Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ravi Shastri : বিশ্বকাপে চার নম্বর পজিশনের সমাধান বের করলেন শাস্ত্রী

প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর মতে, বিশ্বকাপে ভারতের ব্যাটিং অর্ডারের প্রথম সাতে অন্তত তিন বাঁ হাতি ব্যাটার থাকা উচিত।

Ravi Shastri : বিশ্বকাপে চার নম্বর পজিশনের সমাধান বের করলেন শাস্ত্রী
Follow Us:
| Edited By: | Updated on: Aug 17, 2023 | 7:00 AM

কলকাতা : বিশ্বকাপে ভারতীয় দলের সমস্যা সমাধানে এগিয়ে এলেন জাতীয় দলে প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)। এশিয়া কাপ এবং ঘরের মাঠে অনুষ্ঠিত হতে চলা ওডিআই বিশ্বকাপের জন্য ভারতীয় দলের মিডল অর্ডারকে শক্তিশালী করার উপায় বাতলেছেন তিনি। শাস্ত্রীর মতে, সেরা সাত ব্যাটারের মধ্যে তিনজন বাঁ হাতি ব্যাটার থাকলে ভারতীয় দলের মিডল অর্ডার শক্তিশালী হবে। ভারতের জন্য ওডিআই ক্রিকেটে সবচেয়ে বড় সমস্যা ব্যাটিং অর্ডারের চার নম্বর পজিশন। এই বিষয়ে শাস্ত্রী বলেছেন, অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা ছাড়াও ভারতকে আরও দুই বাঁ হাতি ব্যাটার রাখতে হবে দলে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন টিম ইন্ডিয়ার কোচ বলেছেন, “ব্যাটিং অর্ডারে আরও তিনটি পজিশন রয়েছে। যেখানে আমি মনে করি দুই বাঁ হাতি ব্যাটারকে রাখা উচিত। এখানেই নির্বাচকদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ তাঁরা ক্রিকেটারদের উপর নজর রাখেন। তাঁরা জানেন কোন খেলোয়াড় ভালো ফর্মে আছে। যদি তিলক ভার্মা ভালো ফর্মে থাকেন তাহলে তাঁকেই দলে জায়গা দিন। আপনারা যদি মনে করেন (যশস্বী) জয়সওয়াল ভালো খেলছেন, তাহলে তাঁকেই দলে রাখুন।” ৩০ অগস্ট শুরু হতে চলেছে এশিয়া কাপ। দুই ডানহাতি ব্যাটার কেএল রাহুল এবং শ্রেয়স আইয়ারের চোট সারিয়ে টিমে ফেরার সম্ভাবনা। তাই শাস্ত্রীর পরামর্শ অনুযায়ী টিম ম্যানেজমেন্টের পক্ষে তিন বাঁ-হাতি ব্যাটারকে একাদশে রাখা কঠিন হয়ে পড়বে।

প্রাক্তন ভারতীয় দলের কোচ তিলক ভার্মারও প্রশংসা করেছেন শাস্ত্রী। ওয়েস্ট ইন্ডিজ সফরে সবেমাত্র আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেছেন। শাস্ত্রী বলেন, “আমি তিলক ভার্মাকে দেখে মুগ্ধ। একজন বাঁ হাতি ব্যাটার চাই। ভারতীয় দলে একজন বাঁ হাতি ব্যাটারকে দেখতে চাই। নিশ্চিতভাবে তিলকের নাম ভেবে দেখতে বলব।”