নয়াদিল্লি: দীর্ঘ ১১ বছরের অপেক্ষার অবসান কি এ বার হবে? ২০১১ সালে শেষ বার বিশ্বকাপ (ICC World Cup) জিতেছিল ভারত। সেই সময় টিম ইন্ডিয়ার অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। তারপর আর বিশ্বকাপের সোনালি ট্রফি আসেনি ভারতীয় শিবিরে। ধোনির পর বিরাট কোহলি প্রায় ৮ বছর ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু কোনও আইসিসি ট্রফি দেশকে দিতে পারেননি। বিরাটের পর এখন ভারতের দায়িত্বে রোহিত শর্মা। তাঁর ক্যাপ্টেন্সিতে কি ভারতে বিশ্বকাপ আসবে? দেশবাসী মনেপ্রাণে চায় বিশ্বকাপ জিতুক ভারত। ক্রিকেট মহলের অনেকেই বলছেন, রোহিতের নেতৃত্বে ভারতের বিশ্বকাপ জেতা সম্ভব। এরই মাঝে গৌতম গম্ভীর (Gautam Gambhir) এ বার ধোনিকে (MS Dhoni) নিয়ে বললেন, ‘ভারতীয় ক্রিকেটে ওর মতো আর কোনও ক্যাপ্টেন নেই’। আর কী কী বললেন গৌতি? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
স্টার স্পোর্টসে গৌতম গম্ভীর বলেন, ‘ভারতীয় ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনির মতো কেউ নেতৃত্ব দিতে পারবে না। অনেক অধিনায়ক এসেছে এবং আরও অনেক অধিনায়ক আসবে কিন্তু আমার মনে হয় না তাঁদের কেউ ক্যাপ্টেন ধোনিকে ছুঁতে পারবে। ধোনির নেতৃত্বে ভারত তিনটি আইসিসি ট্রফি জিতেছিল। তার থেকে বড় আর কিছু হয় বলে আমার মনে হয় না।’
২৮ বছরের খরা কাটিয়ে মেন ইন ব্লুকে ৫০ ওভারের বিশ্বকাপ জিতিয়েছিলেন ধোনি। ২০১১ সালের বিশ্বকাপের ফাইনালে ৯৭ রানের দুরন্ত ইনিংস উপহার দিয়েছিলেন গৌতম গম্ভীর। ২০০৭ সালে ধোনির নেতৃত্বে ভারত প্রথম টি-২০ বিশ্বকাপ জিতেছিল। সেই টিমের সদস্য ছিলেন গৌতমও। ফাইনালে ম্যাচ জেতানো হাফসেঞ্চুরি করেছিলেন গম্ভীর। ২০১৩ সালে ধোনির নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। অবশ্য সেই টিমের সদস্য ছিলেন না গৌতম।
উল্লেখ্য, দিনকয়েক আগে তিরুমালা মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন দেশের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। সেখান থেকে বেরনোর পর তিনি ভারতীয় টিমকে বিশ্বকাপের জন্য শুভেচ্ছা জানান। ৫ অক্টোবর শুরু হচ্ছে ওডিআই বিশ্বকাপ। দেশের মাটিতে ক্রিকেট বিশ্বকাপ বলে বাড়তি নজর থাকবে টিম ইন্ডিয়ার দিকে।