IPL 2023: আইপিএলের সেরা আবিষ্কার কাকে বাছলেন প্রাক্তনীরা?

IPL 2023 Final, CSK vs GT : বীরেন্দ্র সেওয়াগের চোখেও আইপিএলের সেরা আবিষ্কার রিঙ্কু। কলকাতা নাইট রাইডার্সের টপ স্কোরার বাঁ-হাতি ব্যাটার। ১৪ ম্যাচে ৪৭৪ রান করেছেন। ব্যাটিং গড় ৫৯.২৫।

IPL 2023: আইপিএলের সেরা আবিষ্কার কাকে বাছলেন প্রাক্তনীরা?
Image Credit source: IPL
Follow Us:
| Edited By: | Updated on: May 28, 2023 | 6:08 PM

কলকাতা: প্রত্যেক আইপিএলই নতুন তারার জন্ম দেয়। প্রত্যেক আইপিএলেই খুঁজে পাওয়া যায় এক একটি রত্ন। এ বছরের আইপিএলেও বেশ কিছু নতুন তারা উঠে এসেছে। ভবিষ্যতের উজ্জ্বল মুখ হওয়ার অন্যতম দাবিদার হয়ে উঠতে পারেন তাঁরা। রিঙ্কু সিং, যশস্বী জয়সওয়াল, নেহাল ওয়াদেরা, তিলক ভার্মা, আকাশ মাধওয়ালরা এই আইপিএলের আবিষ্কার। এঁদের কেউই অবশ্য ফাইনালে ওঠেনি। যে ভাবে তাঁরা নিজেদের মেলে ধরেছেন, আগামী দিনে জাতীয় দলের সম্পদ হয়ে উঠতেই পারেন। রিঙ্কু, যশস্বীরা রীতিমতো ভাবনায় ফেলে দিয়েছেন নির্বাচকদের। আইপিএল ভারতীয় ক্রিকেটের সাপ্লাই লাইনও বটে। ক্রিকেট বিশ্বের অন্যতম জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ। আর এই আসরে পারফর্ম করলে তবেই সবার দৃষ্টিতে আসা যায়। ভারতের প্রাক্তন কোচ লালচাঁদ রাজপুত বেছে নিলেন এই আইপিএলের সেরা আবিষ্কারকে। ২০০৭ সালে উদ্বোধনী টি-টোয়েন্টি বিশ্বকাপেই চ্যাম্পিয়ন হয়েছিল টিম ইন্ডিয়া। সেই দলের ম্যানেজার ছিলেন লালচাঁদ রাজপুত। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রিঙ্কু সিংকেই এই আইপিএলের সেরা আবিষ্কার হিসেবে বেছে নেন লালচাঁদ রাজপুত। তিনি বলেন, ‘রিঙ্কুর পারফরম্যান্সে আমি মুগ্ধ। ওকেই আমি সেরা ফিনিশার হিসেবে দেখছি। এ বারের আইপিএলে অনেকেই উঠে এসেছে। অনেকের নাম হয়তো মনেও থাকবে না। তবে রিঙ্কুর কথা কখনও ভোলার নয়। শেষ ওভারে ৫ বলে ৫ ছক্কা মেরে ম্যাচ জিতিয়েছে। অবিশ্বাস্য। শুধু ওই ম্যাচের জন্যই নয়, অন্যান্য ম্যাচেও বেশ ভালো পারফর্ম করে রিঙ্কু।’

বিশ্লেষণ করতে গিয়ে রাজপুত বলেন, ‘এই মুহূর্তে ভারতীয় দলে একজন দক্ষ ফিনিশারের অভাব রয়েছে। মিডল অর্ডারে এমন একজন ফিনিশার প্রয়োজন, যে ম্যাচ জেতাতে পারে। রিঙ্কুর মধ্যে সেই গুন রয়েছে। আইপিএলে সেটা প্রমাণ করেছে। ওর হাল না ছাড়া মনোভাবই প্লাস পয়েন্ট। যে কোনও ম্যাচই ও শেষ পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। ও দেখিয়েছে, একাও ম্যাচ জেতানো যায়। হারার আগেই হেরে যায় না। হৃদয় দিয়ে খেলে। ওর শট নির্বাচনও বেশ প্রশংসনীয়। অকারণে বাজে শট খেলে না।’

শুধু লালচাঁদ রাজপুত নন, পার্থিব প্যাটেলের চোখেও আইপিএলের সেরা ফিনিশার রিঙ্কু সিং। এমনকি বীরেন্দ্র সেওয়াগের চোখেও আইপিএলের সেরা আবিষ্কার রিঙ্কু। কলকাতা নাইট রাইডার্সের টপ স্কোরার বাঁ-হাতি ব্যাটার। ১৪ ম্যাচে ৪৭৪ রান করেছেন। ব্যাটিং গড় ৫৯.২৫।