Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli vs Gautam Gambhir: বিরাটের সঙ্গে ঝামেলা… IPL এর আগে এ কী বললেন KKR মেন্টর গম্ভীর!

IPL 2024: গৌতি ও কোহলির মধ্যে ২০২৩ সালের আইপিএলের (IPL) সময় একাধিক বার বিরাট ঝামেলা হয়েছিল। দু'জনই আকারে ইঙ্গিতে একে অপরকে খোঁচা দিয়ে বিভিন্ন বার্তা দিয়েছিলেন। সেই সময় লখনউ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন গম্ভীর। পরবর্তীতে এই ঝামেলায় ইতি পড়ে গিয়েছে। আগামী আইপিএলে আবার দু'জনকে মুখোমুখি দেখা যাবে। বর্তমানে গম্ভীর কেকেআরের মেন্টর। নাইট শিবিরে ফেরার পর এ বার বিরাট কোহলির সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে জানালেন গম্ভীর।

Virat Kohli vs Gautam Gambhir: বিরাটের সঙ্গে ঝামেলা... IPL এর আগে এ কী বললেন KKR মেন্টর গম্ভীর!
বিরাটের সঙ্গে ঝামেলা... IPL এর আগে এ কী বললেন KKR মেন্টর গম্ভীর!
Follow Us:
| Updated on: Dec 24, 2023 | 3:02 PM

নয়াদিল্লি: কখনও আদায়-কাঁচকলায়, কখনও গলায় গলায়… দেশের এক প্রাক্তন ও বর্তমান ক্রিকেটারদের মধ্যে এই দৃশ্য মাঝে মাঝে দেখা যায়। কথা হচ্ছে গৌতম গম্ভীর (Gautam Gambhir) ও বিরাট কোহলিকে (Virat Kohli) নিয়ে। গৌতি ও কোহলির মধ্যে ২০২৩ সালের আইপিএলের (IPL) সময় একাধিক বার বিরাট ঝামেলা হয়েছিল। দু’জনই আকারে ইঙ্গিতে একে অপরকে খোঁচা দিয়ে বিভিন্ন বার্তা দিয়েছিলেন। সেই সময় লখনউ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন গম্ভীর। পরবর্তীতে এই ঝামেলায় ইতি পড়ে গিয়েছে। আগামী আইপিএলে আবার দু’জনকে মুখোমুখি দেখা যাবে। বর্তমানে গম্ভীর কেকেআরের মেন্টর। নাইট শিবিরে ফেরার পর এ বার বিরাট কোহলির সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে জানালেন গম্ভীর। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গৌতম গম্ভীরের এক ভিডিয়ো ভাইরাল। যেখানে গৌতমকে শোনা গিয়েছে বিরাট কোহলির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে পরিষ্কার জানাতে। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সীমিত ওভারের সিরিজের এক ম্যাচে স্টুডিয়োতে অ্যানালিস্ট হিসেবে উপস্থিত ছিলেন গৌতম গম্ভীর। সেখানে ক্রীড়া সঞ্চালক যতীন সাপ্রু তাঁকে প্রশ্ন করেন, বিরাট কোহলি ওডিআইতে যে ৫০তম সেঞ্চুরি কোন বোলারের বিরুদ্ধে পূর্ণ করেছিলেন? এই প্রশ্নের উত্তরে বিন্দুমাত্র সময় না নিয়ে গৌতম গম্ভীর বলেন, ‘লকি ফার্গুসন।’

গম্ভীরের এই সঠিক উত্তর শুনে ক্রীড়া সঞ্চালক যতীন সাপ্রুর পাশাপাশি গৌতমের পাশে দাঁড়িয়ে থাকা পীযুষ চাওলাও হাসতে হাসতে তাঁকে বাহবা দিতে থাকেন। সঠিক উত্তর দিয়ে এরপর হাসতে হাসতে গৌতম বলেন, ‘এই যে আমি এটা বললাম, সেটা বার বার দেখাবে। আমার সবকিছুই মনে থাকে। ওর সঙ্গে লড়াই আমার শুধু মাঠের মধ্যে। মাঠের বাইরে কিছু আমাদের মধ্যে কিছু নেই।’ এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নেটিজ়েনদের মন ছুঁয়ে গিয়েছে বিরাটকে নিয়ে গৌতম গম্ভীরের বলা এই কথাগুলি।

দেখে নিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া গৌতম গম্ভীরের সেই ভিডিয়ো —