Faf du Plessis: অবসর ভেঙে কুড়ি-বিশের বিশ্বকাপে প্রোটিয়া জার্সিতে ফিরবেন ফাফ ডু’প্লেসি?

প্রাক্তনের তকমা ঘুচিয়ে আবার জাতীয় দলের হয়ে ফিরে আসা ক্রিকেটারদের তালিকায় নবতম সংযোজন হতে পারেন প্রোটিয়া তারকা ফাফ ডু'প্লেসি (Faf du Plessis)। বর্তমানে ডু'প্লেসি আবু ধাবিতে রয়েছেন। সেখান থেকেই দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা ক্রিকেটারের সঙ্গে প্রোটিয়াদের কোচ রব ওয়াল্টারের কথা হয়েছে। প্রোটিয়া কোচই জানিয়েছেন, জাতীয় দলে এখনও ডু'প্লেসির জন্য় দরজা খোলা রয়েছে।

Faf du Plessis: অবসর ভেঙে কুড়ি-বিশের বিশ্বকাপে প্রোটিয়া জার্সিতে ফিরবেন ফাফ ডুপ্লেসি?
Faf du Plessis: অবসর ভেঙে কুড়ি-বিশের বিশ্বকাপে প্রোটিয়া জার্সিতে ফিরবেন ফাফ ডু'প্লেসি?Image Credit source: ICC

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 06, 2023 | 5:54 PM

নয়াদিল্লি: অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে (International Cricket) আবার ফেরার ঘটনা নতুন নয়। তেমনই প্রাক্তনের তকমা ঘুচিয়ে আবার জাতীয় দলের হয়ে ফিরে আসা ক্রিকেটারদের তালিকায় নবতম সংযোজন হতে পারেন প্রোটিয়া তারকা ফাফ ডু’প্লেসি (Faf du Plessis)। বর্তমানে ডু’প্লেসি আবু ধাবিতে রয়েছেন। সেখান থেকেই দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা ক্রিকেটারের সঙ্গে প্রোটিয়াদের কোচ রব ওয়াল্টারের কথা হয়েছে। প্রোটিয়া কোচই জানিয়েছেন, জাতীয় দলে এখনও ডু’প্লেসির জন্য় দরজা খোলা রয়েছে। তার পর থেকেই ক্রিকেট প্রেমীদের মনে আশা জেগেছে যে আগামী টি-২০ বিশ্বকাপে প্রোটিয়া জার্সিতে ফিরতে পারেন ডু’প্লেসি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

দেশের হয়ে ২০২০ সালের পর আর আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেননি ডু’প্লেসি। ২০১৯ সালের ওডিআই বিশ্বকাপের পর ওডিআই ফর্ম্যাটে আর খেলতে দেখা যায়নি ডু’প্লেসিকে। ২০২১ সালের টেস্টে তিনি শেষবার খেলেছিলেন। ফলে যদি চব্বিশের টি-২০ বিশ্বকাপে খেলেন ডু’প্লেসি, তা হলে বছর তিনেক পর আবার জাতীয় দলের জার্সিতে তাঁকে খেলতে দেখা যাবে।

২০১৪ ও ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা টিমের ক্যাপ্টেন ছিলেন ডু’প্লেসি। আগামী টি-২০ বিশ্বকাপে তাঁকে কোন দায়িত্বে দেখা যাবে, তা নিশ্চিত নয়। প্রোটিয়া তারকা ডু’প্লেসি বলেন, ‘আমি আশা করি এখনও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারি। গত ১-২ বছরে আমাদের এই বিষয়ে আলোচনা হয়েছে। আগামী বছরের টি-২০ বিশ্বকাপের টিমে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা হবে। এই নিয়ে নতুন কোচের সঙ্গে কথা বলেছি।’

দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গে বর্তমানে কোনও চুক্তি নেই ফাফ ডু’প্লেসির। তিনি বছরভর একাধিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে খেলেন। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও নিজেকে ফিট রাখা থেকে কখনও বিরত থাকেননি। ডু’প্লেসির কথায়, বয়স বাড়ার সাথে সাথে শরীরের দিকে বেশি নজর রাখতে হয়। তিনিও সেটাই করেন। আর খেলার প্রতি ভালোবাসা থেকে নিজেকে ফিটও রাখেন। কারণ, ডু’প্লেসি ভালোমতোই জানেন নিজেকে ফিট না রাখতে পারলে চোট-আঘাত শরীরকে কাবু করে ফেলবে। এ বার দেখার তিনি সত্যিই ফের আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় কবে ফেরেন।