Asia Cup: সচিন-বিরাট… এশিয়া কাপের ওডিআই ফর্ম্যাটে দাপট দেখিয়েছেন যে ভারতীয় ক্রিকেটাররা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 14, 2023 | 8:22 AM

Asia Cup 2023: ১৬তম এশিয়া কাপের আসর বসছে পাকিস্তান এবং শ্রীলঙ্কায়। এর আগে ১৫ বার যে এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে ২০১৬ এবং ২০২২এই দুটি সংস্করণ টি-২০ ফর্ম্যাটে হয়েছিল। এ ছাড়া বাকি ১৩ বার ওডিআই ফর্ম্যাটে হয়েছিল এশিয়া কাপ।

Asia Cup: সচিন-বিরাট... এশিয়া কাপের ওডিআই ফর্ম্যাটে দাপট দেখিয়েছেন যে ভারতীয় ক্রিকেটাররা
Asia Cup: সচিন-বিরাট... এশিয়া কাপের ওডিআই ফর্ম্যাটে দাপট দেখিয়েছেন যে ভারতীয় ক্রিকেটাররা
Image Credit source: Twitter

Follow Us

নয়াদিল্লি: দেখতে দেখতে সামনে এগিয়ে আসছে এ বারের এশিয়া কাপ (Asia Cup)। ৩০ অগস্ট টুর্নামেন্ট শুরু হবে। পাকিস্তান এ বারের এশিয়া কাপের আয়োজক। তাই উদ্বোধনী ম্যাচে খেলবেন বাবর আজমরা। প্রতিপক্ষ নেপাল। এ বছরই ওডিআই বিশ্বকাপ রয়েছে বলে আসন্ন এশিয়া কাপ হতে চলেছে ৫০ ওভারের। গত মরসুমে এশিয়া কাপ টি-২০ ফর্ম্যাটে হয়েছিল। কারণ, সে বছর টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। ওডিআই বিশ্বকাপের (Cricket World Cup) আগে ৫০ ওভারের এশিয়া কাপ থেকে ভরপুর বিনোদন পেতে চলেছেন ক্রিকেট প্রেমীরা। আইসিসি ওডিআই বিশ্বকাপে অংশ নেওয়া এশিয়ার প্রতিটা দলের কাছেই এই এশিয়া কাপ বিশ্বকাপের এক প্রস্তুতির মঞ্চ। সেই ১৯৮৪ সাল থেকে এশিয়া কাপ চলছে। উদ্বোধনী সংস্করণ অনুষ্ঠিত হয়েছিল ওডিআই ফর্ম্যাটে। ফের একবার ওডিআই ফর্ম্যাটেই হবে এই টুর্নামেন্ট। তার আগে TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন এশিয়া কাপের ওডিআই ফর্ম্যাটে দাপট দেখিয়েছেন যে ভারতীয় ক্রিকেটাররা।

১৬তম এশিয়া কাপের আসর বসছে পাকিস্তান এবং শ্রীলঙ্কায়। এর আগে ১৫ বার যে এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে ২০১৬ এবং ২০২২এই দুটি সংস্করণ টি-২০ ফর্ম্যাটে হয়েছিল। এ ছাড়া বাকি ১৩ বার ওডিআই ফর্ম্যাটে হয়েছিল এশিয়া কাপ। এই টুর্নামেন্টে ৭ বার জিতেছে ভারত। তার মধ্যে ওডিআই ফর্ম্যাটে ৬ বার, আর এক বার টি-২০ ফর্ম্যাটে।

এক ঝলকে দেখে নিন ওডিআই ফর্ম্যাটের এশিয়া কাপে ভারতের সর্বাধিক রান করা ৫ ক্রিকেটারদের —

  • ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকর ওডিআই ফর্ম্যাটের এশিয়া কাপে ২৩টি ম্যাচ খেলেছেন। তাতে তিনি করেছেন ৯৭১ রান। গড় ৫১.১০। রয়েছে ৭টি হাফসেঞ্চুরি ও ২টি সেঞ্চুরি।
  • ভারত অধিনায়ক রোহিত শর্মা ৫০ ওভারের এশিয়া কাপে ২২টি ম্যাচ খেলেছেন। তাতে হিটম্যান করেছেন ৭৪৫ রান। গড় ৪৬.৫৬। রয়েছে ৬টি অর্ধশতরান ও ১টি শতরান।
  • ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ওডিআই ফর্ম্যাটের এশিয়া কাপে ১৯টি ম্যাচ খেলেছেন। তাতে তিনি করেছেন ৬৪৮ রান। গড় ৬৪.৮০। রয়েছে ৩টি হাফসেঞ্চুরি এবং ১টি সেঞ্চুরি।
  • ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ৫০ ওভারের এশিয়া কাপে ১১টি ম্যাচ খেলেছেন। তাতে কোহলি করেছেন ৬১৩ রান। রয়েছে ১টি অর্ধশতরান ও ৩টি শতরান।
  • ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর ওডিআই ফর্ম্যাটের এশিয়া কাপে ১৩টি ম্যাচে ৫৭৩ রান করেছিলেন। গড় ৪৪.০৭। রয়েছে ৫টি অর্ধশতরান ও ১টি শতরান।
Next Article