Gautam Gambhir vs Virat Kohli: ‘কোহলি… কোহলি..’ ধ্বনি শুনে রেগে কাঁই গম্ভীর, দেখালেন মধ্যমা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 04, 2023 | 9:12 PM

Asia Cup 2023: এশিয়া কাপে ভারত-নেপাল ম্যাচে মেজাজ হারালেন টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা ক্রিকেটার গৌতম গম্ভীর (Gautam Gambhir)।

Gautam Gambhir vs Virat Kohli: কোহলি... কোহলি.. ধ্বনি শুনে রেগে কাঁই গম্ভীর, দেখালেন মধ্যমা

Follow Us

পাল্লেকেলে: রাগ নিয়ন্ত্রণ তিনি কখনও করতে পারেননি। এ বারও পারলেন না। ক্যান্ডিতে এশিয়া কাপের মাঝে হঠাৎ রেগে কাঁই গৌতম গম্ভীর (Gautam Gambhir)। নেপথ্যে বিরাট কোহলি (Virat Kohli)। না কোহলি নিজে কিছু করেননি, যাতে চটেছেন গৌতি। আসলে, বৃষ্টি বিঘ্নিত ক্যান্ডিতে ভারত বনাম নেপাল ম্যাচে হঠাৎ গৌতম গম্ভীরকে দেখে বিরাটের ভক্তরা ‘কোহলি… কোহলি..’ স্লোগান তোলেন। তাতেই মেজাজ হারান গৌতম। এখানেই শেষ নয়। গৌতম মধ্যমাও দেখান। সেই ভিডিয়ো বিদ্যুৎগতিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। এ বারের আইপিএলের হটকেক ছিল গৌতম গম্ভীর বনাম বিরাট কোহলি। সেই বিরাট-গৌতম বিতর্ক এখনও থামেনি। তাঁদের সম্পর্কের তিক্ততাই ঠিকরে পড়ল গৌতমের আচরণে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

এশিয়া কাপের সুপার ফোরে ওঠার জন্য নেপালের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচে খেলছে ভারত। বৃষ্টির কারণে তখন খেলা বন্ধ ছিল। গৌতমকে দেখা যায় মাঠ থেকে ভেতরে ঢুকতে। সেই সময় পাল্লেকেলের গ্যালারি থেকে দর্শকরা বিরাট কোহলির নামে স্লোগান দিচ্ছিলেন। যা শুনে পিছন দিকে ঘুরে মধ্যমা দেখান গৌতম। তাঁর এই আচরণ ভালোভাবে নিচ্ছেন না নেটিজ়েনরা।

এ বছরের আইপিএলের সময়ও বিরাট-গৌতমের ঝামেলা তুঙ্গে পৌঁছেছিল। দু’জনই সুযোগ পেলে পাল্টা দিতে ছাড়ছিলেন না। কোহলি-গম্ভীরের সম্পর্কের তিক্ততা সকলেরই জানা। তার মাঝে ক্যান্ডিতে যে আচরণ করেছেন গৌতম, তাতে নিন্দার ঝড় উঠেছে নেটদুনিয়ায়।

এ বারের এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের পর গৌতম দুই দেশের ক্রিকেটারদের বন্ধুত্ব দেখে নাক সিঁটকেছিলেন। তাঁর মতে, অতীতে ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে কয়েক বছর আগেও এত বন্ধুত্ব দেখা যেত না। আসলে, এশিয়া কাপে ভারত-পাক ম্যাচের আগের দিন বিরাট কোহলি ও পাক তারকা হ্যারিস রউফের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তাতে দেখা গিয়েছিল অনুশীলনের ফাঁকে দু’জনের দেখা হতেই তাঁরা আলিঙ্গন করেন। এরপর হাসিমুখে দু’জনে কথা বলেন। দুই দেশের অন্যান্য ক্রিকেটারদেরও একসঙ্গে হাসিমুখে কথা বলতে দেখা যায়। নেটমাধ্যমে ঝড়ের গড়িতে ছড়িয়ে পড়েছিল ভারত-পাক ক্রিকেটারদের মধ্যে বন্ধুত্বের ভিডিয়ো। তা অবশ্য মন গলাতে পারেনি গৌতির।

Next Article