নয়াদিল্লি: দেখতে দেখতে সামনে এগিয়ে আসছে এ বারের এশিয়া কাপ (Asia Cup)। ৩০ অগস্ট টুর্নামেন্ট শুরু হবে। পাকিস্তান এ বারের এশিয়া কাপের আয়োজক। তাই উদ্বোধনী ম্যাচে খেলবেন বাবর আজমরা। প্রতিপক্ষ নেপাল। এ বছরই ওডিআই বিশ্বকাপ রয়েছে বলে আসন্ন এশিয়া কাপ হতে চলেছে ৫০ ওভারের। গত মরসুমে এশিয়া কাপ টি-২০ ফর্ম্যাটে হয়েছিল। কারণ, সে বছর টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। ওডিআই বিশ্বকাপের (Cricket World Cup) আগে ৫০ ওভারের এশিয়া কাপ থেকে ভরপুর বিনোদন পেতে চলেছেন ক্রিকেট প্রেমীরা। আইসিসি ওডিআই বিশ্বকাপে অংশ নেওয়া এশিয়ার প্রতিটা দলের কাছেই এই এশিয়া কাপ বিশ্বকাপের এক প্রস্তুতির মঞ্চ। সেই ১৯৮৪ সাল থেকে এশিয়া কাপ চলছে। উদ্বোধনী সংস্করণ অনুষ্ঠিত হয়েছিল ওডিআই ফর্ম্যাটে। ফের একবার ওডিআই ফর্ম্যাটেই হবে এই টুর্নামেন্ট। তার আগে TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন এশিয়া কাপের ওডিআই ফর্ম্যাটে দাপট দেখিয়েছেন যে ভারতীয় ক্রিকেটাররা।
১৬তম এশিয়া কাপের আসর বসছে পাকিস্তান এবং শ্রীলঙ্কায়। এর আগে ১৫ বার যে এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে ২০১৬ এবং ২০২২এই দুটি সংস্করণ টি-২০ ফর্ম্যাটে হয়েছিল। এ ছাড়া বাকি ১৩ বার ওডিআই ফর্ম্যাটে হয়েছিল এশিয়া কাপ। এই টুর্নামেন্টে ৭ বার জিতেছে ভারত। তার মধ্যে ওডিআই ফর্ম্যাটে ৬ বার, আর এক বার টি-২০ ফর্ম্যাটে।