Praveen Kumar Car Accident: গাড়ি দুর্ঘটনার কবলে ভারতের প্রাক্তন ক্রিকেটার প্রবীণ কুমার

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 05, 2023 | 10:57 AM

Praveen Kumar: ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার প্রবীণ কুমার মঙ্গলবার রাতে এক গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন। দুর্ঘটনার সময় সেই গাড়িতে প্রবীণের সঙ্গে তাঁর ছেলেও ছিল।

Praveen Kumar Car Accident: গাড়ি দুর্ঘটনার কবলে ভারতের প্রাক্তন ক্রিকেটার প্রবীণ কুমার
Praveen Kumar Car Accident: গাড়ি দুর্ঘটনার কবলে ভারতের প্রাক্তন ক্রিকেটার প্রবীণ কুমার
Image Credit source: Twitter

Follow Us

মিরাট: ভারতের তরুণ উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থের গাড়ি দুর্ঘটনার (Car Accident) স্মৃতি এখনও টাটকা। পন্থের ওই দুর্ঘটনা ঘটেছিল গত বছরের ৩০ ডিসেম্বর। মৃত্যুমুখ থেকে ফিরে এসেছেন পন্থ। তিনি এখন সুস্থতার পথে। এ বার এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন ভারতের প্রাক্তন ক্রিকেটার প্রবীণ কুমার (Praveen Kumar)। মঙ্গলবার, ৪ জুলাই রাত ১০টা নাগাদ মিরাটে তাঁর ল্যান্ড রোভার গাড়িটিতে ধাক্কা দেয় একটি গাড়ি। দুর্ঘটনার সময় সেই গাড়িতে প্রবীণ একা ছিলেন না। সেই সময় প্রবীণের সঙ্গে তাঁর ছেলেও ছিল। দু’জনই এই দুর্ঘটনায় অল্পের জন্য বেঁচে গিয়েছেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার প্রবীণ কুমার পাণ্ডব নগর থেকে মঙ্গলবার রাতে বাড়ি ফিরছিলেন। মিরাটের বাগপত রোডের মুলতান নগরে তাঁর বাড়ি। ৪ জুলাই রাত ১০টা নাগাদ কমিশনারের বাসভবনের সামনে তাঁর গাড়ি দুর্ঘটনা ঘটে। দ্রুতগতিতে প্রবীণের ল্যান্ড রোভারে ধাক্কা দেয় একটি গাড়ি। এই দুর্ঘটনায় যদিও প্রবীণ ও তাঁর ছেলের কোনও ক্ষতি হয়নি। কিন্তু তাঁর গাড়িটির অনেকটা ক্ষতি হয়েছে।

দুর্ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে সেখানে স্থানীয়দের ভিড় জড়ো হয়ে যায়। তাঁরাই ওই গাড়িটির চালককে ধরে ফেলেন। প্রবীণ কুমারের গাড়ি দুর্ঘটনার খবর জানতে পেরে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় সিভিল লাইন থানার পুলিশ। এবং সেই গাড়ির চালককে গ্রেফতার করে পুলিশ। এসপি সিটি পীয়ুষ কুমার জানান, ওই গাড়িটির চালককে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। এবং ঘটনাস্থল থেকে প্রবীণ ও তাঁর ছেলে নিরাপদে বাড়ি পৌঁছে গিয়েছেন।

উল্লেখ্য, প্রবীণ কুমার ভারতের জার্সিতে তিন ফর্ম্যাটেই খেলেছেন। টিম ইন্ডিয়ার হয়ে ৬টি টেস্টে তিনি নিয়েছেন ২৭টি উইকেট এবং ব্যাট হাতে করেছেন ১৪৯ রান। ৬৮টি ওডিআই এবং ১০টি টি-২০ ম্যাচে তিনি যথাক্রমে নিয়েছে ৭৭টি ও ৮টি উইকেট। এবং এই দুই ফর্ম্যাটে তাঁর ব্যাট থেকে এসেছে ২৯২ ও ৭ রান।

Next Article