেও পুরো সুস্থ হতে সময় লাগবে।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ঘরোয়া ক্রিকেটে এখনও প্রাক্তন নন। গত সোমবার ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তামিম। মহমেডান স্পোর্টিংয়ের হয়ে শাইনপুকুরের বিপক্ষে ফিল্ডিং করতে নেমেই অসুস্থ বোধ করেন ক্যাপ্টেন। মাঠেই তাঁর প্রাথমিক চিকিৎসার করা হয়। পরে তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেই হাসপাতালে ইসিজি করানোর পরে তাঁকে রাজধানী ঢাকা নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তাঁর যা শারীরিক অবস্থা ছিল, সেই মুহূর্তে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে যাওয়া সম্ভব ছিল না। পরে একটু সুস্থ হতে ওই স্থানীয় হাসপাতাল থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
তামিম বাংলাদেশের দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছেন বরাবর। যাঁদের হার্টে রিং পরানো জরুরি, তাঁদের অর্থ দিয়ে সাহায্য করতেন। সেই তামিমেরই হার্টে রিং পরাতে হয়েছে। রিং পরানোর পরে ডাক্তাররা জানিয়েছিলেন যে তাঁকে ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে থাকতে হবে। তামিমের পরিবার থেকে জানানো হয়েছিল, উন্নত চিকিৎসার জন্য তাঁকে ব্যাঙ্কক কিংবা সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে।
আজ শুক্রবার দুপুরে তাঁর পরিবার তামিমকে ঢাকার চিকিৎসাকেন্দ্র থেকে বাড়িতে নিয়ে যান। চিকিৎসকেরা জানিয়েছেন, স্বাভাবিক জীবনে ফিরতে অন্তত তিন মাস সময় লাগবে তামিমের। বাড়িতে তাঁকে থাকতে হবে করা বিধিনিষেধের মধ্যে। মাঠে কবে ফিরতে পারবেন তামিম? জাতীয় টিম থেকে অবসর নিয়েছেন আগেই। সেই তামিমকে আবার কখনও বাইশ গজে দেখা যাবে কি না, তা নিয়ে থাকছে বড়সড় প্রশ্নচিহ্ন।





