Hardik Pandya: হার্দিক কি আইপিএলে খেলতে পারবেন না? আশঙ্কার বাণী শোনালেন প্রাক্তন কেকেআর কর্তা

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Nov 30, 2023 | 9:00 AM

Hardik Pandya Latest Updates: হার্দিক নীতা আম্বানির দলে ফিরতেই ভক্তমহলে উন্মাদনার শেষ নেই। তবে সব উন্মাদনায় জল ঢেলে দিতে পারে আইপিএলের ‘ট্রেডিং অ্যান্ড অপারেশন’ নিয়ম। এমনটাই মনে করছেন প্রাক্তন কেকেআর কর্তা জয় ভট্টাচার্য। এই প্রসঙ্গে জয় বলছেন, "এভাবে দল বদল করাটা প্রতিযোগিতার জন্য একেবারেই ভালো নয়। ২০১০ সালে এই একই কারণে নির্বাসিত হতে হয়েছিল রবীন্দ্র জাডেজাকে।রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে চায় না জানিয়েছিল ও। কিন্তু নিয়ম অমান্য করা যাবে না জানিয়ে দেয় বোর্ড। ফলে জাডেজাকে সে বার খেলতে দেওয়া হয়নি।

Hardik Pandya: হার্দিক কি আইপিএলে খেলতে পারবেন না? আশঙ্কার বাণী শোনালেন প্রাক্তন কেকেআর কর্তা
হার্দিক পান্ডিয়া
Image Credit source: ছবি: X

Follow Us

নয়াদিল্লি: গুঞ্জন ছিলই। তবে সব জল্পবার অবসান হয়েছে। গুজরাট টাইটান্স (Gujarat Titans) ছেড়ে নিজের ঘর মুম্বই ইন্ডিয়ান্সের দিকে পা বাড়িয়েছেন ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। হার্দিকের দল বদলি কার্যত আলোড়নন ফেলেছে ক্রিকেট মহলে। ঘরে ফিরে আবেগে ভাসছেন হার্দিকও। কিন্তু আদৌ কি তিনি মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে খেলতে পারবেন? নিয়ম কিন্তু ১৩ বছর আগে রবীন্দ্র জাডেজার নির্বাসনকে মনে করিয়ে দিচ্ছে। এ বার হার্দিকের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কার কথা শোনালেন কেকেআরের প্রাক্তন ডিরেক্টর জয় ভট্টাচার্য। এই প্রসঙ্গে কী বলছেন তিনি? বিস্তারিত TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

হার্দিক নীতা আম্বানির দলে ফিরতেই ভক্তমহলে উন্মাদনার শেষ নেই। তবে সব উন্মাদনায় জল ঢেলে দিতে পারে আইপিএলের ‘ট্রেডিং অ্যান্ড অপারেশন’ নিয়ম। এমনটাই মনে করছেন প্রাক্তন কেকেআর কর্তা জয় ভট্টাচার্য। এই প্রসঙ্গে জয় বলছেন, “এভাবে দল বদল করাটা প্রতিযোগিতার জন্য একেবারেই ভালো নয়। ২০১০ সালে এই একই কারণে নির্বাসিত হতে হয়েছিল রবীন্দ্র জাডেজাকে।রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে চায় না জানিয়েছিল ও। কিন্তু নিয়ম অমান্য করা যাবে না জানিয়ে দেয় বোর্ড। ফলে জাডেজাকে সে বার খেলতে দেওয়া হয়নি। ” কথায়-কথায় হার্দিককে বিঁধতে ছাড়েননি জয়। শেষে যোগ করেন, “নিলামে এক দলে যোগ দিয়ে, কেন সেই দলের হয়ে খেলতে অস্বীকার করবে? এই প্রবণতা কি সমর্থনযোগ্য? এই ধরনের ঘটনা খেলায় বাজে প্রভাব ফেলতে পারে।”

 

নিয়মের কোন জাঁতাকলে ফাঁসতে পারেন হার্দিক?

আইপিএলের ‘ট্রেডিং অ্যান্ড অপারেশন’ নিয়ম অনুযায়ী, চুক্তি ভেঙে কোনও ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজি পরিবর্তন করতে পারবেন না। নিলাম থেকে কেনা ক্রিকেটারের সঙ্গে ফ্র্যাঞ্চাইজিগুলোর তিন বছরের চুক্তি হয়। শুরু থেকেই এই নিয়মই চল আসছে। কোনও ক্রিকেটার যদি এই নিয়ম ভঙ্গ করেন তাহলে হতে পারে শাস্তিও। যদিও হার্দিকের দলবদলের ক্ষেত্রে কোনও রকম আপত্তি প্রকাশ করেনি বিসিসিআই।

Next Article