AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ICC ODI World Cup:ভারতের বিরুদ্ধে হারের পর, বাবর আজমের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার দাবি শোয়েব মালিকের

Shoaib Malik On Babar Azam: বিশ্বকাপের মঞ্চে ভারতের বিরুদ্ধে এমন লজ্জাজনক হার এখনও হজম করতে পারেনি পাকিস্তান। দলের পরিকল্পনা, খেলার ধরন প্রশ্ন উঠছে সব নিয়েই। এ বার বাবর আজমের অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন তুলে বসলেন শোয়েব। সম্প্রতি এক সাক্ষাৎকারে শোয়েব বলেন, "আমি এর আগেও বলেছি, আবারও বলছি বাবরের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো উচিত।

ICC ODI World Cup:ভারতের বিরুদ্ধে হারের পর, বাবর আজমের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার দাবি শোয়েব মালিকের
বাবর আজম ও শোয়েব মালিক
| Edited By: | Updated on: Nov 15, 2023 | 11:53 AM
Share

নয়াদিল্লি: ভারতের বিরুদ্ধে আরও একটি হার। রোহিত শর্মাদের বিপক্ষে ৭-০-এর রেকর্ডে আর ভাঙা হল না পাকিস্তানের। শনিবার অর্থাৎ ১৪ অক্টোবর বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচের সাক্ষী ছিল ক্রিকেট  বিশ্ব। শুরুটা ভালো হলেও ১৯১ রানে অলআউট পাকিস্তান। আর এমন হতাশাজনক পারফরম্যান্সের জন্য বাবর আজমকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন প্রাক্তন পাক অধিনয়াক শোয়েব মালিক। বাবরের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো উচিত বলে দাবী তোলেন শোয়েব। এ প্রসঙ্গে আর কী বলছেন তিনি? TV9 Bangla Sports-এর প্রতিবেদনে বিস্তারিত।

বিশ্বকাপের মঞ্চে ভারতের বিরুদ্ধে এমন লজ্জাজনক হার এখনও হজম করতে পারেনি পাকিস্তান। দলের পরিকল্পনা, খেলার ধরন প্রশ্ন উঠছে সব নিয়েই। এ বার বাবর আজমের অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন তুলে বসলেন প্রাক্তন পাক অধিনায়ক শোয়েব মালিক। সম্প্রতি এক সাক্ষাৎকারে শোয়েব বলেন, “আমি এর আগেও বলেছি, আবারও বলছি বাবরের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো উচিত। অবশ্যই এটা আমার ব্যক্তিগত মতামত।” শুধু ভারতের কাছে দল হেরেছে বলেই নয়, এত বড় ব্যবধানে পরাজয়টাই ভাবাচ্ছে প্রাক্তন অধিনায়ককে। শোয়েবের মতে, বাবর একজন প্লেয়ার হিসেবে অনেক ভালো পারফর্ম করতে পারেন, কিন্তু দলকে সঠিক পথ দেখাতে তিনি ব্যর্থ।

এখানেই থেমে থাকেননি শোয়েব। আরও বলেন,”বাবর ছকের বাইরে বেরিয়ে কিছু ভাবতে পারে না। আমি যখন ক্য়াপ্টেন ছিলাম অনেক কিছু নিয়ে হোমওয়ার্ক করতাম, ভাবতাম তবে সিদ্ধান্ত নিতাম। ও অনেকদিন ধরে দলকে নেতৃত্ব দিচ্ছে ঠিকই, কিন্তু কোনও উন্নতি নেই।” শোয়েবের মতে, দলকে নিয়ে আরও ভাবা উচিত বাবরের। দরকার হলে দলের সঙ্গে আলোচনা করে সঠিক পথ বের করতে হবে। সবশেষে দলকে সাহস জোগাতেও ভোলেননি প্রাক্তন অধিনায়ক। “এখনও টুর্নামেন্ট শেষ হয়ে যায়নি। এখনও অনেকগুলো ম্যাচ বাকি রয়েছে। নিজেদের আরও শক্তিশালী করে এগিয়ে যেতে হবে” যোগ করেন শেষে।