Gautam Gambhir : এ বার কি লখনউ থেকে গম্ভীর বিদায়ের পালা? অপেক্ষায় কেকেআর সমর্থকরা

গুঞ্জন উঠছে, এলএসজির মেন্টর গৌতম গম্ভীর নাকি লখনউয়ের সঙ্গ ছাড়বেন। হেড কোচ অথবা সাপোর্ট স্টাফ হিসেবে পুরনো ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে যোগ দিতে পারেন তিনি।

Gautam Gambhir : এ বার কি লখনউ থেকে গম্ভীর বিদায়ের পালা? অপেক্ষায় কেকেআর সমর্থকরা
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 15, 2023 | 1:22 PM

কলকাতা : ২০২৪ আইপিএল (IPL) শুরু হতে এখনও সাত মাস বাকি। সময় থাকতেই পরের মরসুমের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে লখনউ সুপার জায়ান্টস। দুই মরসুম পরই ফ্র্যাঞ্চাইজিটি বাইরের পথ দেখিয়েছে কোচের পদে থাকা অ্যান্ডি ফ্লাওয়ারকে। তাঁর সঙ্গে চুক্তি বাড়ানোর প্রয়োজন মনে করেনি এসএসজি (LSG) কর্তৃপক্ষ। পরিবর্তে আগামী মরসুমে লোকেশ রাহুলদের নয়া কোচ জাস্টিন ল্যাঙ্গার। হেড কোচ বিদায়ের পর কী এ বার সাপোর্ট স্টাফদের বাকি সদস্যদের উপরও কোপ পড়বে? এখনও নিশ্চিত নয়। কিছুদিন ধরেই গুঞ্জন উঠছে, এলএসজির মেন্টর গৌতম গম্ভীরও (Gautam Gambhir) নাকি লখনউয়ের সঙ্গ ছাড়বেন। হেড কোচ অথবা সাপোর্ট স্টাফ হিসেবে পুরনো ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে যোগ দিতে পারেন তিনি। কতটা সত্যতা রয়েছে এতে? বিস্তারিত রইল TV9 Bangla Sportsর এই প্রতিবেদনে।

কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে গম্ভীরের সম্পর্ক পুরনো। এই ফ্র্যাঞ্চাইজির সবথেকে সফল ক্যাপ্টেন তিনি। কেকেআর দু’বার আইপিএল ট্রফি জিতেছে তাঁরই নেতৃত্বকালে। ২০১৮ সালের পর গোতি ও কেকেআরের পথ আলাদা হয়ে যায়। তবে খেলোয়াড়ি জীবনের পর গম্ভীরকে কলকাতার ফ্র্যাঞ্চাইজিটিতে অন্য কোনও ভূমিকায় দেখা যায়নি। গত দুই বছর ধরে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর পদে রয়েছেন তিনি। এই দুটো মরসুমে প্লে অফে পা রেখেছে লখনউ। কেকেআরকে জোড়া ট্রফি জেতানো গম্ভীর মেন্টর পদে নিজের দায়িত্ব ভালোভাবেই পালন করেছেন। তাই যতই গুঞ্জন থাকুক, লখনউ ছেড়ে এখনই গম্ভীরের কেকেআরে যোগ দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

তবে পরে কী হবে বলা যায় না। লখনউ ও গম্ভীরের কাছে এখনও সাত মাস সময় রয়েছে। এই সময়ের মধ্যে যাবতীয় সিদ্ধান্ত নিতে হবে। গোতি লখনউয়ের মেন্টর পদ ছাড়লেও কেকেআর টিমে যোগ দেওয়ার সম্ভাবনা কতটা তা নিয়েও সন্দেহ রয়েছে।