AB de Villiers: খোশমেজাজে ডিভিলিয়ার্স

সদ্য ভারতে এসেছেন প্রাক্তন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তারকা তথা দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার এবি ডে ভিলিয়ার্স (AB de Villiers)। প্রথমে বেঙ্গালুরু যান। সেখান থেকে আসেন মুম্বইতে।

AB de Villiers: খোশমেজাজে ডিভিলিয়ার্স
খোশমেজাজে ডিভিলিয়ার্সImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Nov 10, 2022 | 4:35 PM

মুম্বই: সদ্য ভারতে এসেছেন প্রাক্তন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তারকা তথা দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার এবি ডে ভিলিয়ার্স (AB de Villiers)। প্রথমে বেঙ্গালুরু যান। সেখান থেকে আসেন মুম্বইতে। অনুগামীদের সঙ্গে মুম্বইয়ের রাস্তায় ব্যাট হাতে টেনিস বলে সঙ্গে চেনা ‘কভার ড্রাইভ’ খেলতে দেখা যায় পুরনো মিস্টার ৩৬০ ডিগ্রি-কে। তাঁকে দেখতে খুব স্বাভাবিক ভাবেই রাস্তায় ভিড় জমান অনুগামীরা। আর এরপরই মুম্বইয়ে রাস্তার পাশে একটি চায়ের দোকানে চায়ের কাপ হাতে বসে থাকতে দেখা যায় কিংবদন্তি প্রোটিয়া ক্রিকেটারকে। এত বড় মাপের একজন তারকার এ হেন মাটির মানুষ সুলভ আচরণে মুগ্ধ অনুগামীরা। প্রশংসার ঝড় উঠছে সোশ্যাল মিডিয়াতেও। সোশ্যাল মিডিয়াতে তাঁর একজন অনুরাগী লিখছেন ডে ভিলিয়ার্সের থেকে শেখা উচিত, কি ভাবে এত সফল ব্যক্তিত্ব হয়েও মাটির কাছকাছি থাকা যায়। তবে পরে আর এক অনুরাগী সোশ্যাল মিডিয়ায় একটি ফটো পোস্ট করে লেখেন এটি সম্ভবত কোনও বিজ্ঞাপনের শুটিং। সেই তথ্য তুলে ধরল TV9Bangla

ভারত বরাবরই প্রিয় এবির, বহুবার নানা সাক্ষাৎকারে সে কথা জানিয়েছেন। এ বার ভারতে এসেই দেখা করেন সচিন তেন্ডুলকরের সঙ্গে। মাস্টারব্লাস্টারের একটি সাক্ষাৎকারও নেন। সচিনের সঙ্গে কথপোকথন নিয়ে নিজের উত্তেজনা প্রকাশ করে ডে ভিলিয়ার্স সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘সচিন তেন্ডুলকরের সঙ্গে দেখা করতে আমি ভীষণ উত্তেজিত। ও আমার অনুপ্রেরণা। খেলোয়াড় হিসাবে যে ভাবে ও মাঠ এবং মাঠের বাইরে নিজেকে সামলাত, তা এক কথায় অনবদ্য। সচিন অবসর গ্রহণ করলেও, এখনও কিছুই বদলায়নি। এখনও ও লক্ষ লক্ষ ক্রিকেটারের অনুপ্রেরণা এবং আমিও তাদের মধ্যে একজন।’

দক্ষিণ আফ্রিকার হয়ে এবিডি ২২৮টি ওয়ান ডে, ১১৪ টি টেস্ট ও ৭৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। আইপিএলে ১৮৪টি ম্যাচ খেলে পাঁচ হাজারেরও বেশি রান রয়েছে ডিভিলিয়ার্সের দখলে। তবে গত নভেম্বরেই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি। এ বার ভারতে আসার কারণ অবশ্য তাঁর প্রাক্তন আইপিএল ফ্র্যাঞ্চাইজি, রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে বৈঠক। আরসিবিতে আগামী বছর কি নতুন কোনও ভূমিকায় দেখা যাবে এবিডিকে? সে সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে এর মাঝেই খোশমেজাজে কখনও অনুগামীদের সঙ্গে ব্যাট হাতে, কখনও আবার চায়ের কাপ হাতে রাস্তায় দেখা গেল প্রোটিয়া তারকাকে। এমন খোলামেলা এবিডিকে দেখে বেজায় খুশি তাঁর অনুরাগীর দল।