
ক্রিকেট মাঠে নানারকমের সেলিব্রেশনই দেখা যায়। এর মধ্যে যেমন ঠান্ডা চাহনিও থাকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত সংস্করণে সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল লখনউ সুপার জায়ান্টসের স্পিনার দিগ্বেশ রাঠির সেলিব্রেশন ঘিরে। উইকেট নিয়ে নোটবুক সেলিব্রেশন করেন। শুরুতে সতর্কবার্তা, জরিমানাতেও কাজ হয়নি। তাঁকে এক ম্যাচের জন্য নির্বাসিতও করা হয়। আবার কিছু মজার সেলিব্রেশনও দেখা যায়।
সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিয়ো ঘুরছে। যা মজারই। তবে ব্যাটিং টিমের জন্য হতাশার। এটি অবশ্য খুদেদের ক্রিকেট। সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভিউ হয়েছে। প্রায় এক লক্ষ ইউজার এটি দেখেছেন। কেন এই ভিডিয়ো ঘিরে এত উন্মাদনা? আউটের পর সেলিব্রেশন নতুন নয়। এখানে ব্যাটারকে আউট করার আগেই সেলিব্রেশন করে নিচ্ছেন ক্রিকেটাররা। এরপর আউট করছেন।
বয়সভিত্তিক স্তরের একটি ক্রিকেট ম্যাচে রান নেওয়ার চেষ্টা করছিলেন সমীর সিং চৌহান নামের এক ক্রিকেটার। দ্বিতীয় রান নেওয়ার সময়ই গন্ডগোল। দুই ব্যাটার সমীর এবং বৈভব শর্মা নন স্ট্রাইকার প্রান্তে। উইকেট কিপারের হাতে বল। হঠাৎই ভাংরা শুরু করেন কিপার। বাকি ফিল্ডাররাও ভাঙরা করতে থাকেন। সমীর মাঠ ছাড়তে শুরু করার সময় উইকেট ভাঙেন কিপার।
Bowling team does ‘Bhangra’ before running out the batter. 🤣 pic.twitter.com/5cXjCQp08T
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 27, 2025