নয়াদিল্লি: দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপের (Cricket World Cup 2023) আগে শেষ সিরিজে নেমেছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজ। এই সিরিজের প্রথম ম্যাচ ভারত হারিয়েছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়াকে। সদ্য এশিয়া কাপ জেতা ভারতের লক্ষ্য বিশ্বকাপের আগে অজিদের বিরুদ্ধে এই ওডিআই সিরিজ জেতা। তা হলে বিশ্বকাপে মেন ইন ব্লুর আত্মবিশ্বাস বেড়ে যাবে। ওডিআই বিশ্বকাপের প্রথম ম্যাচে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে রোহিত শর্মার ভারত। আইসিসি বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা ক্রিকেটার গৌতম গম্ভীর (Gautam Gambhir) তো বলেই দিয়েছেন, বিশ্ব চ্যাম্পিয়ন হতে গেলে ভারতকে হারাতে হবে অস্ট্রেলিয়াকে। আর কী কী বললেন গৌতম গম্ভীর? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
সম্প্রতি স্টার স্পোর্টসের এক স্পেশাল শো ‘মিশন ওয়ার্ল্ড কাপ’ এ ২০১১ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য গৌতম গম্ভীর জানিয়েছেন, তাঁর মনে হয় বিশ্বকাপ জিততে হলে ভারতকে হারাতে হবে অস্ট্রেলিয়াকে। তিনি বলেন, ‘আমি বরাবরই বলেছি, যদি বিশ্বকাপ জিততে চাও, তা হলে অবশ্যই অস্ট্রেলিয়াকে হারাতে হবে। ২০০৭ সালে আমরা যখন বিশ্বকাপ জিতেছিলাম, সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়েছিলাম। তারপর ২০১১ সালে আমরা অস্ট্রেলিয়াকে কোয়ার্টার ফাইনালে হারিয়েছিলাম। আইসিসি টুর্নামেন্টে অন্যতম শক্তিশালী ও কঠিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। আইসিসি ক্রমতালিকায় ওরা কোথায় সেটা বড় কথা নয়।’
আইসিসি ওডিআই বিশ্বকাপে সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া। ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে তারা। সেখানে ভারত জিতেছে মাত্র ২ বার। গৌতমের কথায়, ‘র্যাঙ্কিং দূরে সরিয়ে রাখাটাই ভালো। আমার মতে ক্রমতালিকা কিছুই প্রমাণ করে না। র্যাঙ্কিংয়ে যে কোনও স্থানে থাকতে পারে অস্ট্রেলিয়া, কিন্তু আইসিসি টুর্নামেন্টে ওরা বিপজ্জনক। ওই দলটার আত্মবিশ্বাস রয়েছে, চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা রয়েছে দলে। বিভিন্ন বড় ম্যাচ, বড় ইভেন্টে দারুণ ভাবে জ্বলে উঠতে পারে অস্ট্রেলিয়া। যদি দেখা হয় আমরা যে দুটো বিশ্বকাপ জিতেছি তাতে নকআউটে আমরা অজিদের হারিয়েছি। আবার ২০১৫ সালে আমরা অস্ট্রেলিয়ার কাছেই হেরেছিলাম। আমি মনে করি এ বছর বিশ্বকাপ জিততে হলে ভারতকে আবার অস্ট্রেলিয়াকে হারাতে হবে। আমরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টুর্নামেন্ট শুরু করছি। ফলে অস্ট্রেলিয়াকে হারানো ভীষণ গুরুত্বপূর্ণ।’