AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ravi Shastri : টানা ১০ ম্যাচও খেলেননি, সেই ক্রিকেটারের সঙ্গে রোহিতের তুলনা শাস্ত্রীর!

ওডিআই বিশ্বকাপ দলে উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থের বিকল্প হিসেবে কাকে তুলে ধরলেন রবি শাস্ত্রী?

Ravi Shastri : টানা ১০ ম্যাচও খেলেননি, সেই ক্রিকেটারের সঙ্গে রোহিতের তুলনা শাস্ত্রীর!
Image Credit: Twitter
| Edited By: | Updated on: Jun 25, 2023 | 10:42 AM
Share

কলকাতা: ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট ও ওডিআই সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। দুটি সিরিজেই কিছু নতুন মুখ সুযোগ পেয়েছেন। কয়েকজনের প্রত্যাবর্তন দেখা গিয়েছে। তাঁদের মধ্যে একজন সঞ্জু স্যামসন। গতবছর নভেম্বর মাসে শেষবার জাতীয় দলের জার্সি গায়ে চড়িয়েছিলেন সঞ্জু। ছয়মাস পর ফের একবার ওডিআই সিরিজের জন্য ডাক পেলেন। জাতীয় দলে সঞ্জু স্যামসন কোনওদিনই নিয়মিত নন। যে কারণে জাতীয় দলের হয়ে টানা দশটি ম্যাচও খেলা হয়নি তাঁর। উইকেটকিপার ব্যাটার সঞ্জু স্যামসন যে ম্যা উইনার তাতে সন্দেহ নেই। জাতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী সঞ্জুর হয়ে কথা বলতে গিয়ে ক্যাপ্টেন রোহিত শর্মার সঙ্গে তুলনা করে বসলেন। কী বললেন শাস্ত্রী? বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

প্রাক্তন কোচ বলেছেন, “সঞ্জু স্যামসন এমন একজন ক্রিকেটার যিনি ম্যাচ জেতানোর মতো ক্ষমতা রাখেন। নিজের ক্ষমতা সম্পর্কে এখনও অবগত নন তিনি। স্যামসন যে ধরনের ক্রিকেটার তাতে কেরিয়ারের শেষটা যদি একজন মহান ক্রিকেটার হিসেবে না করতে পারেন তাহলে আমি হতাশ হব।” এরপর রোহিত শর্মার সঙ্গে তুলনা টেনে বসেন শাস্ত্রী। বলেছেন, “যদি রোহিত শর্মা টেস্ট টিমে ওপেনার হিসেবে নিয়মিত না সুযোগ পান তাহলে একজন কোচ হিসেবে আমি অবশ্যই হতাশ হব। ঠিক তেমনই অনুভূতি হয় সঞ্জ স্যামসনের জন্য। সঞ্জুর মতো ক্রিকেটার জাতীয় দলে সুযোগ না পেলে হতাশ হতেই হয়।”

পন্থের বিকল্প হতে পারবেন সঞ্জু?

ওডিআই বিশ্বকাপের আগে সঞ্জু স্যামসনের সামনে দলে জায়গা পাকা করে নেওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। ঋষভ পন্থের সম্পূর্ণ সুস্থ হতে এখনও অনেকটা সময় বাকি। ধরে নেওয়াই যায় তিনি দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপ খেলতে পারবেন না। লোকেশ রাহুলও পুরোপুরি ফিট নন। চোটের কবলে পড়ার আগে তিনি ফর্মেও ছিলেন না। এই সুযোগে ওয়েস্ট ইন্ডিজ সফরে ভালো পারফর্ম করতে পারলে বিশ্বকাপ দলে পন্থের বিকল্প হিসেবে সঞ্জু স্যামসনকে নিয়ে ভাবতে পারেন নির্বাচকরা।

GHORER BIOSCOPE COUNTDOWN