লখনউ : নতুন চাকরি পেয়েছেন বিসিসিআইয়ের প্রাক্তন মুখ্য নির্বাচক এমএসকে প্রসাদ (MSK Prasad)। আইপিএল টিম লখনউ সুপার জায়ান্টস টিমে যোগ দিয়েছেন স্ট্র্যাটেজিক কনসালট্যান্ট হিসেবে। এই বিষয়ে বৃহস্পতিবার দলের তরফে ঘোষণা করা হয়। প্রসাদের লখনউয়ে যোগ দেওয়া এক নয়া জল্পনার জন্ম দিয়েছে। শোনা যাচ্ছে, লখনউ ফ্র্যাঞ্চাইজি ছাড়তে পারেন মেন্টর গৌতম গম্ভীর (Gautam Gambhir)। বর্তমানে গম্ভীর রয়েছেন আমেরিকায়। ইউএস মাস্টার্স টি ১০ লিগ নিয়ে ব্যস্ত তিনি। তার ফাঁকেই প্রসাদের লখনউ সুপার জায়ান্টসে (Lucknow Super Giants) এন্ট্রি। হিন্দি ডেইলি দৈনিক জাগরণের প্রতিবেদনে দাবি করা হয়েছে, হেড কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের পর গৌতম গম্ভীরও শীঘ্রই লখনউ ছাড়বেন। জাতীয় দলের প্রাক্তন ওপেনারের বিদায়ের আগে পরের মরসুমের জন্য় এমএসকে প্রসাদকে নিয়োগ করেছে সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজিটি। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
লখনউ সুপার জায়ান্টস কিছুদিন আগেই হেড কোচ পরিবর্তন করেছে। দু’টি মরসুম কোচিং করানোর পর অ্যান্ডি ফ্লাওয়ারকে বিদায় দিয়েছে দলটি। আগামী মরসুমে লোকেশ রাহুলদের নয়া হেড কোচ হিসেবে থাকবেন জাস্টিন ল্যাঙ্গার। এরপর স্ট্র্যাটেজিক কনসালট্যান্ট হিসেবে যোগ দিলেন এমএসকে প্রসাদ। তাঁর এন্ট্রির পরই গৌতম গম্ভীরের বিদায়ঘণ্টা বেজে গিয়েছে। দৈনিক জাগরণ এক সূত্র উদ্ধৃত করে লিখেছে, “অ্যান্ডি ফ্লাওয়ারের পর গৌতম গম্ভীরকেও শীঘ্রই দল ছাড়তে হবে। তবে এখনই এই বিষয়ে বেশি কিছু বলা সম্ভব নয়।”
গম্ভীর দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলার পর কলকাতা নাইট রাইডার্সে যোগ দেন। কেকেআরকে জোড়া ট্রফি দিয়েছেন তিনি। ২০২৩ আইপিএল চলাকালীনই শোনা যাচ্ছিল, পুরনো টিমে অন্য ভূমিকায় ফিরতে পারেন গৌতি। তাঁর লখনউ ছাড়ার খবর সেই জল্পনা ফের উসকে উঠেছে। আগামী মরসুমে আইপিএলের কোন টিমের ডাগআউটে দেখা যাবে গৌতম গম্ভীরকে সেটা জানতে উৎসাহী ক্রিকেট সমর্থকরা।